আলাপ:সম্মান রক্ষার্থে হত্যা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পর্যালোচনা[সম্পাদনা]

@কুউ পুলক এত বড় নিবন্ধ অনুবাদের জন্য ধন্যবাদ। নিবন্ধটি গ্রহণের আগে কিছু সংশোধন প্রয়োজন। কিছু কিছু জায়গায় বাক্য গঠন আরও সাবলীল হওয়া প্রয়োজন। উদাহরণস্বরূপ “যদিও আন্তর্জাতিক কনভেনশন এবং মানবাধিকার সংস্থাগুলি দ্বারা নিন্দা করা হয়, সম্মান রক্ষার্থে হত্যা প্রায়ই ন্যায্য এবং বিভিন্ন সম্প্রদায় দ্বারা উত্সাহিত করা হয়।” বাক্যটিকে এভাবে লেখা যায়- “আন্তর্জাতিক কনভেনশন ও মানবাধিকার সংস্থাগুলোর নিন্দা সত্ত্বেও বিভিন্ন সম্প্রদায় সম্মান রক্ষার্থে হত্যাকে উৎসাহিত করে থাকে।” সংশোধন কাজ শেষ হলে অনুগ্রহ করে এখানে আমাকে উল্লেখ করবেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৭:২৩, ৪ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@কুউ পুলকইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:৫৮, ২৭ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@কুউ পুলক: আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ≈ MS Sakib  «আলাপ» ২১:০১, ২০ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
কুউ পুলক সাহেব, আপনি কি সংশোধন করবেন না? করলে এখানে জানান, করতে না চাইলেও জানান। আর সময় দেওয়া যাচ্ছে না। ≈ Adkins Samba  «আলাপ» ২০:৫৫, ২৭ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib আমি দুঃখিত। আমি অন্যত্র ব্যস্ত রয়েছি। সময় বের করে উঠতে পারছি না। আমি অত্যন্ত দুঃখিত। -- কুউ পুলক  ১১:১১, ২৮ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]