বামনী ইউনিয়ন
বামনী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে বামনী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০′৫২″ উত্তর ৯০°৪৭′৫৫″ পূর্ব / ২৩.০১৪৪৪° উত্তর ৯০.৭৯৮৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
উপজেলা | রায়পুর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৭১০ |
বামনী বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রায়পুর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
বামনী ইউনিয়নের আয়তন ১২ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা[সম্পাদনা]
বামনী ইউনিয়নের জনসংখ্যা ৪০,৮৪৪ জন।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
রায়পুর উপজেলার পূর্বাংশে বামনী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে কেরোয়া ইউনিয়ন ও রায়পুর পৌরসভা, পশ্চিমে সোনাপুর ইউনিয়ন, দক্ষিণে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন এবং পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন ও উত্তর হামছাদী ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
বামনী পূর্বে ৪নং সোনাপুর ও ৬নং কেরোয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। ১৯৩৭ সালে ৭নং বামনী আলাদা ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।[২]
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
বামনী ইউনিয়ন রায়পুর উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রায়পুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৫নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বামনী
- কলাকোপা
- সাইচা
- সাগরদী
- কাঞ্চনপুর
- শিবপুর
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
- কাজির দিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- পশ্চিম সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়।
- রুস্তম আলী ডিগ্রী কলেজ।
- সামছুন্নাহার উচ্চ বিদ্যালয়।
- কাপিলাতলী উচ্চ বিদ্যালয়।
- সাইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- সাইচা আলামিন সঃ প্রাঃ বিদ্যালয়।
- বামনী আলামিন সঃ প্রাঃ বিদ্যালয়।
- কাপিলাতলী সঃ প্রাঃ বিদ্যালয়।
- বামনী দারুসুন্নাত দাখিল মাদ্রাসা।
- উত্তর সাইচা সঃ প্রাঃ বিদ্যালয়।
- কলাকোপা সঃ প্রাঃ বিদ্যালয়।
- বামনী সঃ প্রাঃ বিদ্যালয়।
হাট-বাজার[সম্পাদনা]
- কাজির দীঘির পাড় বাজার।
- চৌধুরী বাজার।
- কাপিলাতলী বাজার।
- বাংলা বাজার।
- ভূঁইয়ার হাট।
- বাঁশতলি
- কবির হাট
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- নুর মিয়া মুন্সি জামে মসজিদ।(১৮৮২)
- ঘডের গোঁজা, বামনী
- হাজি বাড়ি দিঘির পাড় , বামনী।
- রাজা জগদীশচন্দ্রের সমাধি মঠ, বামনী।
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- মোহাম্মদউল্লাহ - সাবেক রাষ্ট্রপতি।
- কর্নেল নুরুননবী - প্রতিষ্ঠাতা, মাইলস্টোন কলেজ।[৩]
- মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল করিম চৌধুরী - চেয়ারম্যান।
- মুক্তিযোদ্ধা কাজি তোফাজ্জল হোসেন - প্রাক্তন চেয়ারম্যান(সিএমবি)।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৫।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৫।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৫।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |