বাকলিয়া সরকারি কলেজ
প্রাক্তন নাম | চট্টগ্রাম সরকারি কমার্শিয়াল ইন্সটিটিউট |
---|---|
নীতিবাক্য | শিক্ষাই প্রগতি |
ধরন | সরকারি |
স্থাপিত | ১৯৬৬ |
অধ্যক্ষ | প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দীন খান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২৫[১] |
শিক্ষার্থী | ২,৭৩৭[১] |
ঠিকানা | এ জি রোড, রাহাত্তারপুল, বাকলিয়া , , , বাংলাদেশ |
ইআইআইএন | ১৩৪৫৯৫ |
অধিভুক্তি | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা (১৯৬৬-২০১৬) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম(২০১৬-বর্তমান) |
ওয়েবসাইট | bgcc |
বাকলিয়া সরকারি কলেজ চট্টগ্রামের বাকলিয়ায় অবস্থিত একটি সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান।[২] প্রতিষ্ঠানটি ১৯৬৬ সালে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনীতে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৬ সাল থেকে বর্তমান নামে পরিচিতি লাভ করে।[১]
প্রতিষ্ঠার ইতিহাস
[সম্পাদনা]১৯৫৯ সালের জাতীয় শিক্ষা কমিশনের[৩] নির্দেশনা অনুসারে তৎকালীন সরকার পূর্ব পাকিস্তানের ১৬টি[৪] জেলা সদরে 'গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট' স্থাপন করা সিদ্ধান্ত গ্রহণ করে[২] এবং ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা 'এউএসএইড'-এর আর্থিক ও কারিগরী সহায়তায় ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, পাবনা, বরিশাল এবং সিলেট জেলা শহরে ১৯৬৫ হতে ১৯৬৭ সালের মধ্যে এই কমার্র্শিয়াল ইনস্টিটিউটসমূহ স্থাপিত হয়।[৩]১৯৬৬ সালে চট্টগ্রামে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ২০১৬ সালের পর্যন্ত প্রতিষ্ঠানটিতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ডিআইবিএস (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস) কোর্স চালু ছিল। পরবর্তীতে বাংলাদেশ সরকার দেশের সকল কমার্শিয়াল ইনস্টিটিউটকে উন্মুক্ত করে সকল বিষয়ে পাঠদানের সুযোগ করে দেয়। সেই সুবাদে ২০১৬ এর মে মাসে গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট, চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজ-এ রূপান্তরিত হয়।
সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]সংগঠন
[সম্পাদনা]রাজনৈতিক সংগঠন
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]- সরকারি সিটি কলেজ
- হাজেরা-তজু ডিগ্রি কলেজ
- ইসলামিয়া ডিগ্রি কলেজ
- বাংলাদেশের গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউটসমূহের তালিকা
- চট্টগ্রামের কলেজসমূহের তালিকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "সংকটে বেহাল বাকলিয়া সরকারি কলেজ"। dainikazadi.net।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "বিলুপ্তির পথে গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৫।
- ↑ ক খ যুগোপযোগী হচ্ছে সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "১৬ কমার্শিয়াল কলেজের ২০ হাজার শিক্ষার্থী ভর্তির আবেদনের সুযোগ থেকে বঞ্চিত"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৫।