আলাপ:চ্যাটবট

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের নাম[সম্পাদনা]

'চ্যাটারবট'-এর চেয়ে 'চ্যাটবট' নামটি বেশি পরিচিত এবং ইংরেজি নিবন্ধও 'চ্যাটবট' নামে আছে। তাই এই নিবন্ধের নাম 'চ্যাটবট' করার প্রস্তাব করছি। মাসুম-আল-হাসান (আলাপ) ১৭:৩৫, ৫ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ২০:০২, ১১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচনা[সম্পাদনা]

সুপ্রিয় @MDImtiazShoykat, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে ধন্যবাদ। আপনার জমাদানকৃত নিবন্ধে বেশ কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে। চ্যাটবটের ব্যবহার অনুচ্ছেদের রাজনীতি উপশিরোনামের একটি অংশ বাদ দিয়েছেন এবং অনেক তথ্যসূত্র বাদ পড়েছে। এছাড়া কিছু বাক্য বোধগম্য নয়৷ দয়া করে সেগুলি যুক্ত করুন। যেমন- কথোপকথন গুলো এক মুখি না হ্লে চ্যাটবট গুলো দারুণ সমস্যায় পড়ে যায় ফলে ব্যবহারকারীর সাথে তাল মিলিয়ে বিষয় বস্তুর আগে ও পরের বিষয় গুলোতে মিল থাকে না।–বাক্যটি বুঝিয়ে লিখুন। দিন সময়ের মধ্যে কাজ শেষে আমাকে জানাবেন। –– মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ১৩:৫১, ১৮ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@মোহাম্মদ হাসানুর রশিদ আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি রাজনীতি উপশিরোনামের অংশ এবং উল্লেক্ষিত অংশটি সংশোধন করা হয়েছে।
ইংরেজি অনুচ্ছেদে উল্লেখিত তথ্যসূত্র গুলো বাংলা উইকিতে না থাকায় রেফারেন্সিং করতে পারেনি। এ ব্যাপারটিতে আপনার সাহায্য কামনা করছি। কিভাবে করলে বিশয়টি আরও যুক্তিযুক্ত হবে সে ব্যাপারে আপনার মূল্যবান মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ। MDImtiazShoykat (আলাপ) ০৯:০৪, ১৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@MDImtiazShoykat, তথ্যসূত্রগুলি ইংরেজি নিবন্ধটিতে
যেভাবে রয়েছে ঐখান থেকে অনুলিপি করে নিবন্ধের সাথে মিল রেখে রে বাংলায় বসিয়ে দিন। –– মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ০৯:২২, ১৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আপনার নির্দেশনা অনুসারে সংশোধন করা হয়েছে। দয়া করে সঠিক হয়েছে কিনা জানাবেন। অথবা আরও কোন ধরণের সংশোধন প্রয়োজন হলে জানাবেন। MDImtiazShoykat (আলাপ) ১৩:১১, ১৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@MDImtiazShoykat, আরও পড়ুন অনুচ্ছেদটি দয়া যুক্ত করে দিন। প্রথমে অবহিত না করার আমি জন্য আন্তরিকভাবে দুঃখিত। –– মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ১৭:২১, ১৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@মোহাম্মদ হাসানুর রশিদ আশা করছি এইবার সব ঠিক আছে। অনুগ্রহ পূর্বক জানাবেন। MDImtiazShoykat (আলাপ) ০৭:০২, ২০ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]