উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩
সময়ক্রম: ১ ফেব্রুয়ারি ২০২৩ – ৩১ মার্চ ২০২৩
“আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু” এই স্লোগান নিয়ে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৩। বাংলা উইকিপিডিয়াতে বর্তমানে ১,৩৩,৭০৮টি নিবন্ধ রয়েছে; কিন্তু অনেক নিবন্ধই শুরু হয়েছে অল্প দুই/একটি বাক্য দিয়ে। এধরনের অসম্পূর্ণ/ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহকে সম্পূর্ণ করে বাংলা উইকিপিডিয়ার মান বৃদ্ধি করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য।
এই অনুবাদ প্রতিযোগিতায় ন্যূনতম একটি নিবন্ধ অনুবাদ করলেই তাকে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে (পুরস্কারের বিস্তারিত দেখুন)। যে কোনো প্রকার সাহায্যের জন্য এখানে ক্লিক করে বার্তা দিন (আপনার টেলিগ্রাম থাকলে টেলিগ্রাম গ্রুপেও জিজ্ঞেস করতে পারেন)।
- নিয়মাবলি
- অংশ নিতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ বা লগ-ইন করুন, আইপি থেকে করা সম্পাদনা প্রতিযোগিতায় গণ্য হবে না। অংশগ্রহণকারী পাতায় আপনার নাম যুক্ত করুন।
- নিবন্ধ মানোন্নয়নে এই তালিকা থেকে নিবন্ধ বেছে নিতে হবে। সংশ্লিষ্ট নিবন্ধগুলির ইংরেজি সংস্করণ থেকে অনুবাদ করে বাংলা নিবন্ধগুলির মানোন্নয়ন/সম্প্রসারণ করুন।
- নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করতে হবে, অসম্পূর্ণ-অর্ধ অনুবাদ গ্রহণযোগ্য হবে না।
- একসাথে সর্বোচ্চ তিনটি নিবন্ধ ধরে রাখা যাবে। তিনটির কাজ শেষ করে, আবার সর্বোচ্চ তিনটি অনুবাদের জন্য একত্রে ধরা যাবে। কোন নিবন্ধ ছেড়ে দিতে চাইলে তাও করা যাবে।
- অনুবাদ করা শেষ হলে নিচের পর্যালোচনার জন্য জমাদান অনুচ্ছেদে নিবন্ধটি জমা দিন।
- নিবন্ধ পর্যালোচনার পর গৃহীত হলে, উক্ত নিবন্ধের মোট শব্দ সংখ্যা যোগকৃত শব্দ হিসেবে গণনা করা হবে।
- যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ ইত্যাদির মত অনুবাদ কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। যান্ত্রিক কোনো অনুবাদক ব্যবহার করলে নিজে পড়ে সংশোধন করে নিন, অনুবাদ বোধগম্য হচ্ছে কিনা নিশ্চিত করুন।
- যত খুশি নিবন্ধ অনুবাদ করা যাবে। ভারত ও বাংলাদেশের যেকোনো উইকিপিডিয়ানই অংশ নিতে পারবেন।
- নিবন্ধ পর্যালোচকরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, তবে কখনোই নিজের নিবন্ধ নিজে পর্যালোচনা করা যাবে না।
- পুরস্কার শীঘ্রই ঘোষণা করা হবে।
- অংশগ্রহণের নিয়মাবলির সারসংক্ষেপ ভিডিও দেখা যাবে এখানে।
- পরামর্শ
- যে নিবন্ধ নিয়ে কাজ করছেন, এই তালিকায় সেটির পাশে আপনার নাম বসাতে
~~~~
চিহ্ন যোগ করুন। - এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। না বুঝলে প্রশ্ন করুন।
- বাংলা নিবন্ধে ইতিমধ্যেই কিছু তথ্য যুক্ত করা আছে। ঐ সকল অংশ চাইলে প্রয়োজনমতো পরিমার্জন করতে পারবেন বা বাদ দিতে পারবেন।
- অনুবাদ করার সময় উক্ত নিবন্ধের শুরুতে
{{কাজ চলছে/২০২৩}}
কোডটি বসিয়ে দিতে পারেন।
- যোগাযোগ
- নিবন্ধ প্রতিযোগিতা সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য, এখানে জিজ্ঞাসা করুন বা টেলিগ্রাম গ্রুপেও করতে পারেন।
- পুরস্কার
- ন্যূনতম ১টি নিবন্ধ অনুবাদ করলেই উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে (এমনকি আপনি শীর্ষদের মধ্যে না থাকলেও)।
- আরও বিভিন্ন পুরস্কার রয়েছে, চূড়ান্ত করে যত দ্রুত সম্ভব এখানে লিখে দেওয়া হবে।
- বি.দ্র. মোট যোগকৃত বাংলা শব্দ সংখ্যার ভিত্তিতে বিজয়ীদের ক্রম নির্ধারিত হবে। (উদা: "ক" ৫০০ শব্দের ৪টি নিবন্ধ অনুবাদ করল (৫০০ x ৪ = ২০০০ শব্দ), "খ" ১০০ শব্দের ১০টি নিবন্ধ অনুবাদ করল (১০০ x ১০ = ১০০০ শব্দ)। এই ক্ষেত্রে "ক" প্রথম ও "খ" দ্বিতীয় হবেন। সুতরাং বড় নিবন্ধ অনুবাদ করতে সাহস করুন।)
- একটি নিবন্ধের কাজ শেষ করেছেন? জমাদানের সময় নিবন্ধের নামের পাশে ~~~~ যোগ করে স্বাক্ষর দিতে ভুলবেন না।
(এই তালিকাটি বড় হয়ে যাওয়ায় মাঝে মাঝেই এখান থেকে নিবন্ধ সংগ্রহশালায় স্থানান্তর করা হয়। সুতরাং বিভ্রান্ত হবেন না। আপনার জমাদানকৃত নিবন্ধটির অবস্থা দেখতে এই পাতার নিচের দিকের তালিকাটি দেখুন।)
- চিনি --JEET RAY
- ইসলামের দৃষ্টিতে বিবর্তনবাদ – মেহেদী আবেদীন ০৫:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- কাতালুনিয়া ≈ তানবিরুজ্জামান «আলাপ» ০৯:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
(আপনি লগ-ইন বা প্রবেশ করেননি। লগ-ইন বা প্রবেশ ব্যতীত নাম গ্রহণযোগ্য হবে না। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তবে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন।)
পর্যালোচক
অভিজ্ঞ বাংলা উইকিপিডিয়ানগণ নিবন্ধ পর্যালোচক হতে পারবেন, পর্যালোচক হতে এই গুগল ফর্মটি পূরণ করুন। (শীঘ্রই অন্যান্য নিয়মাবলী যুক্ত হবে।) নিবন্ধ পর্যালোচনা করতে এখানে ক্লিক করুন।
- আফতাবুজ্জামান (আলাপ · অবদান)
- মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ · অবদান)
- Abazizfahad (আলাপ · অবদান)
- DelwarHossain (আলাপ · অবদান)
- MdsShakil (আলাপ · অবদান)
- Mehediabedin (আলাপ · অবদান)
- MS Sakib (আলাপ · অবদান)
- RockyMasum (আলাপ · অবদান)
- SHEIKH (আলাপ · অবদান)
- Yahya (আলাপ · অবদান)
নিবন্ধ পর্যালোচনা ছক (পাদদেশে চলুন | )|||||||
---|---|---|---|---|---|---|---|
নং | নিবন্ধের নাম | মানোন্নয়নকারী | পর্যালোচক | অবস্থা | যোগকৃত শব্দ সংখ্যা | মন্তব্য | |
১ | সাইকেল চালনা | মোহাম্মদ মাসুদ রানা | Mehediabedin | ![]() |
এখানে দেখুন | ||
২ | সম্মান রক্ষার্থে হত্যা | কুউ পুলক | Yahya | ![]() |
|||
৩ | জাবাল হাফিত | Kazi Mohammad Sadat | MdsShakil | ![]() |
এখানে দেখুন | ||
৪ | মানব পাচার | Salahuddin Talukder | MdsShakil | ![]() |
এখানে দেখুন | ||
৫ | অক্সাইড | দাউদ | Yahya | ![]() |
|||
৬ | থার্মোবারিক অস্ত্র | কামাল আহমেদ পাশা | MdsShakil | ![]() |
এখানে দেখুন | ||
৭ | অস্বভাবী মনোবিজ্ঞান | Maliha Mahjabin Tropa | Abazizfahad | ![]() |
|||
৮ | কুরিতিবা | হোসাইন মাহমুদ চৌধুরী | Abazizfahad | ![]() |
এখানে দেখুন | ||
৯ | সমকোণ | Shahmik Jahan Shuprova | Abazizfahad | ![]() |
এখানে দেখুন | ||
১০ | স্বাভাবিক সংখ্যা | Shahmik Jahan Shuprova | Abazizfahad | ![]() |
এখানে দেখুন | ||
১১ | চিনি | JEET RAY | মোহাম্মদ হাসানুর রশিদ | ![]() |
|||
১২ | ইসলামের দৃষ্টিতে বিবর্তনবাদ | Mehediabedin | MdsShakil | ![]() |
|||
১৩ | কাতালুনিয়া | Tanbiruzzaman |
ছোট মুদ্রণ
এই প্রতিযোগিতা মূলত স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজিত, এবং আয়োজকগণ নিজস্ব বিবেচনার ভিত্তিতে প্রতিযোগিতার যেকোন নিয়ম পরিবর্তন বা বাতিল বা পুরো প্রতিযোগিতাটিই বাতিল করার অধিকার রাখেন, এমনকি এটি শুরুর পরেও। আয়োজক সংস্থা হিসেবে প্রতিযোগিতা সংক্রান্ত যে কোন ধরণের বিতর্ক বা দ্বন্দ্ব নিরসনে উইকিমিডিয়া বাংলাদেশের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এবং এই পাতার নিয়ম বা অন্য কোন কিছু কোন সংস্থার সাথেই আইনত সম্পর্ক তৈরি করার কোন প্রস্তাব নয়।