পল এর্ডশ
পল এর্ডশ | |
---|---|
![]() | |
জন্ম | ২৬শে মার্চ, ১৯১৩ |
মৃত্যু | ২০ সেপ্টেম্বর ১৯৯৬ | (বয়স ৮৩)
জাতীয়তা | হাঙ্গেরীয় |
পেশা | গণিতবিদ |
পল এর্ডশ (হাঙ্গেরীয় ভাষায়: Paul Erdős বা Pál Erdős, ইংরেজিতে Paul Erdos বা Paul Erdös, আ-ধ্ব-ব: ɛrdøːʃ) (২৬শে মার্চ, ১৯১৩, বুদাপেস্ট, হাঙ্গেরি – ২০শে সেপ্টেম্বর, ১৯৯৬, ওয়ার্সা, পোল্যান্ড[১]) একজন প্রতিভাবান, বহুলপ্রজ হাঙ্গেরীয় গণিতবিদ। তিনি শত শত সহযোগীর সাথে গুচ্ছ-বিন্যাসতত্ত্ব (combinatorics), গ্রাফ তত্ত্ব, সংখ্যাতত্ত্ব, ধ্রুপদী বিশ্লেষণ, আসন্ন মান নির্ণয় তত্ত্ব (Approximation theory), সেটতত্ত্ব ও সম্ভাবনা তত্ত্বের বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা করেছেন।
গণিতে অবদান[সম্পাদনা]
এর্ডশ গণিতের ইতিহাসে সবচেয়ে বেশি গবেষণাপত্র প্রকাশকারীদের মধ্যে অন্যতম। [২] আরও সঠিকভাবে বলতে গেলে লিওনার্ট অয়লারের পর তিনিই সবচেয়ে বেশি লিখেছেন। তিনি তার জীবদ্দশায় প্রায় ১৫০০ গাণিতিক প্রবন্ধ লেখেন যেগুলোর বেশির ভাগই ছিল কোন সহ-লেখকের সাথে লেখা। তার প্রায় ৫০০ সহযোগী ছিল; গণিত যে একটি সামাজিক কর্মকাণ্ড হতে পারে এ ব্যাপারে তার দৃঢ় বিশ্বাস ছিল এবং তা তিনি হাতেকলমে করেও দেখিয়েছেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Paul Erdős | Hungarian mathematician | Britannica"। www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২।
- ↑ According to "Facts about Erdös Numbers and the Collaboration Graph"। , using the Mathematical Reviews data base, the next highest article count is roughly 823.