আলাপ:ফিল্ড মার্শাল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সংশোধন করুন[সম্পাদনা]

@Tamaliya Das Gupta সুপ্রিয় অমর একুশে প্রতিযোগী, আপনার মানোন্নয়নকৃত এই নিবন্ধটি পর্যালোচনা করে দেখলাম যে আপনি প্রায় সম্পূর্ণ নিবন্ধটিই অনুবাদ করেছেন। কিন্তু আপনার অনুবাদে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়েছে নিচে এগুলো উল্লেখ করা হলো:

  1. প্রথমত নিবন্ধটির তথ্যছক অনুবাদ করা হয়নি।
  2. সম্পূর্ণ নিবন্ধনটিতে প্রায় সকল অনুচ্ছেদেই উইকিসংযোগ অনুপস্থিত। যেমন: ঢাকা [[বাংলাদেশ|বাংলাদেশের]] রাজধানী লাইনটিতে উইকিসংযোগ ব্যবহার করা হয়েছে।
  3. তাছাড়া নিবন্ধটির প্রতিটি অনুচ্ছেদের {{মূল নিবন্ধ}} টেমপ্লেটের অন্তর্গত নিবন্ধগুলোর বাংলায় অনুবাদ করা হয়নি।
  4. এবং আরও দেখুন এই অনুচ্ছেদটিও অনুবাদ করা বাকি রয়েছে।

উপরে উল্লেখিত ত্রুটি গুলো সংশোধন করে আমাকে অবহিত করবেন। ধন্যবাদ। (نقاش) عبد الله ১৪:০১, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যছক অনুবাদ করা যাবে? Tamaliya Das Gupta (আলাপ) ০৬:৪১, ৮ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Tamaliya Das Gupta এটা রেখে আপনি বাকি কাজগুলো করে যান। বিশেষ করে উইকিসংযোগ গুলো। আর পুরো নিবন্ধটা ভালো করে রিভাইস দিন কোথাও যান্ত্রিকতা আছে কিনা? আর চিন্তার কোন কারণ নেই আপনার নিবন্ধটা গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে। (نقاش) عبد الله ০৭:০৭, ৮ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
অনেক ধন্যবাদ পর্যালোচনার পর ত্রুটি সম্পর্কে অবহিত করার জন্য। ত্রুটি সংশোধিত করার চেষ্টা করেছি। পর্যালোচনা করে জানাবেন। Tamaliya Das Gupta (আলাপ) ০৯:১৪, ৮ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Tamaliya Das Gupta অবশ্যই। (نقاش) عبد الله ১০:২৭, ৮ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Abazizfahad, @Tamaliya Das Gupta তথ্যছকের মতো ব্যবহৃত টেমপ্লেটটা অনুবাদ করে দিয়েছি। {{সামরিক পদমর্যাদা}} পাতায়। ≈ MS Sakib  «আলাপ» ১৫:৪৩, ৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]