চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ
নাসিরাবাদ মহিলা কলেজ | |
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৫৭ |
ইআইআইএন | ১০৪৭১০ |
অধ্যক্ষ | অধ্যাপক তাহমিনা আক্তার নূর |
শিক্ষার্থী | ৬৪২১ |
ঠিকানা | জাকির হোসেন রোড, খুলশী , , ২২°২১′৪৮″ উত্তর ৯১°৪৮′৫৭″ পূর্ব / ২২.৩৬৩২৩৩° উত্তর ৯১.৮১৫৭৪৩° পূর্ব |
ভাষা | বাংলা, ইংরেজি |
অধিভুক্তি | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম (কলেজ কোড: ৩১২৫) জাতীয় বিশ্ববিদ্যালয় (কলেজ কোড: ৪৩০২) |
ওয়েবসাইট | cgwc |
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় অবস্থিত চট্টগ্রাম জেলার প্রথম সরকারি মহিলা কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৫৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত।
ইতিহাস
[সম্পাদনা]১৯৫৭ সালের পূর্বে চট্টগ্রামে মহিলাদের জন্য আলাদা কোন কলেজের ব্যবস্থা ছিলো না। তৎকালীন সময়ে চট্টগ্রাম কলেজ, কানুনগোপাড়া কলেজ এবং সাতকানিয়া সরকারি কলেজ সহ-শিক্ষার ব্যবস্থা থাকলেও আসনসংখ্যা সীমিত থাকায় মহিলাদের কলেজীয় শিক্ষার প্রসার ঘটাতে বাদশা মিয়া চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী এবং মনমোহন বিশ্বাসসহ স্থানীয় শিক্ষানুরাগীগণ মিলে ১৯৫৭ সালের ১ জুলাই বর্তমান এমইএস কলেজ চত্তরে ভিক্টোরিয়া ইসলামিক হোস্টেলে নৈশ কলেজের দিবাবিভাগে ‘‘সেন্ট্রাল গার্লস কলেজ’’ নামে মহিলাদের জন্য একটি পৃথক কলেজ স্থাপন করেন। যেটি পরবর্তীকালে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ নামে পরিচিত হয়।[১]
এই কলেজের প্রথম অধ্যাপক ছিলেন জ্ঞানতাপস যোগেশচন্দ্র সিংহ। ১৯৬১ থেকে ১৯৬২ সালের দিকে কলেজটি নাসিরাবাদ এলাকায় বর্তমান স্থানে স্থানান্তর করা হয়।
শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এইচএসসি, অনার্স কোর্স, মাস্টার্স এবং ডিগ্রী (পাস) কোর্স প্রদান করে।
অনার্স কোর্স
[সম্পাদনা]- বাংলা
- ইংরেজি
- ইসলামি ইতিহাস এবং সংস্কৃতি
- দর্শনশাস্ত্র
- রাষ্ট্রবিজ্ঞান
- সমাজবিজ্ঞান
- সামাজিক কাজ
- অর্থনীতি
- মনোবিজ্ঞান
মাস্টার্সের ফাইনাল কোর্স
[সম্পাদনা]- বাংলা
- ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি
- দর্শনশাস্ত্র
- অর্থনীতি
ডিগ্রী (পাস) কোর্স
[সম্পাদনা]- বি. এ. (পাস)
- বি. এস. এস. (পাস)
- বি. এস. সি. (পাস)
- বি. বি. এস. (পাস)
উল্লেখযোগ্য শিক্ষার্থী
[সম্পাদনা]- শিরীণ আখতার- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম ও প্রথম মহিলা উপাচার্য।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মোহাম্মদ খালেদ, সম্পাদক (নভেম্বর ১৯৯৫)। "শিক্ষা"। হাজার বছরের চট্টগ্রাম। চট্টগ্রাম: এম এ মালেক (দৈনিক আজাদী)। পৃষ্ঠা ১৯৫।
আরো দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৫৭-এ প্রতিষ্ঠিত
- চট্টগ্রাম জেলার কলেজ
- চট্টগ্রাম মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠান
- চট্টগ্রাম জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ
- ১৯৫৭-এ প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান
- ১৯৫৭-এ পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত
- বাংলাদেশের মহিলা বিশ্ববিদ্যালয় ও কলেজ
- চট্টগ্রামের সরকারি কলেজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অধিভুক্ত কলেজ
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকেন্দ্র
- বিএনসিসি-এর কর্ণফুলী রেজিমেন্টের ইউনিট