ব্যবহারকারী আলাপ:ADRIJEET NANDA

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩[সম্পাদনা]

সুপ্রিয় সুধী, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত বাস্কেটবল, পোপ ফ্রান্সিসরাফায়েল নিবন্ধগুলো পর্যালোচনা করছি। আমি লক্ষ্য করেছি নিবন্ধগুলোতে আপনি বেশ কিছু ইংরেজি শব্দ রেখে দিয়েছেন (যেমন বাস্কেটবল নিবন্ধে FIBA-সহ অন্যান) এইরকম শব্দগুলো বাংলা লিপিতে লিখতে হবে। (যেমন‌ ফিবা) তাছাড়া নিবন্ধের অনুবাদ আমার কাছে রুক্ষ বলে মনে হয়েছে, আপনি নিবন্ধগুলো ভালোভাবে পুনরায় পড়ুন এবং তিনটি নিবন্ধ সম্পূর্ণ নিজের ভাষায় বুঝিয়ে লিখুন যাতে অন্যরা নিবন্ধটি পড়ার সময় সহজেই বুঝতে পারে নিবন্ধে কি লেখা রয়েছে। তাছাড়া রাফায়েল নিবন্ধে কোন সূত্র যোগ করেননি, যা করতে হবে। আমরা ফলাফল প্রকাশের অতি সন্নিকটে থাকায়, আগামী তিন দিনের আপনাকে এই সংশোধনের কাজটি সম্পূর্ণ করতে হবে। কাজ শেষ হওয়ার পর আমাকে জানাতে ভুলবেন না। শুভকামনা সহ —শাকিল (আলাপ · অবদান) ১৬:৪৩, ২৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার নিবন্ধের পর্যালোচনা করার জন্য। আপনার কাছে আমার একান্ত অনুরোধ এই যে আমি কয়েকদিনের জন্য বাইরে বেড়াতে এসেছি তাই এই মুহূর্তে আমার সংশোধন করা সম্ভব নয়। আমি ৩১ মে ২০২৩ এর মধ্যে কাজটি করে জমা দিয়ে দেবো। আমাকে এই ভাবে একটু সাহায্য করলে আমি বড়ই উপকৃত হব। ADRIJEET NANDA (আলাপ) ০৭:৩৩, ২৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@ADRIJEET NANDA প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সরাসরি আয়োজিত হবে, তাই সব শিডিউল ঠিক রাখতে এরচেয়ে বেশি সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এবং এরজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি —শাকিল (আলাপ · অবদান) ০৮:০৩, ২৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil অনেক ধন্যবাদ আপনাকে আমি চেষ্টা করছি। ADRIJEET NANDA (আলাপ) ১১:৩৯, ২৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধে কিভাবে সূত্র যোগ করতে হয় তা একটু বলে দেবেন? ADRIJEET NANDA (আলাপ) ১১:৫৮, ২৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil নিবন্ধে কিভাবে সূত্র যোগ করতে হয় তা একটু বলে দেবেন? ADRIJEET NANDA (আলাপ) ০০:২৭, ২৭ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
ইংরেজি নিবন্ধে <ref></ref> সহ, এর মাঝে থাকা লেখাগুলো কপি করে বাংলা নিবন্ধে যোগ করুন, তাহলেই তথ্যসূত্র যুক্ত হবে যাবে —শাকিল (আলাপ · অবদান) ১১:১২, ২৭ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil আমি বাস্কেটবল নিবন্ধটি সংশোধন করেছি কোথাও কোনো ত্রুটি থাকলে আমায় জানান। ADRIJEET NANDA (আলাপ) ০৮:১০, ২৭ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধে প্রচুর যান্ত্রিকতা দেখতে পাচ্ছি, প্রথম বাক্যটাই বাংলা ভাষায় সাবলীল হয়নি (যান্ত্রিকতা বিদ্যমান) —শাকিল (আলাপ · অবদান) ১৮:০২, ২৭ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil আমি নিবন্ধটি সংশোধন করেছি আর কোনো ত্রুটি থাকলে আমায় জানান। আপনাকে আমি জানাই আমি এই নিবন্ধগুলি অনুবাদ করার সময় কোনো যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করিনি। যদি করতাম তাহলে আমার নিবন্ধের মধ্যে কোনো ভুল বা সমস্যা থাকতো না। ADRIJEET NANDA (আলাপ) ০৯:১২, ২৮ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধে কিভাবে সূত্র যোগ করতে হয় তা একটু বলে দেবেন? 117.194.228.82 (আলাপ) ১১:৫২, ২৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩ - ফরম পূরণ করুন[সম্পাদনা]

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে ও আপনি শীর্ষ ১৬ জনের একজন হয়েছেন। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ও ফাহাদ (আলাপ) ২০:৩৬, ৪ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় ADRIJEET NANDA,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]