স্বরোচিষ সরকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড. স্বরোচিষ সরকার
স্বরোচিষ সরকার.JPG
পেশা
ভাষাবাংলা, ইংরেজি
জাতীয়তাবাংলাদেশী Flag of Bangladesh.svg
উল্লেখযোগ্য রচনাবলিবিবর্তনমূলক বাংলা অভিধান, বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান, কবিগান: ইতিহাস ও রূপান্তর, একাত্তরে বাগেরহাট
উল্লেখযোগ্য পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৯),[২]বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অ্যাওয়ার্ড, মহাকবি মধুসূদন পদক[৩][৪]

অধ্যাপক স্বরোচিষ সরকার (জন্ম: ২০ অক্টোবর, ১৯৫৯) একজন বিশিষ্ট আভিধানিক ও বৈয়াকরণ। তিনি বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ এর অন্যতম লেখক ও সম্পাদক।[১][৫] তার সম্পাদিত অভিধানসমূহের মধ্যে বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান এবং বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান অন্যতম।[৬][৭] বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা-প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ-এর অধ্যাপক হিসেবে কর্মরত।[৮] জুলাই ২০১৫ থেকে জুলাই ২০১৮ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জন্ম ও কর্মজীবন[সম্পাদনা]

অধ্যাপক স্বরোচিষ সরকারের জন্ম বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারি গ্রামে। তিনি বাংলা একাডেমীর কর্মকর্তা (১৯৯২-২০০০) হিসেবে তিনি বহু গুরুত্বপূর্ণ গ্রন্থের পাণ্ডুলিপি সম্পাদনা করেছেন। ২০০১ সাল থেকে তিনি বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত গবেষণা-পত্রিকা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ জার্নাল-এর সহযোগী সম্পাদক (২০০১ থেকে ২০১৩) ও সম্পাদকের (২০১৪ থেকে ২০১৭) দায়িত্ব পালন করে আসছেন।[১][৮]

প্রকাশিত গ্রন্থসমূহ[সম্পাদনা]

স্বরোচিষ সরকারের গবেষণামূলক গ্রন্থ অস্পৃশ্যতা বিষয়ে রবীন্দ্রনাথ-এর জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ২০০৫ সালে তাকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অ্যাওয়ার্ডে ভূষিত করে।[৩] ২০১৩ সালে কবিগান বিষয়ক গবেষণাগ্রন্থ কবিগান: ইতিহাস ও রূপান্তরের জন্য তিনি মধুসূদন পদক লাভ করেন।[৯] ২০১৪ সালে 'গোলাম মুরশিদ-এর সাথে যৌথভাবে সম্পাদিত বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান একটি বহুল আলোচিত অভিধান এবং একটি ঐতিহাসিক কাজ হিসেবে স্বীকৃত।[১০]

তার প্রকাশিত গ্রন্থসমূহ:[৮]

  1. মুকুন্দদাস (জীবনীগ্রন্থ, ঢাকা: বাংলা একাডেমী, ১৯৮৭, ২য় সং ১৯৯৯)
  2. যোগেশচন্দ্র বাগল (জীবনীগ্রন্থ, ঢাকা: বাংলা একাডেমী, ১৯৯৩)
  3. গিরিশচন্দ্র বড়ুয়া (জীবনীগ্রন্থ, ঢাকা: বাংলা একাডেমী, ১৯৯৪)
  4. বাংলাদেশের ফসল (ঢাকা: বাংলা একাডেমী, ১৯৯৪)
  5. কথাসাহিত্য ও নাটকে মুসলিম সংস্কারচেতনা (ঢাকা: বাংলা একাডেমী, ১৯৯৫, ২য় সং ঢাকা: শোভাপ্রকাশ, ২০১০)
  6. মাহমুদ নূরুল হুদা (জীবনীগ্রন্থ, ঢাকা: বাংলা একাডেমী, ১৯৯৮)
  7. অস্পৃশ্যতা বিষয়ে রবীন্দ্রনাথ (ঢাকা: প্রতীক প্রকাশনা সংস্থা, ২০০৫; ২য় সং ঢাকা: কথাপ্রকাশ, ২০১৮)
  8. একাত্তরে বাগেরহাট: বাংলাদেশের মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস (ঢাকা: সাহিত্য বিলাস, ২০০৬; ২য় সং ঢাকা: কথাপ্রকাশ, ২০১৫)
  9. বিশ শতকের মুক্তচিন্তা (ঢাকা: প্রতীক প্রকাশনা সংস্থা, ২০০৮; ২য় সং ঢাকা: ঢাকা: মাদার্স পাবলিকেশন্স, ২০২৩)
  10. ভাবনা নিয়ে ভাবনা: জনপ্রিয় বইয়ের আলোচনা (ঢাকা: সাহিত্যবিলাস, ২০১০; ২য় সং; ঢাকা: মাদার্স পাবলিকেশন্স, ২০২২)
  11. বাংলাদেশের কোষগ্রন্থ ও শব্দসন্ধান (ঢাকা: বাংলা একাডেমী, ২০১০)
  12. অকারণ ব্যাকরণ (ঢাকা: শোভাপ্রকাশ, ২০১১, ২য় সং ঢাকা: কথাপ্রকাশ, ২০১৯)
  13. কবিগান: ইতিহাস ও রূপান্তর (ঢাকা: বাংলা একাডেমী, ২০১১)
  14. সর্বস্তরে বাংলা ভাষা: আকাঙ্ক্ষা ও বাস্তবতা (ঢাকা: কথাপ্রকাশ, ২০১৫)
  15. বাংলা ভাষায় উচ্চশিক্ষা: প্রত্যাশা ও অন্তরায় (ঢকা: কথাপ্রকাশ, ২০২০)
  16. পুরাণে নদী (ঢাকা: মাদার্স পাবলিকেশন্স, ২০২০)
  17. বাংলাদেশে বিদ্যাসাগর চর্চা (ঢাকা: মাদার্স পাবলিকেশন্স, ২০২১)
  18. বঙ্গবন্ধু ও বাংলা ভাষা (ঢাকা: বাংলা একাডেমি, ২০২২)
  19. মুসলমান লেখকদের সমাজভাবনা (কথাসাহিত্য ও নাটকে মুসলিম সংস্কারচেতনার পরিমার্জিত সং, ঢাকা: মাদার্স পাবলিকেশন্স, ২০২৩)

অনুবাদ গ্রন্থ

  1. পূর্ববাংলার ভূমিব্যবস্থা (ঢাকা: ইউনির্ভাসিটি প্রেস লিমিটেড, ২০০৪)
  2. বাংলা ভাষার বর্ণনা: একটি বিকল্প ব্যাকরণ (ঢাকা: বাংলা একাডেমি, ২০২১)

সম্পাদনাগ্রন্থ

  1. বাংলা একাডেমি বৈশাখী লোক-উৎসব প্রবন্ধ (ঢাকা: বাংলা একাডেমী, ১৯৯৩)
  2. বাংলা একাডেমি সহজ বাংলা অভিধান (সহযোগী সম্পাদক, ঢাকা: বাংলা একাডেমী, ১৯৯৫)
  3. বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান (সহযোগী সম্পাদক, ঢাকা: বাংলা একাডেমী, ১৯৯৬)
  4. বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (সহযোগী সম্পাদক, ঢাকা: বাংলা একাডেমী, ২০০০)
  5. পালি-বাংলা অভিধান (দুই খণ্ড, ঢাকা: বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ২০০১ ও ২০০৮)
  6. বাংলা একাডেমি ইংরেজি-বাংলা অভিধান (সহযোগী সম্পাদক, ঢাকা: বাংলা একাডেমী, ২০০২)
  7. কুসুমে কুসুমে চরণচিহ্ন: মফিজউদ্দীন আহমদ স্মারকগ্রন্থ (সহযোগী সম্পাদক, রাজশাহী, ২০০৩)
  8. জন্ম যদি তব বঙ্গে: সারোয়ার জাহান স্মারকগ্রন্থ (সহযোগী সম্পাদক, রাজশাহী, ২০০৫)
  9. প্রীতিকুমার মিত্র স্মারকগ্রন্থ (রাজশাহী: আইবিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০০৯)
  10. বিশ শতকের বাংলা (রাজশাহী: আইবিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১০)
  11. বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (সহযোগী সম্পাদক, দুই খণ্ড, ঢাকা: বাংলা একাডেমী, ২০১১)
  12. বঙ্গ বাংলা বাংলাদেশ: সনৎকুমার সাহা সম্মাননাগ্রন্থ (সহযোগী সম্পাদক, ঢাকা: সময় প্রকাশন, ২০১২)
  13. বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান (৩ খণ্ড, সহযোগী সম্পাদক, ঢাকা: বাংলা একাডেমী, ২০১৪)
  14. জাগরণ ও অভ্যুদয় (রাজশাহী: আইবিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১৫)
  15. ভাষানীতি ও ভাষা-পরিকল্পনা (রাজশাহী: আইবিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১৫)
  16. বাংলাদেশের আদিবাসী জাতিসত্তার আত্মপরিচয় (রাজশাহী: আইবিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১৮)
  17. বাঙালি জাতিবর্ণের উৎস সন্ধান: নমঃশূদ্র পৌণ্ডক্ষত্রিয় কৈবর্ত রাজবংশী (ঢাকা: মাদার্স পাবলিকেশন্স, ২০১৯)
  18. গোলাম মুরশিদ সংবর্ধনা গ্রন্থ (ঢাকা: কথাপ্রকাশ, ২০১৯)
  19. বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (ঢাকা: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ২০২১)
  20. বাংলা, ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক (ঢাকা: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ২০২৩)
  21. বাংলা, সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক (ঢাকা: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ২০২৩)

অনুলিখন গ্রন্থ

  1. মাহমুদ নূরুল হুদা: আমার জীবনস্মৃতি (ঢাকা: বাংলা একাডেমী, ১৯৯৯)

সম্মাননা[সম্পাদনা]

  1. বাগেরহাট ফাউন্ডেশন পদক (বাগেরহাট, ২০০৩)
  2. বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অ্যাওয়ার্ড (ঢাকা, ২০০৫)
  3. অনুভব পদক (ঢাকা, ২০০৭)
  4. মহাকবি মধুসূদন পদক (যশোর, ২০১৩)
  5. জোহরা-শামসুন্নাহার সাহিত্য গবেষণা পুরস্কার (রাজশাহী, ২০১৯)
  6. রবীন্দ্রনাথ ঠাকুর থিওসফিক্যাল পুরস্কার (বিশ্বভারতী, ২০১৯)
  7. বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (ঢাকা, ২০১৯)[২]

আরো দেখুন[সম্পাদনা]

  1. বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান
  2. কবিগান
  3. বাংলা অভিধানের তালিকা
  4. বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের তালিকা
  5. ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. আশফাক-উল-আলম, সেলিনা হোসেন, প্রভূত (সম্পাদক)। "স্বরোচিষ সরকার"। বাংলা একাডেমী লেখক অভিধান (প্রিন্ট)। ঢাকা: বাংলা একাডেমী। পৃষ্ঠা ৪৪১। আইএসবিএন 984-07-4725-8 
  2. "বাংলা-একাডেমি-সাহিত্য-পুরস্কার-২০১৯-ঘোষণা"। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০ 
  3. "UGC to honour 20 scholars today"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 
  4. "সমাপ্ত হলো ৭ দিনব্যাপী মধুমেলা"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 
  5. "প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ"। দৈনিক প্রথম আলো। ২০১৭-১০-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 
  6. "বাংলা একাডেমির অভিধান"। দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 
  7. "আগ্রহের কেন্দ্রে বিবর্তনমূলক বাংলা অভিধান"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 
  8. "রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবপেজ"। রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৬ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 
  9. "মধুসূদন সম্মাননা পদক পেলেন প্রফেসর স্বরোচিষ সরকার এবং গোলাম মুরশিদ"। দৈনিক যায় যায় দিন। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 
  10. "বিবর্তনমূলক অভিধান একটি ঐতিহাসিক কাজ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]