আলাপ:জিব্রাল্টার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জিব্রাল্টার নামে তো একটিই স্থান আছে বলে জানতাম, দ্ব্যর্থতা নিরসন করার কি দরকার ছিল? মানে শুধু জিব্রাল্টার লিখলে কী সমস্যা হতো? --রাগিব (আলাপ | অবদান) ১৭:২৭, ১১ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

আসলে জিব্রাল্টার শব্দ টি আরো অনেক কিছু নির্দেশ করে।আমার মনেও প্রশ্ন টি এসেছিল এবং পরে আমি ইংরেজি উয়িকিতে গিয়ে এ ব্যাপারে নিশ্চিত হয়েছি। দ্রস্টব্যঃ জিব্রাল্টার নিয়ে দ্ব্যর্থতা--Hasan.zamil ১৭:৪৩, ১১ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]
কিন্তু, ইংরেজি উইকিতেই en:Gibraltar (disambiguation) দ্বারা সেটা নির্দেশ করা হয়েছে, মূল জিব্রাল্টারের নিবন্ধটির নাম ওটাই আছে (en:Gibraltar)। তাই আমি এটাকে জিব্রাল্টার এ সরিয়ে নিচ্ছি। --রাগিব (আলাপ | অবদান) ১৮:০৯, ১১ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচনা[সম্পাদনা]

সুপ্রিয় @Asim Sarkar2: অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। নিবন্ধে যান্ত্রিকতা পরিলক্ষিত হচ্ছে বিধায় এটি গ্রহণ করা গেলনা। নিবন্ধটি গ্রহণযোগ্য করার জন্য আপনাকে প্রতিযোগিতার নিয়মাবলি অনুযায়ী ইংরেজি সংস্করণ থেকে পূর্ণাঙ্গ অনুবাদ করতে হবে ও যান্ত্রিকতা মুক্ত থাকতে হবে। সম্পূর্ণ নিবন্ধ অনুবাদ শেষে আমাকে জানাবেন। ধন্যবাদ। — SHEIKH (আলাপন) ০০:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]