দেউলী ইউনিয়ন
দেউলী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে দেউলী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৯′৫৪″ উত্তর ৮৯°৫৩′৩১″ পূর্ব / ২৪.১৬৫০০° উত্তর ৮৯.৮৯১৯৪° পূর্বস্থানাঙ্ক: ২৪°৯′৫৪″ উত্তর ৮৯°৫৩′৩১″ পূর্ব / ২৪.১৬৫০০° উত্তর ৮৯.৮৯১৯৪° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | টাঙ্গাইল জেলা |
উপজেলা | দেলদুয়ার উপজেলা ![]() |
প্রতিষ্ঠিত | ১৯৮৪ |
সরকার | |
• চেয়ারম্যান | কামরুল ইসলাম সাচ্চু (জাপা) |
আয়তন | |
• মোট | ১৬.৯৩ বর্গকিমি (৬.৫৪ বর্গমাইল) |
উচ্চতা | ১৩ মিটার (৪৩ ফুট) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ১৬,৭১৮ |
• জনঘনত্ব | ৯৯০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৯১৪ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
দেউলী ইউনিয়ন (ইংরেজি:Deuli Union) বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত দেলদুয়ার উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
ভৌগলিক উপাত্ত[সম্পাদনা]
গ্রাম সংখ্যা ১২ টি।[১]
দেউলী, স্থলবর্ষা, ঝুনকাই, ব্রাহ্মনখোলা, বাবুপুর, চকতৈল,বেতরাইল,টেউরিয়া, মাইঠাইন, স্বল্পবরটিয়া, কড়াইল,আলালপুর।
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী দেউলী ইউনিয়নের মোট জনসংখ্যা ২০৭৯১ জন।[১]
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
দেউলী ইউনিয়নের বেশির ভাগ রাস্তাই কাঁচা।
হাটবাজারের তালিকা[সম্পাদনা]
দেউলী হাট, ঝুনকাই হা্ট, আলাল পুর হাট ইত্যাদি।
হাসপাতাল[সম্পাদনা]
শিক্ষা[সম্পাদনা]
দেউলী ইউনিয়নের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো:
১) টেউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
২) দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩) শামছুল হক মেমোরিয়াল কিন্ডার গার্টেন
৪) বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৫)বোরহানুল উলুম আহমাদিয়া ইয়াছিনিয়া ফাযিল মাদ্রাসা,আলালপুর
৬)সুফিয়া কাশেম বহুমুখি উচ্চ বিদ্যালয়, আলালপুর
৭)বেংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
৮)ঝুনকাই ব্রাম্মনখোলা সরকারি বিদ্যালয়
৯)চকতৈল এ কে এ সালাম উচ্চ বিদ্যালয়
১০)মাইঠাইন টেউরিয়া এম কে দাখিল মাদ্রাসা।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
ধলেশ্বরী নদীর পাড়ের রাস্তা, জমিরের ঘাট ইত্যাদি উল্লেখযোগ্য।
অর্থনীতি[সম্পাদনা]
দেউলী ইউনিয়ন কৃষি নির্ভর একটি এলাকা।
কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]
হক (আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক) রাকিবুল হাসান রিপন, ডাঃ আব্দুল আওয়াল, তোফাজ্জল হোসেন প্রমুখ। আলহাজ্জ্ব আবুল কাশেম সাহেব(সাবেক এমপি টাংগাইল ০৫)
বিবিধ[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "এক নজরে দেউলী"। ২৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ ইউনিয়ন তালিকা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |