রায়শ্রী উত্তর ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°১৪′১৫″ উত্তর ৯১°০′১৫″ পূর্ব / ২৩.২৩৭৫০° উত্তর ৯১.০০৪১৭° পূর্ব / 23.23750; 91.00417
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রায়শ্রী উত্তর
ইউনিয়ন
৫নং রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদ
রায়শ্রী উত্তর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
রায়শ্রী উত্তর
রায়শ্রী উত্তর
রায়শ্রী উত্তর বাংলাদেশ-এ অবস্থিত
রায়শ্রী উত্তর
রায়শ্রী উত্তর
বাংলাদেশে রায়শ্রী উত্তর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৪′১৫″ উত্তর ৯১°০′১৫″ পূর্ব / ২৩.২৩৭৫০° উত্তর ৯১.০০৪১৭° পূর্ব / 23.23750; 91.00417 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
উপজেলাশাহরাস্তি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠাপ্রতিষ্ঠাকাল
আয়তন
 • মোট৩০ বর্গকিমি (১০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২২,৩৩০
 • জনঘনত্ব৭৪০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

রায়শ্রী উত্তর বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত শাহরাস্তি উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

রায়শ্রী উত্তর ইউনিয়নের আয়তন ৩,৩৪০ একর।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রায়শ্রী উত্তর ইউনিয়নের জনসংখ্যা ১৮,২৯৩ জন। এর মধ্যে পুরুষ ৮,৩০৯ জন এবং মহিলা ৯,৯৮৪ জন। মোট পরিবার ৩,৭৪২টি।[১]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

শাহরাস্তি উপজেলার উত্তর-পূর্বাংশে রায়শ্রী উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন, পশ্চিমে মেহের দক্ষিণ ইউনিয়নমেহের উত্তর ইউনিয়ন, উত্তরে কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নকুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন এবং পূর্বে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নলাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

১৯৮৮ সালে ১৭নং রায়শ্রী উত্তর ইউনিয়ন নামে এ ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

রায়শ্রী উত্তর ইউনিয়ন শাহরাস্তি উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শাহরাস্তি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৪নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৫ এর অংশ। এটি ১৭টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • রায়শ্রী
  • রাজাপুর
  • চণ্ডিপুর
  • যাদবপুর
  • গঙ্গারামপুর
  • উনকিলা
  • আনন্দপুর
  • আতাকরা
  • বোগরা
  • খাটরা
  • থামপাড়
  • দহশ্রী
  • হাটপাড়
  • দেহেলা
  • রশিদপুর
  • দাদিয়াপাড়া
  • উল্লাশ্বর

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রায়শ্রী উত্তর ইউনিয়নের সাক্ষরতার হার ৭২.৪%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

মাধ্যমিক বিদ্যালয়
  • উনকিলা উচ্চ বিদ্যালয়
  • মৌলভী আক্রাম আলী উচ্চ বিদ্যালয়
  • রায়শ্রী নবরবি শিক্ষালয়
  • শেখ শাহজাহান আদর্শ বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

১. ঊনকিলা থেকে শাহরাস্থি প্রজন্ত পাকা রাস্তা

খাল ও নদী[সম্পাদনা]

হাট-বাজার[সম্পাদনা]

  • খিলা বাজার
  • বিজয়পুর বাজার
  • রায়শ্রী নতুন বাজার
  • উনকিলা বাজার
  • রায়শ্রী টাওয়ার 24মার্কেট

মরহুম শিতিলা গাছের তলায়

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • মোশারফ হোসেন মুশু- চেয়ারম্যান
  • আবুল কাশেম- মেম্বার এক নং ওয়ার্ড
  • আব্দুল গফুর- মেম্বার দুই নং ওয়ার্ড
  • জামাল হোসেন- মেম্বার ৮ নং ওয়ার্ড

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

  • মুক্তিযুদ্ধের এক নং সেক্টর কমান্ডার জনাব রফিকুল ইসলাম বীরউত্তম সাহেব।
  • নাছরিন জাহান চৌধুরী-উপজেলা চেয়ারম্যান-গ্রাম-উনকিলা।
  • ফরিদ উল্লাহ চৌধুরী - সাবেক উপজেলা চেয়ারম্যান -গ্রাম -উনকিলা
  • নারায়ণ চন্দ্র আচায্য-অবসরপ্রাপ্ত বাংলা শিক্ষক -গ্রাম -খাটরা

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]