কালীগঞ্জ উপজেলা, গাজীপুর
কালীগঞ্জ | |
---|---|
উপজেলা | |
![]() মানচিত্রে কালীগঞ্জ উপজেলা, গাজীপুর | |
স্থানাঙ্ক: ২৩°৫৫′১৩″ উত্তর ৯০°৩৪′১৫″ পূর্ব / ২৩.৯২০২৮° উত্তর ৯০.৫৭০৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গাজীপুর জেলা |
কালিগঞ্জ,পূবাইল ও বাড়িয়া | গাজীপুর-৫ নির্বাচনী এলাকা |
সরকার | |
• সাংসদ (২০২৪) | আলহাজ্ব আখতারুজ্জামান (স্বতন্ত্র) |
আয়তন | |
• মোট | ২১৭.৫১ বর্গকিমি (৮৩.৯৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,৩৯,৬৬০ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭২.২০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৭২০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৩৩ ৩৪ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
কালীগঞ্জ বাংলাদেশের গাজীপুর জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]রাজধানী শহর সংলগ্ন টংগী শিল্প অঞ্চলের পূর্বে ২০ কি.মি. দূরে ঐতিহ্যবাহী মসলিন কটন মিল ও তাঁত সমৃদ্ধ(বর্তমানে হামীম ইন্ডাস্ট্রিয়াল পার্ক) ছায়া-ঢাকা জনপদ কালীগঞ্জ উপজেলা। কালীগঞ্জ উপজেলার অবস্থান ২৩°৫২৩' হতে ২৪°২' উত্তর অক্ষাংশ এবং ৯০°২৮' হতে ৯০°৩৯' পূর্ব দ্রাঘিমাংশ। গাজীপুর জেলার মোট ভূমির শতকরা ১০.৫৩ ভাগ নিয়ে সর্ব ক্ষুদ্র উপজেলা কালীগঞ্জ। ২১৭.৩৪ বর্গ কি.মি. আয়তন বিশিষ্ট এ উপজেলার উত্তরে শ্রীপুর উপজেলা ও কাপাসিয়া উপজেলা, দক্ষিণে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা, পূর্বে নরসিংদী জেলার পলাশ উপজেলা ও ঢাকার উত্তরখান থানা, পশ্চিমে গাজীপুর সদর উপজেলা। পূর্ব-দক্ষিণে শীতলক্ষ্যা নদী আর পশ্চিমে বালু নদীর অবস্থান উপজেলার মনোরম আবহাওয়া ও জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]এ উপজেলায় ১ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়ন রয়েছে।
- কালীগঞ্জ পৌরসভা,
- তুমুলিয়া ইউনিয়ন,
- মোক্তারপুর ইউনিয়ন,
- নাগরী ইউনিয়ন,
- বক্তারপুর ইউনিয়ন,
- জাঙ্গালিয়া ইউনিয়ন,
- বাহাদুরশাদী ইউনিয়ন,
- জামালপুর ইউনিয়ন।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]এ উপজেলার মোট জনসংখ্যা: ২,৩৯,৬৬০ জন, পুরুষ- ১,২২,৮৪০ জন, মহিলা- ১,১৬,৮২০ জন। মোট জনসংখ্যার মধ্যে মুসলিম -১,৯৫,৭৬৪, হিন্দু- ২৭,৯৭০ জন, খ্রিষ্টান- ১৫,৬৯১ জন, অন্যান্য- ১৩২ জন। উপজেলার মোট খানার সংখ্যা- ৪৭,৮৪১ জন্ম হারঃ ২.১৩% মোট ভোটার সংখ্যাঃ ১,৫৫,০৭০ জন, পুরুষ- ৭৮,৯৪১, মহিলা- ৭৬,১২৯ জন।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- জমিদার মুন্সী মুহাম্মদ মাঁগন সরওয়ার খাঁ - সার্কেল ইন্সপেক্টর অফ পুলিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী (রুপগঞ্জ সার্কেল)
- জমিদার মুন্সী মুহাম্মদ ছফদর খাঁ - ভাওয়াল পরগনার একমাএ মুসলিম জমিদার
- জমিদার মৌলভী মেজবাহ উদ্দিন আহমেদ খাঁন বাহাদুর (আব্দু মিঞা) - ভাওয়াল পরগনার একমাত্র মুসলিম জমিদার, ভাওয়াল মুসলিম লীগের সভাপতি এবং স্বদেশী আন্দোলনের অন্যতম সংগঠক, ব্রিটিশ রাজ কর্তৃক প্রাইড এন্ড আনার (১৯১৪); অর্ডার অফ ব্রিটিশ ইন্ডিয়া প্রথম শ্রেণী (১৯২৫); ক্যাপ্টেন উপাধি (১৯৪৩) ও খাঁন বাহাদুর উপাধি অর্জনকারী
- আবু জাফর শামসুদ্দীন - সাহিত্যিক
- মোহাম্মদ ময়েজউদ্দিন - ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম আইনজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সংসদ সদস্য
- আখতারউজ্জামান - ডাকসুর সাবেক ভিপি, আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান
- ফজলুল হক মিলন - কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, গাজীপুর জেলা বিএনপির সভাপতি
- মেহের আফরোজ চুমকি- সাংসদ ও প্রতিমন্ত্রী
- আকবর হোসেন পাঠান - চলচ্চিত্র অভিনেতা ও সংসদ
- এঞ্জেলা গোমেজ - এশিয়ার নোবেল ম্যাগসেসে পুরস্কার (১৯৯৯) জয়ী
- পি আর প্ল্যাসিড- কথা সাহিত্যিক ও সাংবাদিক
- কবি আসাদ বিন হাফিজ
আরও দেখুন
[সম্পাদনা]তহ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "একনজরে কালীগঞ্জ উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১০ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |