ধনবাড়ী উপজেলা
ধনবাড়ী | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে ধনবাড়ী উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩৭′০″ উত্তর ৯০°১′৩০″ পূর্ব / ২৪.৬১৬৬৭° উত্তর ৯০.০২৫০০° পূর্বস্থানাঙ্ক: ২৪°৩৭′০″ উত্তর ৯০°১′৩০″ পূর্ব / ২৪.৬১৬৬৭° উত্তর ৯০.০২৫০০° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | টাঙ্গাইল জেলা |
আয়তন | |
• মোট | ১৩০.৫০ কিমি২ (৫০.৩৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,০৩,২৮৪ |
• জনঘনত্ব | ১৬০০/কিমি২ (৪০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ধনবাড়ী উপজেলা বাংলাদেশের টাঙ্গাইল জেলার একটি প্রশাসনিক এলাকা।[১][২]
পরিচ্ছেদসমূহ
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
এই উপজেলার উত্তরে জামালপুর জেলা, পূর্বে মধুপুর উপজেলা, দক্ষিনে গোপালপুর উপজেলা, পশ্চিমে সরিষাবাড়ি উপজেলা। ধনবাড়ী উপজেলার আয়তন ১৩০.৫০ বর্গ কিঃমিঃ [৩] ব্রিটিশ এককে এর আয়তন ৫০.৩৯ বর্গমাইল ৷
প্রশাসনিক অঞ্চল[সম্পাদনা]
ইউনিয়ন মোট ০৭টি। ইউনিয়নগুলো হলোঃ বীরতারা, বানিয়াজান, পাইস্কা, ধোপাখালী, যদুনাথপুর, মুশুদ্দি ও বলিভদ্র। [৪] পৌরসভা ০১টি ধনবাড়ী। ধনবাড়ী পৌরসভার আয়তন প্রায় ২৫ বর্গকিলোমিটার, ব্রিটিশ এককে এর আয়তন প্রায় ৯.৬৫ বর্গমাইল ৷ ১১১টি মৌজা/মহল্লা এবং ১৬৮টি গ্রাম এ উপজেলায় অবস্থিত ৷
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
মোট লোক সংখ্যা ২,০৩,২৮৪ জন। এদের মধ্যে পুরুষ ১,০১,৯১২ জন এবং মহিলা ১,০১৩৭২ জন।[৩]
শিক্ষা[সম্পাদনা]
ধনবাড়ী উপজেলার ৮টি কলেজ, ২৭টি উচ্চ বিদ্যালয়, ১৬ টি মাদ্রাসা, ৪৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৮টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
উল্লেখযোগ্য স্থান/স্থাপনা[সম্পাদনা]
ধনবাড়ি নওয়াব আলী হাসান আলী রয়েল রিসোর্ট, ধনবাড়ি নওয়াব মসজিদ এবং ধনবাড়ি নওয়াব ইনষ্টিটিউশন (মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত - ১৯১০ খ্রিষ্টাব্দ)। ২০১৮ সালে ধনবাড়ি নওয়াব ইনস্টিটিউশন সরকারিকরণ করা হয় ৷
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |