টাঙ্গাইল সদর পৌরসভা
(টাঙ্গাইল পৌরসভা থেকে পুনর্নির্দেশিত)
টাঙ্গাইল সদর পৌরসভা | |
---|---|
পৌরসভা | |
![]() | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | টাঙ্গাইল জেলা |
উপজেলা | টাঙ্গাইল সদর উপজেলা |
প্রতিষ্ঠা | ০১-০৭-১৮৮৭[১] |
সরকার | |
• মেয়র | এস এম সিরাজুল হক আলম (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২৯.৪৩ বর্গকিমি (১১.৩৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১,২৮,৭৮৫[১] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
টাঙ্গাইল পৌরসভা বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার সদর উপজেলার অন্তর্গত 'ক' শ্রেণির একটি পৌরসভা।এটি ঢাকা বিভাগের চতুর্থ বৃহত্তম শহর।এটি একটি প্রস্তাবিত সিটি করপোরেশন(টাংগাইল সিটি করপোরেশন)[১][২]
ইতিহাস[সম্পাদনা]
টাঙ্গাইল পৌরসভা দেশের প্রাচীন পৌরসভার একটি। ১৮৮৭ সালের ১ জুলাই এই পৌরসভাটি প্রতিষ্ঠা লাভের পর অনেক সুকঠিন পথকে পাড়ি দিয়ে আজকের এ অবস্থানে এসে দাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯৮৫ খ্রীঃ টাঙ্গাইল পৌরসভা ‘গ’ থেকে ‘খ’ এবং ১৯৮৯ খ্রীঃ ‘খ’ থেকে ‘ক’ শ্রেণীতে উন্নতি লাভ করে।[২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
- ওয়ার্ডঃ ১৮ টি[১]
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
- মোট আয়তনঃ ২৯.৪৩ বর্গ কি.মি.
- মোট জনসংখ্যাঃ ১,২৮,৭৮৫ জন[১]
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- শিক্ষার হারঃ৫৩.৮০%(২০০১ এর আদমশুমারী অনুসারে)
- শিক্ষা প্রতিষ্ঠানঃ
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান মেয়রঃ এস.এম. সিরাজুল হক আলমগীর
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ ঙ "টাঙ্গাইল পৌরসভা"। bdmayor.com। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০।
- ↑ ক খ "টাঙ্গাইল পৌরসভা"। tangailsadar.tangail.gov.bd। ১১ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০।