অপু উকিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাননীয় সংসদ সদস্য
অপু উকিল
৯ম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-০২ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০০৮ – ২০১৪
সংখ্যাগরিষ্ঠবাংলাদেশ আওয়ামী লীগ
ব্যক্তিগত বিবরণ
দাম্পত্য সঙ্গীঅসীম কুমার উকিল

অপু উকিল (জন্ম: ৯ জানুয়ারি ১৯৭২) একজন বাংলাদেশি শিক্ষক, রাজনীতিবিদ এবং নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে ছিলেন।[১] তিনি বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন দীর্ঘ প্রায় ২০ বছর।

জন্ম ও পারিবারিক পরিচিতি[সম্পাদনা]

অপু উকিল ১৯৭২ সালের ৯ জানুয়ারি শরীয়তপুর জেলায় জন্ম গ্রহণ করেন।[২] পরবর্তীতে, রাজনীতিবিদ অসীম কুমার উকিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন; এবং নেত্রকোণা থেকে আঞ্চলিক রাজনীতিতে সক্রিয় হন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

অপু উকিলের রাজনীতিতে আগমন ওবায়দুল কাদেরের হাত ধরে; দৈনিক বাংলা পত্রিকায় লেখালেখি করার সময়। বেগম বদরুন্নেসা কলেজে থাকাকালীন ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেন। পরবর্তীতে আওয়ামী যুব মহিলা লীগের নেতৃত্বে আসেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০২০-০৪-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২০ 
  2. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"নেত্রকোণার আলো। ১৪ মার্চ ২০১৮। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]