বহুরিয়া ইউনিয়ন, সখিপুর
বহুরিয়া | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে বহুরিয়া ইউনিয়ন, সখিপুরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৬′৪৭″ উত্তর ৯০°৬′৩″ পূর্ব / ২৪.২৭৯৭২° উত্তর ৯০.১০০৮৩° পূর্বস্থানাঙ্ক: ২৪°১৬′৪৭″ উত্তর ৯০°৬′৩″ পূর্ব / ২৪.২৭৯৭২° উত্তর ৯০.১০০৮৩° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | টাঙ্গাইল জেলা |
উপজেলা | সখিপুর উপজেলা ![]() |
প্রতিষ্ঠা | ২০১১ |
আয়তন | |
• মোট | ২০.৪৬ বর্গকিমি (৭.৯০ বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
বহুরিয়া ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত সখিপুর উপজেলার একটি ইউনিয়ন। ২০১১ খ্রি. এটি স্থাপিত হয়।[১][২] প্রতিষ্ঠা লাভের পর ফারক আল মামুন প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন।
ইতিহাস[সম্পাদনা]
২০০৬ সালে সখিপুর উপজেলার বৃহত্তর যাদবপুর ইউনিয়নকে ভেঙে 'যাদবপুর' ও 'কালমেঘা/কালিদাস' নামে নতুন ইউনিয়ন গঠনের জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠানো হয়।[৩] জেলা প্রশাসক ২০১১ সালের ৬ এপ্রিল যাদবপুরকে পুনর্গঠন করে 'যাদবপুর' ও 'বহুরিয়া' নামকরণ করে গেজেট প্রকাশের নির্দেশ দেন, তবে ইউএনও জেলা প্রশাসকের নির্দেশ না মেনে ১০ এপ্রিল 'যাদবপুর' ও 'কালমেঘা' ইউনিয়ন নামকরণ করে গেজেট প্রকাশ করেন। ফলে ২০১১ সালে কালমেঘা নামে এই ইউনিয়নটি স্থাপিত হয়। তবে, পরে ঐ ইউনিয়নের এক ব্যক্তি নামকরণ নিয়ে উচ্চ আদালতে মামলা করলে কালমেঘা ইউনিয়নের নাম পরিবর্তন করে বহুরিয়া ইউনিয়ন হিসেবে নামকরণ করা হয়।[৪]
ভৌগলিক উপাত্ত[সম্পাদনা]
কালমেঘা ইউনিয়নের মোট আয়তন ২০.৪৬ বর্গ মাইল। গ্রাম সংখ্যা ০৩ টি।[১]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী কালমেঘা ইউনিয়নের মোট জনসংখ্যা ৪৯,৮৮৫ জন।শিক্ষার হার ৪০%।[১]
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
নলুয়া থেকে ৫ কিমি দূরে কালমেঘা অবস্থিত।
হাটবাজারের তালিকা[সম্পাদনা]
কালিদাস বাজার,চতল বাইদ বাজার,করটিয়া পাড়া বাজার, কালমেঘা বাজার, সোন্দলা পাড়া বাজার, ছলংগা বাজার, আটিয়া বাজার, জয়বাংলা বাজার, বোর্ড বাজার,সোন্দলা ত্রিমোহনী(সোনাতলী) বাজার,দেওয়ানবাড়ী বটতলা বাজার, সোতাপাড়া আজিজ মার্কেট বাজার, নাগেরচালা বাজার,কালমেঘা চৌরাস্তা বাজার
শিক্ষা[সম্পাদনা]
কালিদাস কলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয়,কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়,সোন্দলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালমেঘা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালমেঘা রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,কালমেঘা মইশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালমেঘা পাথার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালমেঘা দেওয়ান পুর( বারাবর) সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ বিদ্যানিকেত(কালমেঘা) , অক্সফোর্ড একাডেমি(কালমেঘা), মুক্তিযুদ্ধা উচ্চ বিদ্যালয়(কালমেঘা ছলংগা), মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা( কালমেঘা চৌরাস্ত) কালিদাস দাখিল মাদ্রাসা,কালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়,করটিয়া পাড়া দাখিল মাদ্রাসা, বি সি বাইদ আদর্শ উচ্চ বিদ্যালয়, চতল বাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চতল বাইদ দক্ষিণ পাড়া এবতেদায়ী মাদ্রাসা[৫][৬]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
ছোট বড় গজারির বন ও নদী এই এলাকার অন্যতম দর্শনীয় স্থান। কালিদাস পণ্ডিত পুকুর,শত বছরের ইতিহাস বহন কারী কালিদাস গ্রামের সুবিশাল বটবৃক্ষ সমূহ।
অর্থনীতি[সম্পাদনা]
কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]
জনাব কুতুবউদ্দিন আহমেদ ( সাবেক চেয়ারম্যান) , ফারুক আল মামুন (সাবেক প্যানেল চেয়ারম্যান), সরবেশ মাষ্টার (সাবেক প্রধান শিক্ষক), খলিলুর রহমান (সাবেক যুগ্ন সচিব)
গ্রামের তালিকা[সম্পাদনা]
চতল বাইদ, কালমেঘা, বহুরিয়া, বালিনা চালা, করটিয়া পাড়া, কালিদাস
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "এক নজরে কালমেঘা"। ২২ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ "ইউনিয়ন সমূহ"। ২২ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ "সখীপুরের যাদবপুর ইউনিয়নে নির্বাচন হচ্ছে না এক যুগ"। সমকাল। ৬ এপ্রিল ২০১৪।
- ↑ "সখিপুরের যাদবপুর ইউপির নির্বাচন দাবিতে বিক্ষোভ আলটিমেটাম"। দৈনিক ইনকিলাব। ২ মার্চ ২০১৬।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৩।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |