গয়েশ্বর চন্দ্র রায়
গয়েশ্বর চন্দ্র রায় | |
---|---|
বাংলাদেশের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৯৯১ – অক্টোবর ১৯৯৩ | |
রাষ্ট্রপতি | শাহাবুদ্দিন আহমেদ (অস্থায়ী) আবদুর রহমান বিশ্বাস |
প্রধানমন্ত্রী | খালেদা জিয়া |
মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল | |
কাজের মেয়াদ ১৯৮৭ – ২০০২ | |
পূর্বসূরী | সাইফুর রহমান |
উত্তরসূরী | মোয়াজ্জেম হোসেন আলাল |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কেরাণীগঞ্জ, ঢাকা | ১ নভেম্বর ১৯৫১
জাতীয়তা | বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সম্পর্ক | নিতাই রায় চৌধুরী (বিয়াই) |
পেশা | রাজনীতিবিদ |
বাবু গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটির’ একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]গয়েশ্বর চন্দ্র রায় ১৯৫১ সালের ১ নভেম্বর ঢাকার কেরাণীগঞ্জে জন্মগ্রহণ করেন।[১] তার পিতার নাম জ্ঞানেন্দ্র চন্দ্র রায় ও মাতার নাম সুমতি রায়।[১]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]গয়েশ্বর চন্দ্র রায় ছাত্রজীবনে প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গঠিত হলে তিনি যুবদলে যোগদান করেন।[২] পরবর্তীতে যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর তিনি টেকনোক্র্যাট কোটায় তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের (বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়) প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।[২] এরপর তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও পরবর্তীতে স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।[২]
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত গয়েশ্বর ঢাকা-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচন করে ৭৮,৮১০ ভোট লাভ করেন এবং আওয়ামী লীগের নসরুল হামিদের কাছে পরাজিত হন।[৩][৪][৫] ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় একই আসন থেকে বিএনপির মনোনয়ন লাভ করেন।[৪][৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Election Commission Bangladesh: Candidate Disclosure"। IIS Windows Server। ২৫ জুন ২০০৯। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসে ২০১৮।
- ↑ ক খ গ "গয়েশ্বরকে নিয়ে একাট্টা বিএনপি"। সমকাল। ১৮ ডিসে ২০১৮। ২৩ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসে ২০১৮।
- ↑ "দেখে নিন পূর্ববর্তী ফলাফল"। বিবিসি বাংলা। ১৮ ডিসে ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ ডিসে ২০১৮।
- ↑ ক খ "একাদশ সংসদ নির্বাচন - সমকাল"। সমকাল। ১৮ ডিসে ২০১৮। ১৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসে ২০১৮।
- ↑ ক খ "গয়েশ্বর চন্দ্র রায়"। প্রথম আলো। ১০ নভে ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ ডিসে ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]