মহাখালী বাস টার্মিনাল

স্থানাঙ্ক: ২৩°৪৬′২২.৬৩″ উত্তর ৯০°২৪′০৪.৯০″ পূর্ব / ২৩.৭৭২৯৫২৮° উত্তর ৯০.৪০১৩৬১১° পূর্ব / 23.7729528; 90.4013611
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহাখালী বাস টার্মিনাল
মহাখালী বাস টার্মিনাল
অবস্থানমহাখালী, ঢাকা
অবস্থান
মানচিত্র

মহাখালী বাস টার্মিনাল (স্থানীয় নামঃ টাঙ্গাইল বাসস্ট্যান্ড) রাজধানী ঢাকার অন্যতম আন্ত:জেলা বাস টার্মিনাল। এটি আইসিডিডিআরবি ও ডিসিসি মার্কেটের পাশে অবস্থিত একটি ব্যস্ত এলাকা। সিটি কর্পোরেশনের অধীনে এই বাস টার্মিনালটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। এই টার্মিনালে অনেকগুলি কোম্পানি আন্তঃজেলা বাস পরিচালনা করে। এখানে প্রতি ৫ মিনিট অন্তর অন্তর কোন না কোন বাস তার গন্তব্যস্থল ছেড়ে যায়।

মহাখালি আন্ত:জেলা বাস টার্মিনাল থেকে যেসব জেলার বাস আসা-যাওয়া করে:

সুযোগ সুবিধা[সম্পাদনা]

মহাখালী বাস টার্মিনালের প্রশস্ত চিত্র
মহাখালী বাস টার্মিনালের প্রশস্ত চিত্র

টার্মিনাল ভবনের পেছনে তিনতলা মসজিদ রয়েছে নামায পড়ার জন্য। সেখানে একসাথে প্রায় ২৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে। নিরাপত্তার জন্য এই টার্মিনালের দক্ষিণ দিকে একটি পুলিশ ফাঁড়ি এবং পুলিশ থাকার জন্য একটি ব্যারাক রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]