আমি গত কয়েকবছর ধরে বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে সম্পাদনা করি। বাংলা উইকিপিডিয়া আমার মূল প্রকল্প। কমন্স, উইকিউপাত্ত, ইংরেজি উইকিপিডিয়া, উইকিভ্রমণেও আমি সক্রিয়। এছাড়া ছোট উইকি পর্যবেক্ষণ দলের সদস্য হিসেবে আমি ছোট উইকিমিডিয়া প্রকল্পগুলোতে ধ্বংসপ্রবণতা ও স্প্যাম রোধে কাজ করি। স্বেচ্ছাসেবী প্রতিক্রিয়া দলের সদস্য (VRT Permission Agent, সাবেক OTRS) হিসেবে আমি প্রায়শই info-bnwikimedia.org মেইলের ও চিত্রের অনুমতি সংক্রান্ত মেইলের উত্তর দিয়ে থাকি। আমার একটি বট অ্যাকাউন্ট (User:YahyaBot) আছে, যেটি বিষ্ণুপ্রিয়া উইকিপিডিয়া ও উইকিভ্রমণে অনুমোদিত।