বিষয়বস্তুতে চলুন

কৃষি মন্ত্রণালয় (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কৃষি মন্ত্রণালয়
সংস্থার রূপরেখা
গঠিত১৯৬০
যার এখতিয়ারভুক্তবাংলাদেশ সরকার
সদর দপ্তরবাংলাদেশ সচিবালয়, ঢাকা[]
দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা
সংস্থা নির্বাহী
ওয়েবসাইটwww.moa.gov.bd

কৃষি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি কৃষিবিষয়ক মন্ত্রণালয় যা বাংলাদেশ সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় অবস্থিত। মন্ত্রণালয়টি ৭টি উইংয়ের সমন্বয়ে গঠিত যা নীতি নির্ধারন, পরিকল্পনা প্রণয়ন, তদারকী ও প্রশাসনিক ব্যবস্থাপনার দায়িত্বসমূহ সম্পাদন করে থাকে। সরকারের কৃষি সম্পর্কিত বিভিন্ন নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য অধিদপ্তর/দপ্তর/সংস্থা রয়েছে। একজন মন্ত্রীর নেতৃত্বে একজন সচিব, দুই জন অতিরিক্ত সচিব, সাত জন যুগ্ম-সচিব, একজন যুগ্ম-প্রধান এবং কয়েকজন উপ-সচিব, উপ-প্রধান, সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী প্রধান, সহকারী সচিব, সহকারী প্রধান, কৃষি অর্থনীতিবিদ, গবেষণা কর্মকর্তা কর্মরত আছেন।[]

দপ্তর/সংস্থা

[সম্পাদনা]
  1. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)
  2. বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)
  3. বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)
  4. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
  5. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)
  6. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)
  7. বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)
  8. বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)
  9. তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি)
  10. কৃষি তথ্য সার্ভিস (এআইএস)
  11. জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা)
  12. কৃষি বিপণন অধিদপ্তর (ড্যাম)
  13. বীজ প্রত্যয়ন এজেন্সী (এসসিএ)
  14. বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)
  15. বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)
  16. মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)
  17. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই)
  18. হর্টিকালচার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (হর্টেক্স ফাউন্ডেশন)

কৃষি পরিসংখ্যান

[সম্পাদনা]
[] পরিসংখ্যান
মোট পরিবার ২,৮৬,৯৫,৭৬৩
মোট কৃষি পরিবার ১,৫১,৮৩,১৮৩
মোট আবাদযোগ্য জমি ৮৫,৬০,৯৬৪.৭৫ হেক্টর
মোট সেচকৃত জমি ৭৪,০৬,৮২২.৮৭ হেক্টর
আবাদযোগ্য পতিত ২,১০,০২৭.৯২ হেক্টর
ফসলের নিবিড়তা (%) ১৯২
এক ফসলি জমি ২৩,৫৪,৮২১.৭৪ হেক্টর
দুই ফসলি জমি ৩৮,৪৭,২৭৪.৪৯ হেক্টর
তিন ফসলি জমি ১৭,১৫,৪৩০.৩৮ হেক্টর
নিট ফসলি জমি ৭৯,৩০,০৭১.৬৩ হেক্টর
মোট ফসলি জমি ১,৫২,৪৫৮৪১.৯৩ হেক্টর
জিডিপিতে কৃষি খাতের অবদান ১৪.৭৫%
মোট খাদ্য শস্যের উৎপাদন চাল- ৩৪৭.১০১ লক্ষ মেট্রিক টন গম- ১৩.৪৮ লক্ষ মেট্রিক টন ভুট্টা- ২৭.৫৯ লক্ষ মেট্রিক টন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. List of Ministries and Divisions
  2. "কৃষি মন্ত্রণালয় সম্পর্কে"http://moa.gov.bd/। সংগ্রহের তারিখ এপ্রিল ২২, ২০১৫  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  3. "কৃষি পরিসংখ্যান-২০১৭" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১০-২৬