আলাপ:ফিল্ড-ইফেক্ট ট্রানজিস্টর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সংশোধন করুন[সম্পাদনা]

@Vilen09 সুপ্রিয় প্রতিযোগী, এই নিবন্ধটি নিয়ে কাজ করা জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার মানোন্নয়ন করা নিবন্ধটি পর্যালোচনা করে দেখলাম পুরো নিবন্ধটি যান্ত্রিক অনুবাদে ভরা। অনুগ্রহ করে যান্ত্রিক অনুবাদ সংশোধন করে পাঠকদের জন্য সাবলীল ও মাধুর্য অনুবাদ করুন। অন্যথায় নিবন্ধটি গৃহীত হবে না। ধন্যবাদ।বন্ধটি (نقاش) عبد الله ১০:৪৫, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@Abazizfahad
আশা করি বর্তমানে পাঠ্যটি আগের তুলনায় সুখকর হয়েছে। Vilen09 (আলাপ) ১১:৩৫, ৮ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Vilen09 এই লাইনের মতো (ধারণাটি পোলিশ পদার্থবিদ জুলিয়াস এডগার লিলিয়েনফেল্ড ১৯২৫ সালে প্রথম পেটেন্ট করেছিলেন) অনেক জায়গায় ইংরেজি শব্দ ব্যবহৃত হতে পারে। এখানে পেটেন্টের বাংলা হিসেবে উদ্ভাবন শব্দটি ব্যবহার রায়। এ দিকটা বিবেচনা করে আরেকবার চোখ বুলিয়ে দেখুন। আশা করছি খুব দ্রুতই আপনার নিবন্ধনটা গৃহীত হবে। (نقاش) عبد الله ১১:৪৪, ৮ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Vilen09 এখানে এফইটিগুলো এই ধরনের সর্বনামের পরিবর্তে এই ট্রানজিস্টরগুলো এমন সর্বনাম ব্যবহার করলে সম্ভবত ভালো হয়। কারণ এতে পাঠকরা খুব সহজেই বুঝতে পারবে। (نقاش) عبد الله ১১:৪৯, ৮ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Abazizfahad
ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য Vilen09 (আলাপ) ০২:৫৩, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Vilen09 আপনি নিবন্ধটি বারবার পড়ে পড়ে ত্রুটিগুলো বের করুন এবং সংশোধন করুন। (نقاش) عبد الله ০৪:৩১, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Vilen09 অনুবাদে যথেষ্ট রুক্ষতা রয়েছে সংশোধন করার জন্য সময় নিতে পারেন। অন্যথায় নিবন্ধটি গ্রহণ করা সম্ভব না। (نقاش) عبد الله ১৭:১৬, ২৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Vilen09 অনুবাদজনিত ত্রুটিগুলো সংশোধন করার জন্য আপনাকে ২৪ ঘন্টা সময় দেওয়া হলো, উক্ত সময়ের মধ্যে ত্রুটি সংশোধিত না হলে নিবন্ধটি গ্রহণ করা সম্ভব না। ধন্যবাদ। (نقاش) عبد الله ১৭:৪৭, ২৭ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]