আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ
ধরন | বেসরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৯১ ইং |
প্রতিষ্ঠাতা | আলহাজ্ব হেলাল হুমায়ূন |
অধ্যক্ষ | হারুনর রশীদ |
অবস্থান | |
শিক্ষাঙ্গন | গ্রামীণ |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | http://alhelalsat.edu.bd |
আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
অবস্থান
[সম্পাদনা]আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের তালগাঁও গ্রামে অবস্থিত।[১]
অবকাঠামো
[সম্পাদনা]আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ ৩ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত।[২] এই কলেজে ছাত্র ছাত্রীদের জন্য আলাদা মিলনায়তন রয়েছে। আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজে একটি পাঠাগার রয়েছে। যেখানে ছাত্র ছাত্রীরা ক্লাস বিরতি সময়ে পাঠাগারের বই-গ্রন্থ পড়তে পারেন। এছাড়াও এতে মাসিক ম্যাগাজিন রাখা হয়।[৩]
ইতিহাস
[সম্পাদনা]১৯৯১ সালে আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়।[৩] ১৯শে সেপ্টেম্বর ১৯৯১ তারিখে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা এম.ই.এস স্কুল মিলনায়তনে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। এই কলেজের স্বপ্নদ্রষ্টা চট্টগ্রাম ইউনানী তিব্বিয়া কলেজের প্রতিষ্ঠাতা কবি ও সাহিত্যিক হাকীম মাওলানা ইসমাঈল হিলালীর সন্তান সাংবাদিক হেলাল হুমায়ুনের দান করা জায়গার উপর কলেজটি প্রতিষ্ঠিত হয়।[৩] ১৯৯১ সালের অক্টোবরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এ.এম. জহির উদ্দীন খান কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।[৪] ১ জানুয়ারি ১৯৯৪ইং থেকক কলেজটি এম.পি.ও ভুক্তি লাভ করে। পরবর্তীতে ১৯৯৮ সালের ১ জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিগ্রি (পাস) কোর্সের অধিভুক্তি লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজের ক্যাম্পাস সম্পূর্ণ রাজনীতি মুক্ত। একাডেমিক শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৬ ও ২০০৩, ২০১৯ এ কলেজটি উপজেলা পর্যায়ে সাতকানিয়া উপজেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়। ফলাফলের দিক দিয়ে এ কলেজ ডিগ্রি পর্যায়ে সাফল্যের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভাল ফলাফল করে আসছে।[৫][৪]
ব্যবস্থাপনা
[সম্পাদনা]আল হেলাল আদর্শ কলেজ পরিচালনার জন্য একটি কলেজ গভর্নিং বডি রয়েছে। যেটি কলেজের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। গভর্নিং বডির বর্তমান সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য রিজিয়া রেজা চৌধুরী।[৫]
শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]আল হেলাল কলেজে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয়। কলেজটিতে একাদশ দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদান করা হয়ে থাকে। এছাড়াও, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএস ও বিএসএস কোর্সেও পাঠদান করা হচ্ছে।[২] মূল শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কলেজটিতে বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও কলেজটি একটি রাজনীতিমুক্ত ক্যাম্পাস।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "college - চরতী ইউনিয়ন-"। charatiup.chittagong.gov.bd।
- ↑ ক খ "Al Helal Adarsha College"। nubd.info। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৩।
- ↑ ক খ গ "আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ, Al Helal Adarsha Degree College"। alhelalsat.edu.bd। ১৭ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৮।
- ↑ ক খ "আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ, Al Helal Adarsha Degree College"। alhelalsat.edu.bd। ৭ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৮।
- ↑ ক খ "আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ সাতকানিয়া উপজেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২।