বিষয়বস্তুতে চলুন

হাটহাজারী সরকারি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হাটহাজারী কলেজ থেকে পুনর্নির্দেশিত)
হাটহাজারী সরকারি কলেজ
হাটহাজারী সরকারি কলেজের লোগো
ধরনসরকারি
স্থাপিত১৯৬৮; ৫৭ বছর আগে (1968)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ইআইআইএন১০৪৪৬৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষঅধ্যাপক জাহিদ মাহমুদ[]
ঠিকানা
হাটহাজারী, চট্টগ্রাম
শিক্ষাঙ্গন৩.৯৫ একর
শিক্ষার্থীআনু. ৫০০০
ক্রীড়াফুটবল, ক্রিকেট
ওয়েবসাইটhathazaricollege.edu.bd
মানচিত্র

হাটহাজারী সরকারি কলেজ চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত একটি সরকারি কলেজ। এটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।[] কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।[]

২০১৭ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আদেশ অনুসারে কলেজটিকে জাতীয়করণ করা হয়।[][]

অবস্থান

[সম্পাদনা]

চট্টগ্রাম শহরের অদূরে হাটহাজারী উপজেলা সদরে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের পূর্ব পাশে ৩.৯৫ একর জমির উপর এই কলেজের অবস্থান।

ইতিহাস

[সম্পাদনা]

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরের নিকটে শিক্ষানুরাগী সুধীজন, বিভিন্ন পেশাজীবী ও জ্ঞান তাপসের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬৮ সালে হাটহাজারী কলেজ প্রতিষ্ঠা লাভ করে। নিজস্ব জমিতে অনুষদভিত্তিক ভবন ও প্রশাসনিক ভবনসহ সবুজে ঘেরা নান্দনিক পরিবেশে নতুন মহিমায় উদ্ভাসিত হয় এই কলেজ। ২০১৫ সালে কলেজকে জাতীয়করণ করার ঘোষণা দেওয়া হয়। এপ্রিল ২০১৭ সালে কলেজটি জাতীয়করণ করা হয়।

অবকাঠামো

[সম্পাদনা]

কলেজ ক্যাম্পাসের বিরাট এলাকা জুড়ে রয়েছে সুসজ্জিত ৫টি বৃহৎ ভবন। এগুলো হলো -

  • প্রশাসনিক ভবন,
  • অনার্স ভবন,
  • কলা ভবন,
  • বিজ্ঞান ভবন,
  • বিজ্ঞান ভবন-২,
  • আইটি ভবন

সেমিনার কক্ষ: অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য সুসজ্জিত সেমিনার কক্ষ রয়েছে।

  • ল্যাবরেটরি: বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিভাগে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবরেটরি।

এছাড়াও রয়েছে কেন্দ্রীয় মসজিদ।

অনুষদ এবং বিভাগসমূহ

[সম্পাদনা]

এটিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক শ্রেনিতে কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগে পাঠদান করা হচ্ছে। এছাড়াও এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫টি কোর্সে স্নাতক (সম্মান) ও ৪টি কোর্সে স্নাতক (পাস) পর্যায়ে পাঠদান ও সনদ প্রদান করে থাকে। সহ-পাঠ কার্যক্রমও এই কলেজের একটি উল্লেখযোগ্য দিক।

অনার্স(সম্মান) বিষয়সমূহ: বর্তমানে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে।হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে ১৪০টি এবং রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে ১০০টি করে আসন রয়েছে।

ডিগ্রি (পাস) বিষয়সমূহ: এখানে বিএ, বিএসএস, বিএসসি ও বিবিএস বিষয়ে ডিগ্রি কোর্স চালু আছে।

সহশিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

কলেজ ক্যাম্পাসের পার্শ্বে আছে একটি বিস্তৃত খেলার মাঠ। এতে ছাত্ররা ফুটবল, ক্রিকেটসহ সকল আউটডোর গেমস-এ অংশগ্রহণ করতে পারে। তাছাড়া ঐতিহাসিক পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্‌যাপন এবং ক্রীড়ানুষ্ঠান কলেজের পাঠ্যক্রমে বহির্ভূত কার্যক্রমের একটা উল্লেখ্যযোগ্য দিক। শৃংখলা ও দায়িত্ববোধ অর্জনের জন্য কলেজে রোভার স্কাউটবিএনসিসি ক্যাডেট হিসেবে যোগদানের সুযোগ আছে।

সংগঠন

[সম্পাদনা]

স্বেচ্ছাসেবক

[সম্পাদনা]

শিক্ষার্থী সংগঠন

[সম্পাদনা]

হিসাববিজ্ঞান ফোরাম: ঐতিহাসিক পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ইভেন্ট পরিচালনা করে থাকে।

বিবিধ

[সম্পাদনা]

ক্লাসে উপস্থিতি: ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিতির ব্যাপারে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাবোর্ডের বিধি বিধান কঠোরভাবে প্রয়োগ করা হয়। ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিতি থাকা বাধ্যতামূলক।

পরীক্ষা: সাময়িক, বার্ষিক ও নির্বাচনী পরীক্ষাসমূহে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ বাধ্যতামূলক। টিউটোরিয়াল ও ক্লাস টেস্ট এ কলেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

নির্ধারিত পোশাক: অনার্স কোর্সের ছাত্রদের মেরুন কালার শার্ট, ডিগ্রী পাস কোর্সের ছাত্রদের কালো শার্ট, উচ্চ মাধ্যমিক ছাত্রদের সাদা শার্ট ও কালো ফুল প্যান্ট এবং ছাত্রীদের সাদা এপ্রোন পরা বাধ্যতামূলক। এছাড়াও মূল গেটের ভিতরে প্রবেশের সময় পরিচয়পত্র বহন করা আবশ্যক।

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "হাটহাজারী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ" 
  2. "হাটজাজারী কলেজ" 
  3. "হাটহাজারী কলেজে অনার্স লেভেল"। ৭ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৬ 
  4. "শিক্ষা মন্ত্রণালয়"moedu.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১২-৩০ 
  5. "জাতীয়করণ হলো যে ২৭১ কলেজ (তালিকা)"Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২৪-১২-৩০