পার্বতীপুর সরকারি কলেজ
অবয়ব
![]() | |
প্রাক্তন নামসমূহ | পার্বতীপুর ডিগ্রী কলেজ |
---|---|
ধরন | সরকারি কলেজ |
স্থাপিত | ১ জুলাই ১৯৬৪ |
ইআইআইএন | ১২১০৫৯ |
অধ্যক্ষ | গোলাম রসুল |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২১ |
শিক্ষার্থী | ১৪৮৬ (২০২৪) |
স্নাতক | ৭৯৭ |
অন্যান্য শিক্ষার্থী | ৬৮৯ |
ঠিকানা | নতুন কলোনি , , ৫২৫০ , |
শিক্ষাঙ্গন | ৩ একর |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় দিনাজপুর শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | parbatipurgovtcollege.edu.bd |
![]() |
পার্বতীপুর সরকারি কলেজ (পূর্বনাম: পার্বতীপুর ডিগ্রি কলেজ) হচ্ছে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা সদরে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।
ইতিহাস
[সম্পাদনা]পার্বতীপুর ডিগ্রি কলেজ শিক্ষার উন্নয়নের চিন্তা থেকে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিগনের মহতী উদ্যাগে ১৯৭২ সালে প্রতিষ্ঠা লাভ করে।
বর্ণনা
[সম্পাদনা]কলেজটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা এলাকায় অবস্থিত। কলেজে সকল ধর্মের বালক বালিকাদের অধ্যয়নের সুয়োগ রয়েছে। কলেজটি চারটি ভবন নিয়ে গঠিত। কলেজের সামনে রয়েছে একটি প্রশস্ত খেলার মাঠ।
উপলব্ধ কোর্স
[সম্পাদনা]বর্তমানে কলেজটিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিকের বিজ্ঞান, মানবিক ও ব্যবস্যা বিভাগ চালু আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পাস কোর্স চালু আছে।[১]
- উচ্চ মাধ্যমিক
- বিজ্ঞান
- মানবিক
- বাণিজ্য
- ব্যাচেলর ডিগ্রি (পাস) কোর্স
- বিএ (পাস)
- বিএসএস (পাস)
- বিএসসি (পাস)
- বিবিএস (পাস)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "National University :: College Details"। www.nubd.info। ২০২৪-১১-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-১১-২১।