আলাপ:অ্যাব্‌নি ক্রিয়া

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পর্যালোচনা[সম্পাদনা]

@Tanbiruzzaman অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছু ক্ষেত্রে অনুবাদ কিছুটা রুক্ষ। উদাহরণস্বরূপ- ‘সাদা আলোর সংযোজন মানব পর্যবেক্ষকদের দ্বারা অনুভূত হিসাবে একরঙা উৎসের একটি অবসন্নতার কারণ হবে।’ বাক্যটা দ্বারা কী বুঝানো হয়েছে তা পড়ে বোঝা যাচ্ছে না। অনুগ্রহ করে পুরো নিবন্ধটা আরেকবার পড়ে সংশোধন করুন। কাজ শেষ হলে এখানে জানান। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:২১, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@Yahya ভাইয়া আমি পুরোটা পড়ে সংশোধন করেছি। আশা করছি আর কোনো সমস্যা নেই। → Tanbiruzzaman 💬 ১৩:৪২, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Tanbiruzzaman ধন্যবাদ এবং দেরিতে উত্তর দেওয়ায় দুঃখিত। ব্যান্ডউইথের অনুরূপ ক্রিয়া অনুচ্ছেদটিতে আরেকটু সাবলীল করা প্রয়োজন। এটি সংশোধন করলেই গ্রহণ করে নিবো। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২১:০১, ২১ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya, করছি ভাই। কিন্তু একটা লাইন যেটা অনেকবার পড়েও বুঝতে পারিনি, ইংরেজি ভার্সনের লাইনটাও অনেকবার পড়লাম, কিন্তু বুঝতে পারলাম না। এজন্য ওটা যতটুকু সম্ভব সংশোধন করেছি, আপনার চোখে পড়লে একটু সংশোধন করে দিয়েন। → Tanbiruzzaman 💬 ১৬:০৮, ২২ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
কোন লাইন? অনুগ্রহ করে জানাবেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২১:২৫, ২২ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
'যেহেতু পরীক্ষাগুলি আলোর ব্যান্ডউইথের বৈচিত্র্য ছিল, তাই ফলাফলের অরৈখিকতা ঐতিহ্যগতভাবে যা দেখা হয়েছিল তার থেকে ভিন্নভাবে প্রদর্শিত হয়, একরঙা আলোর বিশুদ্ধতা এবং সেইজন্য রঙ পরিবর্তন করার বিভিন্ন উপায় যদিও একই রকম।' এ লাইনটা। → Tanbiruzzaman 💬 ০৮:১০, ২৩ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]