এতবারপুর ইউনিয়ন
এতবারপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে এতবারপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৭′৪৯″ উত্তর ৯১°০′১৯″ পূর্ব / ২৩.৪৬৩৬১° উত্তর ৯১.০০৫২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | চান্দিনা উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫১০ |
ওয়েবসাইট | etberpurup |
এতবারপুর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা উপজেলার একটি ইউনিয়ন।
ইতিহাস
[সম্পাদনা]এতবারপুর ইউনিয়ন পূর্বে ৭নং চান্দিনা পশ্চিম ইউনিয়ন নামে পরিচিত ছিল। এ ইউনিয়নের উত্তরাংশের কিছু অংশ চান্দিনা পৌরসভার আওতাধীন হওয়ায় বাকি অংশকে ৭নং এতবারপুর ইউনিয়ন নামে নতুন নামকরণ করা হয়।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চান্দিনা উপজেলার পূর্বাংশে এতবারপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে বরকইট ইউনিয়ন, উত্তরে চান্দিনা পৌরসভা, পশ্চিমে বাড়েরা ইউনিয়ন ও মাইজখার ইউনিয়ন এবং দক্ষিণে বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]এতবারপুর ইউনিয়ন চান্দিনা উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চান্দিনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৫নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ এর অংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]এতবারপুর ইউনিয়নে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে,৩ টি প্রাথমিক বিদ্যালয়,১ টি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে,এখানে প্রায় ২০০০ শিক্ষার্থী রয়েছে,এখনে শিক্ষার হার শতকরা ৮৫%।
খাল ও নদী
[সম্পাদনা]এই ইউনিয়নে কোনো নদী নেই। আর উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে কার্জন খাল, যা ইউনিয়নের নুরপুর ও বানিয়াচং গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |