ব্যবহারকারী আলাপ:Md.Muntasir Ahmmed Muin

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম

--সজীব (আলাপ) ১৬:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ অনুবাদ সম্পূর্ণ করার বিষয়ে[সম্পাদনা]

সুধী! আপনি এবার উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ এ অংশগ্রহণ করেছেন এবং জ্যোতির্মিতি নিবন্ধটি অনুবাদ করার কাজ হাতে নিয়েছেন। কিন্তু আপনি নিবন্ধটিতে কোনোরূপ অনুবাদ বা সম্পাদনা করেননি। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের তুলনায় নিবন্ধ সংখ্যা সীমিত। যেহেতু নিবন্ধটিতে অনেকদিন ধরে কোনো কাজ করা হয়নি তাই এটি অন্য ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। এজন্য, প্রতিযোগিতার নিয়মানুসারে নিবন্ধটির অনুবাদ সম্পূর্ণ করুন এবং শেষ হলে এখানে জমা দিন। ধন্যবাদ। -- মোঃ মারুফ হাসান (আলাপ) ১৬:২৮, ১৫ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার মানোন্নয়নকৃত সংবহন তন্ত্র নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় Md.Muntasir Ahmmed Muin,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২২-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত সংবহন তন্ত্র নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:৫৫, ২১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। Md.Muntasir Ahmmed Muin (আলাপ) ১৫:১১, ২৮ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ - ফরম পূরণ করুন[সম্পাদনা]

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ সম্প্রসারণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। অংকন ১৮:২০, ৩০ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ফরমটি পূরণ করা হয়েছে। ধন্যবাদ।Md.Muntasir Ahmmed Muin (আলাপ)

সুপ্রিয় Md.Muntasir Ahmmed Muin, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
(نقاش) عبد الله ১০:১৫, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় সুধী, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত এই নিবন্ধটি পর্যালোচনা করছি, নিবন্ধ পর্যালোচনা করার সময় ছোটোখাটো কিছু রচনাশৈলী জনিত সমস্যা আমার নজরে এসেছে যার কিছু আমি সংশোধন করেছি, বাকী অংশটুকুও সংশোধন করতে হবে। আমি যেভাবে করেছি, সেইভাবে পুরো নিবন্ধটি সংশোধন করতে পারেন। আপনি সম্পূর্ণ নিবন্ধটি পড়ুন এবং যথাসম্ভব নিজের ভাষায় বুঝিয়ে লিখুন। নিবন্ধে থাকা বড় বড় বাক্যগুলো ভেঙে ছোট করে ফেলতে পারেন। যথাসম্ভব দ্রুততম সময়ে সংশোধনের কাজ সম্পূর্ণ করতে হবে। কাজ শেষ হওয়ার পর আমাকে জানাতে ভুলবেন না, শুভকামনা সহ —শাকিল (আলাপ · অবদান) ১২:১৩, ২০ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধটি সংশোধন করা হয়েছে। Md.Muntasir Ahmmed Muin (আলাপ) ০২:৫৮, ২৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার মানোন্নয়নকৃত জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় Md.Muntasir Ahmmed Muin,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৩-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! —শাকিল (আলাপ · অবদান) ২০:৩৮, ২৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ Md.Muntasir Ahmmed Muin (আলাপ) ০১:০৯, ২৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩ - ফরম পূরণ করুন[সম্পাদনা]

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ সম্প্রসারণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ও ফাহাদ (আলাপ) ২০:৩৯, ৪ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

ফরমটি পূরণ করা হয়েছে।ধন্যবাদ। Md.Muntasir Ahmmed Muin (আলাপ) ০৪:৫১, ৫ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

ইদ মোবারক[সম্পাদনা]

টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক

সুধী, এই ইদে আপনার সপ্ন গুলো সত্যি হোক, মনের আশা পূর্ণ হোক। আপনার ও আপনার পরিবারের জন্য আনন্দময় ইদের শুভেচ্ছা রইলো। উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা অবদানের জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা ১টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় ৩৪৬টি
- ধন্যবাদন্তে মোঃ মারুফ হাসান (আলাপ) ১৪:৪৯, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন![সম্পাদনা]

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:৩৭, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় Md.Muntasir Ahmmed Muin,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪[সম্পাদনা]

সুধী, আপনি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্লাজমোডেজমা নিবন্ধটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। নাম লিখে গত ৭ দিন বা তারও বেশি সময়েও নিবন্ধটি অনুবাদ শুরু করেন নি। তাই নিবন্ধটি অন্য প্রতিযোগীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পুনরায় কাজ করতে চাইলে আবার নাম যোগ করুন (যদি অন্য কেউ ইতোমধ্যে নাম যোগ না করে থাকে) অথবা তালিকা থেকে অন্য কোনো নিবন্ধ বাছাই করুন। শুভেচ্ছাসহ ~ Yahya (আলাপ) ১৭:৫২, ১০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর আমন্ত্রণ[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো
বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো

সুপ্রিয় উইকিপিডিয়ান, আশা করি ভালো আছেন। আগামী ৮ থেকে ১২ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন। আপনারা নিজের পছন্দ মতো নারী জীবনী, নারীবাদ, নারীমুক্তি বিষয়ক নিবন্ধ যুক্ত করতে পারেন। এছাড়াও নারী বিষয়ক কোন ছোট নিবন্ধ মানোন্নয়ন করে এখানে যুক্ত করতে পারেন। এতে অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে উইকিপদক ও ডিজিটাল সনদপত্র। আপনার সম্পাদনা শুভ হোক। রামিশা তাবাস্সুম (আলাপ) ০৯:৩৬, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ[সম্পাদনা]

সুধী, উইকিপিডিয়া:আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪ অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার বিশেষ অবদানের স্বীকৃতির জন্যে সনদপত্র প্রদান করা হবে। এই উদ্দেশ্যে আপনাকে একটি ফর্ম পূরণের জন্য অনুরোধ করা হলো। আশা করি আপনার সম্পাদনার সফর শুভ হক।

সংগঠকের পক্ষ হতে,

রামিশা তাবাস্সুম (আলাপ) ১৮:৫২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফরমটি পূরণ করা হয়েছে।ধন্যবাদ। Md.Muntasir Ahmmed Muin (আলাপ) ১৩:২৪, ১৪ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪ পদক[সম্পাদনা]

Bangla-Wiki-women-badge 2024
Bangla-Wiki-women-badge 2024
প্রিয় উইকিপিডিয়ান,
সাম্প্রতিক উইকিপিডিয়া:আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এ অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার অবদানের জন্য ধন্যবাদ হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করে এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হবে।

এডিটাথনের সংগঠক দলের পক্ষ থেকে,
SamihaRahman (আলাপ) ১৮:২০, ২১ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় Md.Muntasir Ahmmed Muin, আমি Tanvir 360। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ৫৭ দিন পূর্বে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একাধিক সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাগুলো নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:

  1. নিবন্ধটি অন্য একটি ভাষা থেকে আনাড়িভাবে অনুবাদ করা হয়েছে
  2. নিবন্ধটি আকারে অনেক ছোট
  3. নিবন্ধটিতে কোনও বিষয়শ্রেণী যোগ করা হয়নি

আপনি যা করতে পারেন:

  1. অনুবাদটি সংশোধন করুন।
    1. সরাসরি যান্ত্রিক অনুবাদ নিবন্ধে যোগ করবে না।
    2. যান্ত্রিক ভাবে অনুবাদ করলেও অনুবাদটি সংশোধন করুন।
    3. যান্ত্রিক অনুবাদ করার জন্য উইকিপিডিয়ার অনুবাদক পাতা ব্যবহার করতে পারেন। এতে অনুবাদের মান কিছুটা ভালো হয়।
    4. যান্ত্রিক অনুবাদ করার জন্য অনুবাদক পাতা ব্যবহার করলেও অনুবাদটি সংশোধন করে বোধগম্য করুন।
    5. অনুবাদে যান্ত্রিকতার অস্বাভাবিক ব্যবহার থাকলে নিবন্ধটি অপসারণ করা হতে পারে
  2. নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে
  3. একটি বিষয়শ্রেণী যোগ করুন, যেন এটি এই বিষয়ের অন্যান্য নিবন্ধের সাথে আপনার নিবন্ধটি তালিকাভুক্ত করা যায়। সহজে কোনো পাতায় একই সাথে এক বা একাধিক বিষয়শ্রেণী সংযোজন, বিয়োজন, বা পরিবর্তনের জন্য হটক্যাট ব্যবহার করতে পারেন। এটি আপনার গ্যাজেট অংশ থেকে চালু করতে পারেন।

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। তানভীর (আলাপঅবদান) ২২:৩০, ১ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]