জয়ন্ত চট্টোপাধ্যায়
জয়ন্ত চট্টোপাধ্যায় | |
---|---|
জন্ম | |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৭১–বর্তমান |
সন্তান | ২ জন |
ওয়েবসাইট | http://www.imdb.com/name/nm1194086/ |
জয়ন্ত চট্টোপাধ্যায় (জন্ম ২ জুলাই ১৯৪৪) একজন বাংলাদেশী অভিনেতা। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন। [১][২]
জন্ম[সম্পাদনা]
জয়ন্ত চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈম্বরীপুর গ্রামে। ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন পারিবারিক পরিবেশে। তার পরিবারের সবাই গান বাজনা নিয়ে সব সময় মেতে থাকতেন। [৩]
শৈশব[সম্পাদনা]
জয়ন্ত চট্টোপাধ্যায় এর বাবা কালীকানন্দ চট্টোপাধ্যায় ভালো আবৃত্তিকার ছিলেন। তাদের বাড়িতে ছিল তাদের নিজস্ব থিয়েটারের দল। সেই থিয়েটার দল বছরে কয়েকটি যাত্রা এবং নাটক মঞ্চস্থ করতো এবং তাতে তাদের পরিবারের সবাই অভিনয় করতেন। অনেক ছোটবেলায় এরকমই এক 'পালা'য় বিবেকের সহচর বালক বা 'এক-আনি'র ভূমিকায় জয়ন্ত চট্টোপাধ্যায়ের প্রথম মঞ্চে ওঠা। এর পর একটু বড় হয়ে আবৃত্তি আর অভিনয়ের দিকে তার আগ্রহ আরো বেড়ে যায়। পাশাপাশি শিখেছেন গান আর তবলাবাদন।[৪]
শিক্ষাজীবন[সম্পাদনা]
কলেজ জীবনে তিনি বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। সেই সাথে তিনি একটি সাংস্কৃতিক দলের সদস্য হয়ে বেশ কিছু নাটকে অভিনয় করেন। [৫]
চলচ্চিত্র[সম্পাদনা]
- কিত্তনখোলা (২০০০)
- চতুর্থ মাত্রা (২০০১)
- মাটির ময়না (২০০২)
- ডাক্তার কালিকিংকর আধিয়ার (২০০৩)
- জয়যাত্রা (২০০৪)
- নিরন্তর (২০০৬)
- মেড ইন বাংলাদেশ (২০০৭)
- নয় নম্বর বিপদ সংকেত (২০০৭)
- আমার আছে জল (২০০৮)
- রানওয়ে (২০১০)
- মামা অপেক্ষা (২০১০)
- কারিগর (২০১২)
- পিতা (২০১২)
- ঘেটুপুত্র কমলা (২০১২)
- শিখন্ডী কথা (২০১৩)
- হরিজন (২০১৪)
- মঙ্গল মেঘমল্লার (২০১৪)
- পদ্মা পাড়ের পার্বতী
- সুতপার ঠিকানা (২০১৫)
- জেবার মামা অমি ও আইস্ক্রিমঅলা (২০১৫)
- কৃষ্ণপক্ষ (২০১৬)
- সত্তা (২০১৭)
- চন্দ্রাবতী কথা
- পদ্মার প্রেম(২০১৯)
পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]
- আরটিভি স্টার অ্যাওয়ার্ড
বছর | বিভাগ | নাটক | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
২০১৩ | মুক্তিযুদ্ধ বিষয়ক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা | শহুরে সময় | বিজয়ী | [৬] |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ জয়ন্ত চট্টোপাধ্যায় (১৪ নভেম্বর ২০১৪)। "জয়ন্ত চট্টোপাধ্যায়"। প্রিয়। ৬ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬।
- ↑ "এ সপ্তাহের সাক্ষাৎকার জয়ন্ত চট্টোপাধ্যায়"। বিবিসি বাংলা। ৯ অক্টোবর ২০১৩।
- ↑ "হুমায়ূন আহমেদ আমার কাছে জীবন্ত : জয়ন্ত চট্টোপাধ্যায়"। ১৩ নভেম্বর ২০১৪।
- ↑ "জয়ন্ত চট্টোপাধ্যায়"। জুলাই ৫, ২০১৫।
- ↑ "অভিনেত্রী নওশাবাকে নিয়ে প্রেমের কবিতা লিখলেন জয়ন্ত চট্টোপাধ্যায়"। ৯ অক্টোবর ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ শাওন, রাশেদ (২৭ জানুয়ারি ২০১৩)। "আরটিভির সেরা সজল ও মৌসুমী"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- অলমুভিতে জয়ন্ত চট্টোপাধ্যায়
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জয়ন্ত চট্টোপাধ্যায়
(ইংরেজি)
- আলোসিনেতে জয়ন্ত চট্টোপাধ্যায় (ফরাসি)
- পোর্ট.এইচইউয়ে জয়ন্ত চট্টোপাধ্যায় (হাঙ্গেরিয়)
- রটেন টম্যাটোসে জয়ন্ত চট্টোপাধ্যায়
(ইংরেজি)