দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন
অবয়ব
দক্ষিণ চর আবাবিল | |
---|---|
ইউনিয়ন | |
৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০′৭″ উত্তর ৯০°৪১′৫৯″ পূর্ব / ২৩.০০১৯৪° উত্তর ৯০.৬৯৯৭২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
উপজেলা | রায়পুর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৭১৩ |
দক্ষিণ চর আবাবিল বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রায়পুর উপজেলার একটি ইউনিয়ন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]রায়পুর উপজেলার উত্তরাংশে দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে উত্তর চর আবাবিল ইউনিয়ন, দক্ষিণে উত্তর চর বংশী ইউনিয়ন, পূর্বে চর মোহনা ইউনিয়ন ও রায়পুর ইউনিয়ন এবং উত্তরে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন রায়পুর উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রায়পুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৫নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-২ এর অংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- সর্দার বাড়ি উদমারা হাইস্কুল।
- বেপারির চর প্রাথমিক বিদ্যালয়।
- সর্দার বাড়ি প্রাথমিক বিদ্যালয়।
- পাটোয়ারী বাড়ি প্রাথমিক বিদ্যালয়।
- হাদর আলী প্রাথমিক বিদ্যালয়।
- মাঝি বাড়ি প্রাথমিক বিদ্যালয়।
খাল ও নদী
[সম্পাদনা]- ডাকাতিয়া নদী
- টাকুয়ার চর খাল
হাট-বাজার
[সম্পাদনা]হাট-বাজার তালিকা,
- ১) মিতালি বাজার।
- ২) ফজু মোল্লা স্টেশন।
- ৩) চৌরাস্তা লাঠিয়াল স্টেশন।
- ৪) ক্বারী রুস্তুম আলী র. সাহেব এর স্টেশন,টাকুয়ার চর।
- ৫) সর্দার বাড়ি স্টেশন।
- ৬) আনন্দ বাজার।
- ৭) বেলপা মার্কেট।
- ৮) মিজি গো স্টেশন।
- ৯) কেম্পের হাট বাজার।
- ১০) তুলাতলি স্টেশন।ইত্যাদি
- ১১) লাঠিয়াল চৌরাস্তা ষ্টেশন
দর্শনীয় স্থান
[সম্পাদনা]দর্শনীয় স্থানসমূহ
- বেলপা মার্কেট ডাকাতিয়া ব্রীজ।
- ৯ নং দঃ চর আবাবিল ইউনিয়ন দৃশ্য।
- সর্দার বাড়ীর স্কুল।
- কেম্পের হাট মসজিদ ও স্কুল।
- টাকুয়ার চর কারী রুস্তুম আলীর মাসজিদ ও মাঠ।
- উদমারা ছ'বাড়িয়া পাঁকা পুকুর।
- উদমারা দারুস সালাম কমপ্লেক্স
- লাঠিয়াল বাড়ি জামে মসজিদ এরিয়া
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |