বোয়ালমারী উপজেলা
বোয়ালমারী | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৩.৫′ উত্তর ৮৯°৪১′ পূর্ব / ২৩.৩৯১৭° উত্তর ৮৯.৬৮৩° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ফরিদপুর জেলা |
সরকার | |
• চেয়ারম্যান | এম.এম. মোশাররফ হোসেন মুশা মিয়া |
আয়তন | |
• মোট | ২৭২.৩৪ বর্গকিমি (১০৫.১৫ বর্গমাইল) |
জনসংখ্যা (১৯৯১) | |
• মোট | ৩,৬০,৫৬৮ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল) |
ওয়েবসাইট | Boalmari Upazila |
বোয়ালমারী বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার একটি উপজেলা।[১]
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
এই উপজেলার উত্তরে মধুখালী উপজেলা, দক্ষিণে আলফাডাঙা উপজেলা ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা, পূর্বে সালথা উপজেলা ও ফরিদপুর সদর উপজেলা, পশ্চিমে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা ও আলফাডাঙা উপজেলা।
ইতিহাস[সম্পাদনা]
প্রাচীন জনপদ ভূষণা থানা ১৮১২ সালে সৈয়দপুরে স্থানান্তরিত এবং ১৮১৪ সালে বোয়ালমারী পূর্ণাঙ্গ থানা হিসাবে আত্মপ্রকাশ করে। সেই সময় ১৯টি ইউনিয়ন নিয়ে বোয়ালমারী থানা গঠিত হলেও পরবর্তীতে বানা ও পাচুড়িয়া ইউনিয়ন আলফাডাঙ্গা থানায় অন্তর্ভুক্ত হয় এবং ১৯৮৩ সালে মধুখালী থানা গঠিত হয় বোয়ালমারী থেকে ৬টি ইউনিয়ন এবং বালিয়াকান্দি থানা থেকে ৩টি ইউনিয়নের সমন্বয়ে বোয়ালমারী উপজেলায় ১৯৮৩ সালে উন্নীত হওয়ার পরে এস আরও নং ১০১-আইন/২০০০ যেহেতু সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং এস আরও ১৭৫-আইন/৯৯ তাং ২৮ জুন ১৯৯৯ সালে বোয়ালমারী পৌর এলাকা ঘোষিত হয়। ১৩.৫৬ বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভায় ৯ টি ওয়ার্ড রয়েছে। বোয়ালমারী পৌরসভাটি ‘‘গ’’ থেকে ‘‘খ’’ শ্রেণীতে ২৭/১২/০৯ তারিখে পৌর-২/ঢাবি-গ-৩৮/৯৮-১৫৮৪নং স্মারকে উন্নীত হয়েছে। ০৯ টি মৌজায় ১৫ টি মহল্লা নিয়ে ০৯টি ওয়ার্ড বিশিষ্ট বোয়ালমারী পৌরসভা জনগণের সেবা করে চলছে। বোয়ালমারী পৌরসভার জনসংখ্যা- ২৭৭৪৩ জন। ২০০৯ সালের গণনা অনুযায়ী ভোটার সংখ্যা- ১৬,৫০৮ জন। তন্মধ্যে পুরুষ- ৮,২০৫ জন এবং মহিলা- ৮,৩০৩ জন। পৌরসভায় ২টি হাটবাজার রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি হচ্ছে- বোয়ালমারী সরকারি ডিগ্রী কলেজ, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বোয়ালমারী জর্জ একাডেমী, নদেরচাঁদ পি.সি. দাস একাডেমী, বোয়ালমারী ছোলনা সালামিয়া ফাজিল মাদরাসা, আল হাসান মহিলা দাখিল মাদরাসা। প্রাথমিক বিদ্যালয় গুলি হচ্ছে, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাগুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামারহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম সোতাশী প্রাথমিক বিদ্যালয়, চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যেরগাতী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়। কেজি স্কুল- উপজেলা প্রি ক্যাডেট স্কুল, নিউ মডেল প্রি ক্যাডেট স্কুল, জিকে কিন্ডার গার্টেন, পাঞ্জেরী একাডেমী, গুনবহা প্রি ক্যাডেট স্কুল,গুনবহা স্টার প্রি ক্যাডেট স্কুল, ম্যাক্সিম কিন্ডার গার্টেন ও গ্রীন কিশলয়। এছাড়া কওমী মাদ্রাসা ৩টি ও এতিমখানা ৩টি রয়েছে। শিক্ষার হার ৭৪.৭৬%। পৌর এলাকায় হোল্ডিং সংখ্যা মোট- ৪,৬৯৫ টি, সরকারি ১৯টি, বেসরকারী ৮টি এবং ব্যক্তি মালিকানাধীন ৪,৯৬৮টি। পাকা রাস্তা ৪৪.০০ কিলোমিটার এবং কাঁচা রাস্তা ২৭.০০ কিলোমিটার। অন্যান্য তথ্য প্রকাশিত পত্রিকা ৪টি, সিনেমা হল ১টি, হাসপাতাল ১টি (৫০শয্যা), ক্লিনিক ৪টি(প্রাইভেট), কবর স্থান ৩টি, শ্মশান ২টি, ফায়ার সার্ভিস স্টেশন ১টি, মসজিদ ৫২টি, মন্দির ৮টি, খেলার মাঠ ৮টি, বাস টার্মিনাল ১টি, ব্যাংক ৬টি, রেল স্টেশন ১টি, শহীদ মিনার ২টি, গণকবর ১টি, ডাক বাংলা ১টি ও বারাশিয়া ও চন্দনা নদীর ঘাট ২টি।[তথ্যসূত্র প্রয়োজন]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
১৯৯১ সালের আদম শুমারি অনুসারে বোয়ালমারীর জনসংখ্যা হল ১৯০৫৯৯। পুরুষ ৫০. ৬৩%, এবং নারী ৪৯.৩৭%। এই উপজেলায় আঠারো বছর বেশি বয়সের জনসংখ্যা ১৯০১৫৯। বোয়ালমারীর সাক্ষরতার হার ২৭% (৭+ বছর), এবং জাতীয় গড় সাক্ষরতার হার ৩২.৪%। [২]
প্রশাসন[সম্পাদনা]
বোয়ালমারীতে ১টি পৌরসভা, ১১ টি ইউনিয়ন, ১৭৩ টি মাওজা/মহল্লা এবং ২৫১ টি গ্রাম আছে।
প্রশাসনিক এলাকা সমূহ[সম্পাদনা]
৮. শেখর ইউনিয়ন
১১. ময়না ইউনিয়ন
সংসদীয় আসন[সম্পাদনা]
বাংলাদেশের জাতীয় সংসদীয় ৩০০টি আসনের মধ্যে একটি আসন ফরিদপুর-১ আসন। ফরিদপুর-১ আসন বাংলাদেশ জাতীয় সংসদের ২১১ নং আসন। ফরিদপুর-১ আসন = (বোয়ালমারী, মধুখালি ও আলফাডাঙ্গা) উপজেলার সমন্বয়ে গঠিত। যার সদর দপ্তর বোয়ালমারীতে অবস্থিত।
শিক্ষা প্রতিষ্ঠান সমূহ[সম্পাদনা]
- সাতৈর জে আই ডি এস সিনিয়র মাদ্রাসা
- খরসূতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়
- বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়[৩]
- বোয়ালমারী জর্জ একাডেমী[৪]
- বোয়ালমারী সরকারি কলেজ[৫]
- বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ
- কাদিরদী বহুমুখী উচ্চ বিদ্যালয়
- কাদিরদী কলেজ
- বঙ্গবন্ধু কলেজ
- বন্ডপাশা হাজেরা মকবুল কলেজ
- বোয়ালমারী ছোলনা সালামিয়া (বহুমুখী) স্নাতক ফাজিল মাদ্রাসা
- কাটাগড় শাগীর শাহ্ দেওয়ান দাখিল মাদ্রাসা
- আল হাসান মহিলা দাখিল মাদ্রাসা
- রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়
- সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়
- বন্ডপাশা আদর্শ উচ্চ বিদ্যালয়
- বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়
- সোতাশি রহমানিয়া আরাবিয়া মার্কাজ মাদ্রাসা
- গোহাইলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়
- নদেরচাঁদ পি.সি. দাস একাডেমী[৬]
- কামারহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চতুল উচ্চ বিদ্যালয়[৭]
রেলওয়ে স্টেশন সমূহ[সম্পাদনা]
- ঘোড়াখালী রেলওয়ে স্টেশন
- সাতৈর রেলওয়ে স্টেশন
- বোয়ালমারী বাজার রেলওয়ে স্টেশন
- কাটাগড়+সহস্রাইল রেলওয়ে স্টেশন
- বনমালীপুর+নড়াইল রেলওয়ে স্টেশন
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- সাতৈর শাহী জামে মসজিদ
- কাটাগড় দেওয়ান শাগীর শাহ্ মাজার শরীফ
- খাজা নওয়াব আবদুল লতিফের বাড়ি
- নদেরচাঁদ বাওঁড় অ্যান্ড পিকনিক স্পট
উল্লেখযোগ্য মেলা সমূহ[সম্পাদনা]
- কাটাগড় মেলা
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ অচিন্ত্য রায় চৌধুরী (২০১২)। "বোয়ালমারী উপজেলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "Population Census Wing, BBS."। ২০০৫-০৩-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১০, ২০০৬।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২০।
- ↑ https://www.sohopathi.com/boalmari-george-acabemy/
- ↑ https://www.sohopathi.com/govt-boalmari-college/
- ↑ https://www.sohopathi.com/noder-chand-p-c-das-academy/
- ↑ https://www.sohopathi.com/chatul-high-school/