আমি ২০১৯ সালে উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট খুলি এবং ২০২০ সাল থেকে নিয়মিত উইকিপিডিয়ায় অবদান রাখতে চেষ্টা করি। আমি ইংরেজি উইকিপিডিয়া থেকে বাংলায় নিবন্ধ অনুবাদ করি, আগ্ৰহের বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, চলচ্চিত্র, বিজ্ঞান; মাঝেমধ্যে এসংক্রান্ত মৌলিক নিবন্ধও তৈরি করা হয়ে থাকে। নিবন্ধ তৈরির পাশাপাশি ধ্বংসপ্রবণতা রোধে নিয়মিত টহলদান ও বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করে থাকি, এছাড়াও নতুনদের বিভিন্ন বিষয়ে সাহায্য করা উপভোগ করি। আমি ছোট উইকি পর্যবেক্ষক দলের একজন সদস্য, মিডিয়াউইকি সফটওয়্যার নিয়েও টুকটাক কাজ করা হয়ে থাকে। উইকিমিডিয়া প্রকল্পগুলোতে রাখা আমার অবদানের একটি সারাংশ কেন্দ্রীয় প্রমাণীতে পাওয়া যাবে।