হাবীবুল্লাহ্ বাহার কলেজ
![]() হাবীবুল্লাহ্ বাহার কলেজ এর লোগো | |
নীতিবাক্য | জ্ঞান একতা আনে |
---|---|
প্রতিষ্ঠাতা(গণ) | মরহুম হাবিবুল্লাহ্ বাহার সাহেবের স্ত্রী আনোয়ারা বাহার চৌধুরী |
প্রতিষ্ঠিত | ১৯৬৯ |
উদ্দেশ্য | To create leader in education |
কেন্দ্রবিন্দু | স্নাতক ও স্নাতকোত্তর কলেজ |
সভাপতি | রাশেদ খান মেনন, এমপি |
অধ্যক্ষ | প্রফেসর ড. আব্দুল জব্বার মিয়া |
অবস্থান | শান্তিনগর,ঢাকা। , ঢাকা , বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°৪৪′২৬″ উত্তর ৯০°২৪′৩৮″ পূর্ব / ২৩.৭৪০৪৩৪° উত্তর ৯০.৪১০৪৬২° পূর্বস্থানাঙ্ক: ২৩°৪৪′২৬″ উত্তর ৯০°২৪′৩৮″ পূর্ব / ২৩.৭৪০৪৩৪° উত্তর ৯০.৪১০৪৬২° পূর্ব |
ওয়েবসাইট | www |
হাবীবুল্লাহ্ বাহার কলেজ ঢাকার শান্তিনগরে অবস্থিত একটি বেসরকারী স্নাতক কলেজ। সাবেক পূর্ব পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রী মরহুম হাবিবুল্লাহ্ বাহার সাহেবের স্ত্রী আনোয়ারা বাহার চৌধুরী এই কলেজটির প্রতিষ্ঠাতা। বর্তমানে এই কলেজে উচ্চ-মাধ্যমিক (বিজ্ঞান, মানবিক, ও ব্যবসায় শিক্ষা), স্নাতক (পাস) কোর্স ও ২৩ টি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ৯টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল সহ মোট ৪ টি বিষয়ে প্রফেশনাল সম্মান কোর্স চালু আছে।[১][২][৩]। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত।
ইতিহাস[সম্পাদনা]
আনোয়ারা বাহার চৌধুরী ১৯৬৯ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। তিনি সাবেক পূর্ব পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রী হাবীবুল্লাহ বাহারের স্ত্রী।
অবকাঠামো[সম্পাদনা]
কলেজটি এক একর ভূমির উপর অবস্থিত। বর্তমানে এখানে একটি ১২ তলা ভবন, একটি ৮ তলা ভবন, দুইটি পাঁচ তলা ভবন ও একটি ২ তলা ভবন রয়েছে। রয়েছে একটি বৃহৎ পুকুর। প্রায় ১৭,০০০ বইয়ে সমৃদ্ধ লাইব্রেরী রয়েছে। রয়েছে সেমিনার কক্ষ, ক্যান্টিন। ১২ তলা ও ৮ তলা ভবনে রয়েছে পৃথক লিফট। কলেজের সামনের দিকে একটি খেলার মাঠ ও একটি টেনিস কোর্ট আছে।[৪][৫]
অনুষদ ও বিভাগসমূহ[সম্পাদনা]
হাবীবুল্লাহ বাহার কলেজের অনুষদ ও বিভাগসমূহঃ
- বাংলা বিভাগ
- ইংরেজি বিভাগ
- ইতিহাস বিভাগ
- ইসলামিক স্টাডিজ বিভাগ
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
- দর্শন বিভাগ
সমাজবিজ্ঞান অনুষদ
- অর্থনীতি বিভাগ
- রাষ্ট্র বিজ্ঞান বিভাগ
- সমাজ বিজ্ঞান বিভাগ
- সমাজ কর্ম বিভাগ
- গার্হস্থ্য অর্থনীতি বিভাগ
- গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগ
ব্যবসায় শিক্ষা অনুষদ (বিবিএ)
- ব্যাচলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (প্রফেশনাল)
- বিবিএ ইন টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (প্রফেশনাল)
- ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগ
- হিসাববিজ্ঞান বিভাগ
- মার্কেটিং বিভাগ
- ব্যবস্থাপনা বিভাগ
বিজ্ঞান অনুষদ
- পদার্থ বিভাগ
- রসায়ন বিভাগ
- প্রাণরসায়ন বিভাগ
- গণিত বিভাগ
- পরিসংখ্যান বিভাগ
- প্রাণীবিদ্যা বিভাগ
- উদ্ভিদবিজ্ঞান বিভাগ
- মনোবিজ্ঞান বিভাগ
- ভূগোল ও পরিবেশ বিভাগ
- পরিবেশ বিজ্ঞান বিভাগ
প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (CSE)
মিডিয়া স্টাডিজ অনুষদ
- থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ
শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
বর্তমানে কলেজটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্পূর্ণ (২০১৩-১৪) নতুন সিলেবাসের মাধ্যমে চার (৪) বছর মেয়াদী স্নাতক(সম্মান) ও এক (১) বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। এছাড়াও তিন (৩) বছর মেয়াদী স্নাতক (পাস) কোর্স এবং চার (৪) বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্স রয়েছে।
এছাড়া বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় বিভাগে উচ্চ মাধ্যমিক কোর্সও চালু রয়েছে।
তথ্য সূত্র[সম্পাদনা]
- ↑ "National University :: College Details"। www.nubd.info। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১০।
- ↑ কলেজ ম্যাগাজিন, ২০১৫
- ↑ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd)
- ↑ "About College – HBUC" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১০।
- ↑ "Habibullah Bahar University College"। www.hbc.edu.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে হাবীবুল্লাহ্ বাহার কলেজ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |