অনিল মুখার্জি
অনিল মুখার্জি | |
|---|---|
অনিল মুখোপাধ্যায় | |
| জন্ম | ১০ অক্টোবর ১৯১২ |
| মৃত্যু | ফেব্রুয়ারি ৭, ১৯৮২ (বয়স ৬৯) |
| নাগরিকত্ব | |
| পেশা | লেখক, রাজনীতিবিদ |
| পরিচিতির কারণ | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নায়ক |
উল্লেখযোগ্য কর্ম | সাম্যবাদের ভূমিকা, স্বাধীন বাংলাদেশ সংগ্রামের পটভূমি |
| রাজনৈতিক দল | ভারত বিভাজনের পূর্বে ভারতের কমিউনিস্ট পার্টি, ভারত বিভাজনের পরে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি (পাকিস্তানের কমিউনিস্ট পার্টি), বাংলাদেশের স্বাধীনতার পরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি |
| আন্দোলন | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন |
| বাংলাদেশে সাম্যবাদ |
|---|
| সিরিজের অংশ |
|
|
অনিল মুখার্জি বা অনিল মুখোপাধ্যায়[১] (১০ অক্টোবর ১৯১২- ৭ ফেব্রুয়ারি ১৯৮২)[২] বাংলাদেশী সাম্যবাদী রাজনীতিবিদ ও লেখক।[৩] তিনি ব্রিটিশ ভারত, পাকিস্তান(পূর্ব পাকিস্তান) ও বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।[৪]
জন্ম
[সম্পাদনা]অনিল মুখার্জি বাংলাদেশের ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।[৩]
স্বাধীনতা সংগ্রামে
[সম্পাদনা]১৯৩০ সালে কলেজে পড়ার সময় আইন অমান্য আন্দোলন করে কারারুদ্ধ হন। মেদিনীপুর জেলে থাকার সময় সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণের অভিযোগে ব্রিটিশ সরকার তাকে আন্দামানে সেলুলার জেলে প্রেরণ করে।[১]
কমিউনিস্ট পার্টি
[সম্পাদনা]১৯৩৮ খৃষ্টাব্দে মুক্তিলাভ করে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৪৬ এ নারায়ণগঞ্জ সুতাকল শ্রমিকদের ধর্মঘটে বিশেষ ভূমিকা নেন।[৫] দেশবিভাগ হলে পূর্ব পাকিস্তানে ৮ বছর জেলবন্দী থাকেন। মুক্তি পেলেও রাজনৈতিক আন্দোলনে জড়িত থাকার অপরাধে তাকে আত্মগোপন করতে হয় ১৯৭১ সাল অবধি। গোপনে মস্কো সফর এবং পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে ৭৫ টি পার্টির মহাসম্মেলনে প্রতিনিধিত্ব। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা নেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ১৯৭৩ এবং ১৯৮০ সালে।[৬]
উল্লেখযোগ্য গ্রন্থ
[সম্পাদনা]- সাম্যবাদের ভূমিকা,
- শ্রমিক আন্দোলনের হাতে খড়ি,
- স্বাধীন বাংলাদেশ সংগ্রামের পটভূমি ও
- হারানো খোকা[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র (সম্পাদকগণ)। সংসদ বাঙালি চরিতাভিধান। খণ্ড ১ (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃ. ২১। আইএসবিএন ৯৭৮-৮১৭৯৫৫১৩৫৬।
{{বই উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - ↑ "বণিক বার্তা ৫ জুলাই ২০১৪"। ৭ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৯।
- 1 2 হোসেন, সেলিনা; ইসলাম, নুরুল, সম্পাদকগণ (ফেব্রুয়ারি ১৯৯৭)। "অনিল মুখার্জি" (ছাপা)। বাংলা একাডেমী চরিতাভিধান (পরিমার্জিত ও পরিবর্ধিত বিতীয় সংস্করণ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমী। পৃ. ৭।
{{বিশ্বকোষ উদ্ধৃতি}}:|chapter-format=এর জন্য|chapter-url=প্রয়োজন (সাহায্য);|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য) - ↑ প্রতিবেদক, কালবেলা। "সেই দিনটি, অনিল মুখার্জি, স্মরণ"। কালবেলা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ কালের কণ্ঠ ৭ ফেব্রুয়ারি ২০১৭
- ↑ "এই দিনে"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "লেখক ও রাজনীতিবিদ অনিল মুখার্জির প্রয়াণ"। banglanews24.com। ৭ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৫।