উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাস ২০১৭

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নীড় ২০২৩ ২০২২ ২০২১ ২০২০ ২০১৯ ২০১৮ ২০১৭ ২০১৬ ২০১৫
উইকিপিডিয়া এশীয় মাস

ফেসবুকে বাংলা উইকিপিডিয়ার পাতা পছন্দ করুন এক্সে (টুইটার) বাংলা উইকিপিডিয়া অনুসরণ করুন ইন্সটাগ্রামে বাংলা উইকিপিডিয়া অনুসরণ করুন টেলিগ্রামে বাংলা উইকিপিডিয়ার সাথে যুক্ত হোন

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাস জুড়ে অনুষ্ঠিতব্য একটি অনলাইন এডিটাথন বিশেষ, যার মাধ্যমে এশিয়ার বিভিন্ন উইকিপিডিয়া সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে। ভারত ও বাংলাদেশ ব্যতীত এশিয়ার অন্যান্য দেশ সম্বন্ধীয় নিবন্ধের সংখ্যা ও গুণমান বৃদ্ধি করাই হল উইকিপিডিয়ায় এই এডিটাথনের মূল উদ্দেশ্য।

উইকিপিডিয়া এশীয় সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বের স্মারক হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারী, যারা অন্ততঃ চারটি নিবন্ধ তৈরী করবেন, তাঁরা অন্য অংশগ্রহণকারী দেশ থেকে একটি উইকিপিডিয়া পোস্টকার্ড উপহার হিসেবে পাবেন। পনেরোটি নিবন্ধ তৈরী করলে আরেকটি পোস্টকার্ড পাঠানো হবে।

প্রত্যেক উইকিপিডিয়া থেকে যে সমস্ত উইকিপিডিয়ান সবচেয়ে বেশি নিবন্ধ তৈরী করবেন, তাঁকে উইকিপিডিয়া এশীয় দূত উপাধিতে সম্মানিত করে সার্টিফিকেট ও পোস্টকার্ড পাঠানো হবে।

উপ-ইভেন্ট

উইকিপিডিয়া এশীয় শিল্প মাস এশীয় শিল্প বিষয়ের উপরে কাজ করুন এবং মেট্রোপলিটন জাদুঘরের কাছ থেকে আর্ট পোস্টকার্ড এবং পুরস্কার পান!

নিয়মাবলী

সংক্ষেপে: এশিয়া (মানুষ, স্থান, সংস্কৃতি, ইত্যাদি) সম্পর্কিত নতুন নিবন্ধ তৈরি করুন, ৩০০০ বাইট এবং ৩০০ শব্দ বা তার বেশি, সূত্রসহ, নভেম্বর ২০১৭তে। তালিকাগুলি যোগ্যতা অর্জন করে না।

  1. যেকোন লগইনকৃত একাউন্ট থেকে অনুবাদ করতে হবে, আইপি থেকে অনুবাদকৃত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
  2. এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত বাদ দিয়ে এশিয়ার অন্য দেশের বিষয় সম্পর্কিত নিবন্ধ তৈরি করতে হবে
  3. অন্য দেশগুলোর নিবন্ধের একটি তালিকা এখানে পাবেন। তালিকা থেকে পূর্বে তৈরি হয়নি এমন যেকোন নিবন্ধই অনুবাদ করতে পারেন। সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটিতে যাওয়ার পর যদি বামপাশের 'Languages' এর নিচে 'বাংলা' দেখতে পান তাহলে বুঝতে হবে নিবন্ধটি আগেই তৈরি করা হয়েছে।
  4. দয়া করে এই সরঞ্জাম ব্যবহার করে নিবন্ধ জমা দিন। লিংকে প্রবেশের পর উপরে ডানদিকে 'প্রবেশ' বোতামে ক্লিক করুন। আপনি চাইলে উপরে ডানদিকে ইন্টারফেস ভাষা পরিবর্তন করতে পারেন।
  5. যখনই আপনি কোন নিবন্ধ জমা দেবেন, এই সরঞ্জামটি আপনার নিবন্ধে একটি টেমপ্লেট যোগ করবে যা কোন সংগঠক দ্বারা পর্যালোচনার জন্য অপেক্ষমাণ বলে নিবন্ধটিকে চিহ্নিত করবে। আপনি এই সরঞ্জাম ব্যবহার করে আপনার অগ্রগতি যাচাই করে নিতে পারেন, যেমন আপনি কতগুলি গৃহীত নিবন্ধ আপনি তৈরি করেছেন। এই সরঞ্জাম ব্যবহার করতে যদি আপনার সমস্যা হয়ে থাকে তবে এই পাতায় আপনার ব্যবহারকারী নামের পাশে আপনার নিবন্ধ জমা দিতে পারেন।
  6. পর্যালোচনার সময় নিবন্ধের গুণগত মানের (৩,০০০ বাইট ও ৩০০ শব্দের বা তার বেশি) উপর জোর দেওয়া হবে। পাশের তথ্যছক, বিভিন্ন লিংক ইত্যাদি বাদে মূল নিবন্ধটি তথ্য সম্বৃদ্ধ হতে হবে বা হওয়া উচিত। এ প্রতিযোগিতায় চার/পাঁচ লাইনের ছোট নিবন্ধ গ্রহণযোগ্য হবে না। নিয়মিত অভিজ্ঞ উইকিপিডিয়ানগণ তাদের নিজ নিজ বিবেচনাবোধ কাজে লাগিয়ে নিবন্ধ পর্যালোচনা করবেন।
  7. নতুন নিবন্ধই গৃহীত হবে, পুরাতন নিবন্ধের মানোন্নয়ন গৃহীত নয়।
  8. যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ-এর মত অনুবাদ গ্রহণযোগ্য নয়।
  9. ১লা নভেম্বর ২০১৭ থেকে ৩০শে নভেম্বর ২০১৭ পর্যন্ত এই সময়ের মধ্যে তৈরি নিবন্ধগুলোই কেবল পর্যালোচনার জন্য জমা দিতে পারবেন।
  10. নিবন্ধটি "তালিকা নিবন্ধ" না হওয়াই বাঞ্ছনীয়, কিন্তু অন্য ভাষার উইকিপিডিয়ার কোন নির্বাচিত তালিকা নিবন্ধের সম্পূর্ণ অনুবাদ হলে, নিবন্ধটিকে গণ্য করা হবে।

সংগঠক

যোগ দিন

এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, তাঁরা নিজেদের ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী এশীয় মাস}} টেমপ্লেটটি যোগ করতে পারেন।

অংশগ্রহণকারীদের তালিকা

২০১৭ সালের নভেম্বর মাসে সম্পাদিত নিবন্ধই শুধুমাত্র প্রতিযোগিতার জন্য গণ্য হবে
(এখানে আপনার ব্যবহারকারী নাম যুক্ত করুন। নাম যুক্ত করার পূর্বে অবশ্যই আপনাকে লগ-ইন করতে হবে। প্রবেশ ব্যতীত নাম গ্রহণযোগ্য হবে না।)

নির্দেশনা[সম্পাদনা]

  • দয়া করে এই সরঞ্জাম ব্যবহার করে নিবন্ধ জমা দিন। ওপরের ডানদিকে 'প্রবেশ' বোতামে ক্লিক করুন। প্রবেশ করার বাকি সমস্ত কিছুই OAuth সামলে নেবে। আপনি চাইলে ওপরের ডানদিকে ইন্টারফেস ভাষা পরিবর্তন করতে পারেন।
  • যখনই আপনি কোন নিবন্ধ জমা দেবেন, এই সরঞ্জামটি আপনার নিবন্ধে একটি টেমপ্লেট যোগ করবে যা কোন সংগঠক দ্বারা পর্যালোচনার জন্য অপেক্ষমাণ বলে নিবন্ধটিকে চিহ্নিত করবে। আপনি এই সরঞ্জাম ব্যবহার করে আপনার অগ্রগতি যাচাই করে নিতে পারেন, যেমন আপনি কতগুলি গৃহীত নিবন্ধ আপনি তৈরি করেছেন।
  • যে সমস্ত অংশগ্রহণকারীর তৈরি ৪টি নিবন্ধ গৃহীত হয়েছে তাঁকে একটি পোস্টকার্ড পাঠানো হবে। ১৫টি নিবন্ধ গৃহীত হলে আরেকটি বিশেষ পোস্টকার্ড পাবেন। বাংলা উইকিপিডিয়ায় যিনি সবচেয়ে বেশি গৃহীত নিবন্ধ তৈরি করবেন, তাঁকে উইকিপিডিয়া এশীয় দূত হিসেবে সম্মানিত করে একটি সার্টিফিকেট ও অতিরিক্ত একটি পোস্টকার্ড পাঠানো হবে।
  • এই সরঞ্জাম ব্যবহার করতে যদি আপনার সমস্যা হয়ে থাকে তবে এই পাতায় আপনার ব্যবহারকারী নামের পাশে আপনার নিবন্ধ জমা দিতে পারেন।
  • যদি কোন প্রশ্ন থাকে, তবে আমাদের প্রাজিপ্র পাতায় তার উত্তর রয়েছে।

অংশগ্রহণকারী[সম্পাদনা]

  1. Che12Guevara (আলাপ)
  2. Ferdous (আলাপ)
  3. Tahmid02016 (আলাপ)
  4. Nahid.rajbd (আলাপ)
  5. NahidSultan (আলাপ)
  6. Wakim32 (আলাপ)
  7. Abu Sayeem Mahfooz Khan (আলাপ)
  8. Imtiaz ahmed rifat (আলাপ)
  9. Waraka Saki (আলাপ)
  10. Fahim fanatic (আলাপ)
  11. Foysol3195 (আলাপ)
  12. অভিজিৎ দাস (আলাপ)
  13. এম আবু সাঈদ (আলাপ)
  14. mmrsafy (আলাপ)
  15. খাঁ শুভেন্দু (আলাপ)
  16. IqbalHossain (আলাপ)
  17. Rezwan islam27 (আলাপ)
  18. Ashiq Shawon (আলাপ)
  19. Niriho khoka (আলাপ)
  20. শাহাদাত সায়েম (আলাপ)
  21. Masum Ibn Musa (আলাপ)
  22. Pratyya Ghosh (আলাপ)
  23. Kayser Ahmad (আলাপ)
  24. বিশ্বজিত (আলাপ)
  25. Tmsayfullah (আলাপ)
  26. Hasive (আলাপ)
  27. Riazul Islam BD (আলাপ)
  28. Tafhim Mahmud (আলাপ)
  29. S Shamima Nasrin (আলাপ) গোয়াংজু
  30. Mohammed Galib Hasan (আলাপ)
  31. Fazal E Tamim (আলাপ)
  32. Engr.Raju (আলাপ)
  33. Reza Rahib (আলাপ)
  34. RajotKumarMondal (আলাপ)
  35. আজিজ (আলাপ)
  36. saikatmdr (আলাপ)
  37. মেঘবালক (আলাপ)
  38. Rezwan Khair (আলাপ)
  39. ORitchil (আলাপ)
  40. Nirzak (আলাপ)
  41. Sajid Ahmed Nijhu (আলাপ)
  42. MustafaKamal (আলাপ)
  43. 192837bd (আলাপ)
  44. Sajib Babu (আলাপ)
  45. Sumit Purkayastha (আলাপ)
  46. David Benzam (আলাপ)
  47. Anjon mallick (আলাপ)
  48. Shuaib Anik (আলাপ)
  49. Hamid Abrar Khan (আলাপ)
  50. Siplusinha (আলাপ)
  51. আ হ ম সাকিব (আলাপ)
  52. Mudulhasan (আলাপ)
  53. Obangmoy (আলাপ)
  54. Maria Sultana Jui (আলাপ)
  55. ibrahim5594 (আলাপ)
  56. rezowan (আলাপ)
  57. Sumita Roy Dutta (আলাপ)
  58. Shahriar Kabir Pavel (আলাপ)
  59. S Shamima Nasrin (আলাপ)

নিবন্ধ জমা দিন

এশীয় মাসে বাংলা উইকিপিডিয়ায় এশীয় বিষয়ক নিবন্ধ তৈরি করেছেন? নিচের বোতামে ক্লিক করে আপনার নিবন্ধ জমা দিন।

পূর্ববর্তী সংস্করণ

প্রয়োজনীয় লিঙ্ক

সাংগঠনিক সহায়তা