ব্যবহারকারী আলাপ:Shahmik Jahan Shuprova

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

অনুবাদ সম্পন্ন করুন[সম্পাদনা]

@Shahmik Jahan Shuprova সুপ্রিয় অমর একুশে নিবন্ধ প্রতিযোগী, আপনি সমকোণ এবং স্বাভাবিক সংখ্যা নামক দুটি নিবন্ধ অনুবাদ করার কাজ নিয়েছিলেন। নিবন্ধ দুটি সম্পূর্ণ অনুবাদ না করেই আপনি জমা দিয়ে দিয়েছেন এমনকি নিবন্ধন দুটিতে উল্লেখযোগ্য কোন সম্পাদনও করেননি। এমতাবস্থায় আপনার জমাদানকৃত নিবন্ধ দুটি গৃহীত হওয়ার যোগ্য নয়। আপনি অতি শীঘ্রই নিবন্ধ দুটির অনুবাদের কাজ সমাপ্ত করুন অন্যথায় আপনার জমাদানকৃত নিবন্ধন দুটি গৃহীত হবে না। আর অনুবাদের কাজে কোনরূপ সমস্যার সম্মুখীন হলে কিংবা কোন কিছু না বুঝলে আমার আলাপ পাতায় যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৪:১৬, ৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

প্রবন্ধ সংক্রান্ত প্রশ্ন[সম্পাদনা]

স্যার আমার একটা প্রশ্ন ছিল । স্যার আমি সিন্ধু সভ্যতা নামক পেজটি অনুবাদ করছি অল্প সংখ্যক অনুবাদ করা হয়েছে। আমি যে ভাবে লিখছি সেভাবে লেখা টা ঠিক হচ্ছে কিনা যদি একটু বলেন। তাহলে আমি আমার ভুল গুলো বুঝতে পাড়ি Rohitdutta1001 (আলাপ) ০৪:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় Shahmik Jahan Shuprova, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
(نقاش) عبد الله ০৯:১২, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]