শিবালয় উপজেলা
শিবালয় | |
---|---|
উপজেলা | |
শিবালয় | |
ডাকনাম: শিবালয়,আরিচা | |
বাংলাদেশে শিবালয় উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫০′৫″ উত্তর ৮৯°৪৭′২৩″ পূর্ব / ২৩.৮৩৪৭২° উত্তর ৮৯.৭৮৯৭২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মানিকগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ১৯৯.১৮ বর্গকিমি (৭৬.৯০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৭১,৮৭৩ |
• জনঘনত্ব | ৮৬০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৩.৩০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৫৬ ৭৮ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
শিবালয় বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
উত্তরে দৌলতপুর উপজেলা ও ঘিওর উপজেলা, দক্ষিণে হরিরামপুর উপজেলা ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পূর্বে ঘিওর উপজেলা ও হরিরামপুর উপজেলা, পশ্চিমে পাবনা জেলার বেড়া উপজেলা।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
এই উপজেলার ইউনিয়নসমূহ হচ্ছ -
- উলাইল ইউনিয়ন
- তেওতা ইউনিয়ন
- শিবালয় ইউনিয়ন
- মহাদেবপুর ইউনিয়ন
- আরুয়া ইউনিয়ন
- উথলী ইউনিয়ন, শিবালয়
- শিমুলিয়া ইউনিয়ন, শিবালয়
ইতিহাস[সম্পাদনা]
শিবালয় ১৮৭৫ সালে থানা হিসেবে জন্ম লাভ করে। ১৯৮৪ সালে এটি উপজেলা হিসেবে উন্নিত হয়। শিবালয় উপজেলার নামকরনের ইতিহাস পর্যালোচনা করে জানা যায় যে, অত্র এলাকায় মহাদেব শিবের আলয়(মন্দির) অবস্থিত ছিল। শিবালয় নামে অত্র এলাকায় একটি মৌজা ছিল। উক্ত শিব মন্দিরের(আলয়) নাম অনুসারে উক্ত মৌজার নাম শিবালয় করা হয়।[২]
শিক্ষা[সম্পাদনা]
- ইকরা বাংলাদেশ আইডিয়াল স্কুল
- মহাদেবপুর ইউনিয়ন বিশ্ববিদ্যালয়
- শিবালয় সদর উদ্দিন কলেজ
- শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়
- তেওতা একাডেমি
- আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়
- অক্সফোর্ড একাডেমী
*বরাংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়
- উথলী আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়
- ঢাকাইজোড়া হাজী কোরবান আলী মেমোরিয়াল ইন্সটিটিউট
- রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়
- নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়
- শাকরাইল উচ্চ বিদ্যালয়
- বেজপাড়া উচ্চ বিদ্যালয়
- মালচী উচ্চ বিদ্যালয়
- যমুনাবাদ উচ্চ বিদ্যালয়
উল্লেখযোগ্য স্থান[সম্পাদনা]
- জাফরগন্জ
- তেওতা জমিদার বাড়ি
- বোয়ালী বড় ব্রিজ
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে শিবালয়"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শিবালয় উপজেলার পটভূমি"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |