অঞ্জু ঘোষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অঞ্জু ঘোষ
জন্ম
অঞ্জলি ঘোষ

(1966-09-17) ১৭ সেপ্টেম্বর ১৯৬৬ (বয়স ৫৬)
ভাঙ্গা, ফরিদপুর[১]
নাগরিকত্ববাংলাদেশী[২]
পেশাঅভিনেত্রী
পরিচিতির কারণবেদের মেয়ে জোসনা

অঞ্জু ঘোষ একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ভারতবাংলাদেশ উভয় দেশের মোট ৬টি ভাষার ওপর ৩০০টিরও বেশি চলচিত্রে অভিনয় করেছেন। তিনি বেদের মেয়ে জোসনা চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য পরিচিত। তার আসল নাম অঞ্জলি ঘোষ।

চলচ্চিত্র জীবন[সম্পাদনা]

বাংলাদেশের স্বাধীনতার আগে অঞ্জু ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরার হয়ে যাত্রায় নৃত্য পরিবেশন করতেন ও গানও গাইতেন।[৩] ১৯৮২ সালে এফ, কবীর চৌধুরী পরিচালিত ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এই ছবিটি ব্যবসায়িকভাবে সফল ছিল। তিনি বাংলার নীলো নামে পরিচিত ছিলেন। ১৯৮৬ সালে তার ক্যারিয়ার বিপর্যয়ের মুখে পড়লেও তিনি ফিরে আসেন ভালোভাবে। ১৯৮৭ সালে অঞ্জু সর্বাধিক ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৯ সালে তার অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ অবিশ্বাস্য রকমের ব্যবসা করে এবং সৃষ্টি করে নতুন রেকর্ড। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯৯০ সালে তার গাওয়া ১২টি গান নিয়ে ‘মালিক ছাড়া চিঠি’ নামের একটি অ্যালবাম প্রকাশিত হয়।[৪]

তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ ছেড়ে চলে যান এবং কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন।[৫] ২০১৮ সালে, তিনি সাইদুর রহমান সাইদ পরিচালিত একটি বাংলাদেশী চলচ্চিত্র, মধুর ক্যান্টিনে অভিনয় করেন।[৬]

চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]

[৭]

  1. সওদাগর
  2. রাজ কুমারী
  3. কোরবানী
  4. আবে হায়াত
  5. ধন দৌলত
  6. নরম গরম
  7. বে-রহম
  8. আসমান জমিন
  9. চন্দনদ্বীপের রাজকন্যা
  10. রঙ্গীন সাগর ভাসা
  11. পদ্মাবতী
  12. বেদের মেয়ে জোসনা (১৯৮৯) - জোসনা
  13. কসম
  14. শংখমালা
  15. আয়না বিবির পালা
  16. মহান বন্ধু
  17. দূর্নাম
  18. শর্ত
  19. খুনী আসামী
  20. এই নিয়ে সংসার
  21. অচিন দেশের রাজকুমার
  22. দায়িত্ব
  23. দায়ী কে
  24. দুই রংবাজ
  25. প্রেম সোহাগী
  26. প্রাণ সজনী
  27. প্রেম যমুনা
  28. দশ গেরামের মোড়ল
  29. রাই বিনোদিনী
  30. রাজার মেয়ে বেদেনী
  31. দুঃখিনী বধূ শয়তান যাদুকর
  32. পর্বত
  33. কুসুমপুরের কদমআলী
  34. বড়ো ভালো লোক ছিল
  35. প্রমাণ
  36. লাল গোলাপ
  37. গরীবের প্রেম
  38. সোনার সংসার
  39. গোলমাল
  40. রক্তের বন্দী
  41. রক্তের বদলা
  42. বিসর্জন
  43. বিচ্ছেদ
  44. ক্ষুধা
  45. গরীবের সম্মান
  46. কাঞ্চনমালা (১৯৯৯)
  47. ত্রিশূল
  48. রাজার মেয়ে পারুল
  49. বেদেনীর প্রেম
  50. কুমারী মা
  51. সোনার পালকি
  52. মোহন মালা
  53. আদেশ
  54. আশীর্বাদ
  55. মর্যাদা
  56. শিকার
  57. মুক্তার মালা
  58. সোনাই বন্ধু
  59. যাদু মহল
  60. দাগী
  61. নিয়ত
  62. আমিই ওস্তাদ
  63. নিয়তির খেলা
  64. শক্তিমন
  65. আজকের বাদশা
  66. পাতাল বিজয়
  67. আদরের বোন
  68. লাওয়ারিশ
  69. মহাশত্রু
  70. অর্জন
  71. এই ঘর এই সংসার
  72. প্রাণ সজনী
  73. প্রাণের চেয়ে প্রিয়
  74. দিদি আমার মা
  75. স্ত্রীর মর্যাদা
  76. কালী আমার মা
  77. যন্ত্রণা
  78. কোবরা
  79. ওরা তিনজন
  80. হাতিয়ার
  81. অবরোধ
  82. পুষ্পমালা
  83. রাম লক্ষ্মণ
  84. মধুমালা মদনকুমার
  85. রানী চৌধুরানী
  86. শত্রু ঘায়েল
  87. রাজ সিংহাসন
  88. মালা বদল
  89. নকল শাহজাদা
  90. সতী নাগকন্যা
  91. মর্জিনা
  92. ছলনা
  93. জারিম
  94. বাহার
  95. চন্দ্রাবতী
  96. সূর্য সন্তান
  97. খেলার সাথী
  98. পদ্ম গোখরা
  99. বসন্ত মালতী
  100. অতিক্রম
  101. শাহী খানদান
  102. আন্দাজ
  103. প্রতিবাদ
  104. উনিশ বিশ
  105. মহারানী
  106. রঙ্গীন নবাব সিরাজউদ্দৌলা
  107. আইন আদালত
  108. গরম মশলা
  109. পাষাণ
  110. গ্যাং লিডার
  111. অগ্নি তুফান
  112. মরণ পণ
  113. পালা বদল
  114. জেলের মেয়ে রোশনি
  115. অবিশ্বাস
  116. কর্তব্য
  117. রঙ্গীলা
  118. মহাযুদ্ধ
  119. নেশা
  120.  সততা
  121. নিষ্পত্তি
  122. জয় বিজয়
  123. আওলাদ
  124. সতী নারীর পতি
  125. রাণী আমার নাম
  126. বেদকন্যা পঙ্খীরানী
  127. জনি ওস্তাদ
  128. শাহ জামাল
  129. বিবাদ
  130. বাহাদুর নওজোয়ান
  131. মহুয়া সুন্দরী
  132. প্রেমের মরা জ্বলে ডুবেনা
  133. গরম মশলা
  134. পকেটমার
  135. পুষ্পমালা
  136. চন্দ্রাবতী
  137. চন্দনা ডাকু
  138. জালিম
  139. তিন বাহাদুর
  140. রাজদণ্ড
  141. গায়ে হলুদ
  142. বন্না
  143. অহিংসা
  144. গাড়িয়াল ভাই
  145. রাজ ভিখারি
  146. অবরোধ
  147.  ভয়ংকর যোদ্ধা

নাগরিকত্ব বিতর্ক[সম্পাদনা]

২০১৯ সালের ৫ জুন তিনি ভারতের রাজনৈতিক দল বিজেপিতে যোগ দেন।[৮] তারপরে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে। পরে বিজেপি দলের তরফ থেকে দাবি করা হয় তিনি ভারতের নাগরিক, তার কাছে ভারতের পাসপোর্ট আছে।[৯] পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ২০০৩ সালে কলকাতা পৌরসংস্থা কর্তৃক জারি করা তার জন্ম সার্টিফিকেট প্রকাশ করেন।[১০][১১] শংসাপত্র অনুসারে অঞ্জু ঘোষ ১৭ সেপ্টেম্বর ১৯৬৬ সালে কলকাতার ইস্ট এন্ড নার্সিং হোমে জন্মগ্রহণ করেন; তার বাবার নাম সুধন্য ঘোষ ও মায়ের নাম বীণাপানি ঘোষ।[১০] অন্যদিকে ২০১৮ সালে একুশে টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকার অঞ্জু ঘোষ জানান যে তিনি ১৭ সেপ্টেম্বর ১৯৫৬ সালে ফরিদপুরের ভাঙ্গায় জন্মগ্রহণ করেন ও মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে তিনি এবং তার পরিবার চট্টগ্রামে চলে আসেন। সেখানকার কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অঞ্জু ঘোষের অজানা কথা"একুশে টিভি। ৯ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৯ 
  2. অমর সাহা (জুন ৬, ২০১৯)। "বিজেপিতে-যোগ-দিলেন-'বেদের-মেয়ে-জোসনা"প্রথম আলো। ঢাকা। সংগ্রহের তারিখ জুন ৭, ২০১৯ 
  3. হক, জনি। "যাত্রায় আবার অঞ্জু ঘোষ"দৈনিক সমকাল। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১১ 
  4. "অঞ্জু ঘোষের এই পরিচয় কি জানতেন?"দ্য ডেইলি স্টার। ১২ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ 
  5. রহমান, মোমিন; হোসেন, নবীন (১৯৯৮)। "বাংলাদেশের চলচ্চিত্রে তারকা নায়িকাঃ পপি থেকে পপি"। অন্যদিন, ঈদ সংখ্যা। মাজহারুল ইসলাম। (২৫): ৩৫২। 
  6. "দুই যুগ পর ঢাকার চলচ্চিত্রে অঞ্জু ঘোষ"bangla.bdnews24.com। ২৬ নভেম্বর ২০১৮। 
  7. রহমান, মোমিন; হোসেন, নবীন (১৯৯৮)। "বাংলাদেশের চলচ্চিত্রে তারকা নায়িকাঃ পপি থেকে পপি"। অন্যদিন, ঈদ সংখ্যা। মাজহারুল ইসলাম। (২৫): ৩৫৩। 
  8. "বাংলাদেশের নায়িকা থেকে যে কারণে মোদির দলে অঞ্জু ঘোষ"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৯ 
  9. "'বেদের মেয়ে...' অঞ্জু ঘোষের নাগরিকত্ব নিয়ে বিতর্কের মাঝে নয়া এই দাবি করল বিজেপি"NDTV.com। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৯ 
  10. "অঞ্জু ঘোষের নাগরিকত্ব প্রমাণে বার্থ সার্টিফিকেট প্রকাশ করল বিজেপি"Zee24Ghanta.com। ৬ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৯ 
  11. "অঞ্জু ঘোষ কোন দেশের নাগরিক?"দ্য ডেইলি স্টার। ৬ জুন ২০১৯।