ভেড়ামারা সরকারি কলেজ
ভেড়াডেম কলেজ | |
প্রাক্তন নামসমূহ | ভেড়ামারা কলেজ |
---|---|
ধরন | সরকারি |
স্থাপিত | ১৯৬৫ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ইআইআইএন | ১১৭৪৯৭ |
অধ্যক্ষ | মোঃ খলিল উল্লাহ্ |
অবস্থান | , ৭০৪০ , ২৪°০১′৩১″ উত্তর ৮৮°৫৯′২০″ পূর্ব / ২৪.০২৫৩৩০° উত্তর ৮৮.৯৮৮৯৭৭° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে, ১০.৮৩ একর (৪৩,৮০০ মি২) |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, |
ওয়েবসাইট | bheramaragovtcollege |
ভেড়ামারা সরকারি কলেজ বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার প্রাণকেন্দ্রে সুন্দর ও মনোরম পরিবেশে প্রায় ১০ একর ৪১ শতক জমির উপর কলেজটি অবস্থিত। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। পহেলা জুলাই, ১৯৬৫ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়।
ইতিহাস
[সম্পাদনা]ভেড়ামারা উপজেলার শিক্ষার উন্নয়ের চিন্তা থেকে স্থানীয় শিক্ষনুরাগী ও সমাজহিতৈষী ব্যাক্তিগনের মহতী উদ্যাগে ১৯৬৫ সালে ভেড়ামারা কলেজে প্রতিষ্ঠা লাভ করে। ২০২২ সালের ২৬ জানুয়ারি ভেড়ামারার এই ঐতিহ্যবাহী কলেজটির সরকারিকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
যশোর শিক্ষাবোর্ডের উচ্চ মাধ্যমিকে প্রথম স্বীকৃতির তারিখ ১ জুলাই, ১৯৬৫।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রথম অধিভূক্তির তারিখ হচ্ছে ৫ আগস্ট, ১৯৭০ (বিএ, বিকম) এবং বিএসসি শাখার অধিভূক্তির তারিখ হচ্ছে ২৫ জুলাই, ১৯৭৬।
উচ্চ মাধ্যমিক ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শিক্ষাক্রমের প্রথম স্বীকৃতির তারিখ হচ্ছে ১০ জুলাই, ২০০৩।
উচ্চ মাধ্যমিক ও স্নাতক সত্মর প্রথম এমপিও ভূক্তির তারিখ হচ্ছে ১ সেপ্টেম্বর, ১৯৮৫ এবং বিএম শাখার প্রথম এমপিও ভূক্তির তারিখ হচ্ছে ১ মে, ২০১০।
স্নাতক সম্মান শিক্ষাকার্যক্রম প্রথম অধিভূক্তি লাভ করে ২০১২ সালে।[১]
বিভাগ সমূহ
[সম্পাদনা]- উচ্চ মাধ্যমিক শাখা
- বিজ্ঞান
- ব্যবসায় শিক্ষা
- মানবিক শাখা
- ডিগ্রী শাখা
- বিএসসি (পাস)
- বি.কম (পাস)
- বিএসএস (পাস)
- বিত্র (পাস)
- স্নাতক শাখা
- স্নাতকোত্তর শাখা
সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]- বিজ্ঞান গবেষণাগার
- লাইব্রেরী ও পাঠকক্ষ
- কম্পিউটার ল্যাবরেটরী
- ক্রীড়া প্রতিযোগিতা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
- জাতীয় দিবস পালন
- বার্ষিক শিক্ষা সফর
চিত্রশালা
[সম্পাদনা]-
অনার্স ভবন
বহিঃসংযোগ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কলেজের ইতিহাস"। দাপ্তরিক ওয়েবসাইট। ২০২৪-০২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০১।