আলাপ:ইরিডিয়াম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সংশোধন প্রয়োজন[সম্পাদনা]

সুপ্রিয়, @মোঃ মুরাদ হোসেন, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেয়ায় আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনার জমাদানকৃত নিবন্ধে প্রচুর সমস্যা থাকায় তা এই মুহুর্তে গ্রহণ করতে পারছিনা। যেমন- আপনার নিবন্ধে অত্যধিক যান্ত্রিক অনুবাদ রয়েছে যা বোধগম্য হচ্ছে না, তাই অনুবাদের ক্ষেত্রে যান্ত্রিক অনুবাদের পরিবর্তে ভাবানুবাদকে প্রাধান্য দিন; আর পুরো নিবন্ধটি বেশ এলোমেলো, এক অনুচ্ছেদের উপশিরোনাম অন্য অনুচ্ছেদে রয়ে গেছে; ভূমিকাংশে তথ্যছক ও অনেক বাক্য বাদ দিয়েছেন এবং ইংরেজি নিবন্ধে থাকা অনেক চিত্র এখানে যুক্ত করেননি; নিবন্ধে কোনো ধরনের তথ্যসূত্র যুক্ত করেননি। তাই একটু সময় নিয়ে নিবন্ধটিতে কাজ করুন। এসব সমস্যাগুলো দূর করে নিবন্ধটিকে সাবলীল ও বোধগম্য করে তুলুন। আর হ্যাঁ, নিবন্ধ জমাদানের পূর্বে অবশ্যই কাজ চলছে ট্যাগ অপসারণ করে নিবন্ধ জমা দিবেন। দয়া করে সংশোধন শেষে আমাকে জানাবেন।-- মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ১৬:৩৯, ১ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

  1. ইরিডিয়াম--মোঃ মুরাদ হোসেন (আলাপ) ১৭:২৫, ১ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
sir @মোহাম্মদ হাসানুর রশিদ দয়া করে সংশোধনটা নিবেন
ভুল হলে সমাদান আমাকে জানাবেন।
thank you sir মোঃ মুরাদ হোসেন (আলাপ) ১৭:২৫, ১ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@মোঃ মুরাদ হোসেন, আপনি তেমন উল্লেখযোগ্য কোনো সংশোধনই করেননি। এখনো পুরো নিবন্ধে যান্ত্রিক অনুবাদ রয়ে গেছে। পারমাণবিক সংখ্যা, ঘনত্ব, বিভিন্ন সালগুলি ইংরেজি সংখ্যায় লেখার পরিবর্তে বাংলা সংখ্যায় লিখুন। পুরো নিবন্ধে বাক্যগুলো আরও সহজ-সরলভাবে লিখুন। ইংরেজি Iridium নিবন্ধটি ভালোভাবে পড়ুন এবং তারপর অনুবাদ করুন। আর বাক্যগুলো অনুবাদের ক্ষেত্রে যান্ত্রিক অনুবাদের পরিবর্তে সহজ ও সরল বাক্যে অনুবাদ করুন। -- মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ১৫:৩৬, ২ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]