আলাপ:সোচেতা স্পোর্তিভা কালচো নাপোলি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পর্যালোচনা[সম্পাদনা]

@Tamaliya Das Gupta:, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা উপলক্ষে সোচেতা স্পোর্তিভা কালচো নাপোলি নিবন্ধের মানোন্নয়ন করার জন্য আপনাকে অভিনন্দন। বলতেই হচ্ছে যে নবাগত হিসেবে আপনি এখানে চমৎকার কাজ করেছেন। কিন্তু আপনি যেটা করেননি তা হলো পাতার ইংরেজি সংস্করণ থেকে সবগুলো তথ্যসূত্র বাংলা সংস্করণে আনা। তথ্যসূত্র হলো তথ্যের জন্য প্রদত্ত প্রমাণ যেখানে প্রবেশ করে পাঠক নিশ্চিত হতে পারে। বাংলা পাতায় দেখা যাচ্ছে মাত্র ১২ টা তথ্যসূত্র, অন্যদিকে এর ইংরেজি পাতায় ১০৯টি তথ্যসূত্র ও একটি টীকা দেওয়া আছে। আপনাকে এগুলো সব নির্দেশিত বাক্যগুলোর পরে হুবুহু স্থানে বসিয়ে নিতে হবে। তথ্যসূত্রগুলোর গঠন <ref>.....</ref> আর টীকার গঠন {{efn|....}} এরকম হয়ে থাকে। দয়া করে এক সপ্তাহের মধ্যে তথ্যসূত্র ও টীকা বসানোর কাজটি শেষ করুন। কিছু বুঝতে না পারলে বা সাহায্যের প্রয়োজন হলে আমাকে জানান। এটা শেষ হলে পর্যালোচনা শেষ করে আর কোন ত্রুটি খুঁজে না পেলে আপনার কাজ আমি গ্রহণ করবো। মেহেদী আবেদীন ১৪:২৩, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি সমস্ত তথ্য উইকিপিডিয়া ইংলিশ থেকে সংগ্রহ করেছি। তাই তথ্যসূত্রে সেটাই রাখতে চাইছি। Tamaliya Das Gupta (আলাপ) ০৫:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আমি সেই তথ্যসূত্র যোগ করলেও কোনো পরিবর্তন প্রকাশ পাচ্ছে না। Tamaliya Das Gupta (আলাপ) ০৫:৫৫, ২২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
তথ্যসূত্র যোগ করা হয়েছে। Tamaliya Das Gupta (আলাপ) ০৭:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
তথ্যসূত্র বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। দয়া করে একবার পর্যালোচনা করে দেবেন। কোন ত্রুটি পেলে আমাকে জানাবেন। Tamaliya Das Gupta (আলাপ) ০৪:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]