বিষয়বস্তুতে চলুন

আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আল-হেলাল আদর্শ ডিগ্রি কলেজ থেকে পুনর্নির্দেশিত)
আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ
কলেজের লোগো
ধরনবেসরকারি কলেজ
স্থাপিত১৯৯১ ইং
প্রতিষ্ঠাতাআলহাজ্ব হেলাল হুমায়ূন
অধ্যক্ষহারুনর রশীদ
অবস্থান
শিক্ষাঙ্গনগ্রামীণ
ভাষাবাংলা
ওয়েবসাইটhttp://alhelalsat.edu.bd
মানচিত্র

আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

অবস্থান

[সম্পাদনা]

আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের তালগাঁও গ্রামে অবস্থিত।[]

অবকাঠামো

[সম্পাদনা]

আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ ৩ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত।[] এই কলেজে ছাত্র ছাত্রীদের জন্য আলাদা মিলনায়তন রয়েছে। আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজে একটি পাঠাগার রয়েছে। যেখানে ছাত্র ছাত্রীরা ক্লাস বিরতি সময়ে পাঠাগারের বই-গ্রন্থ পড়তে পারেন। এছাড়াও এতে মাসিক ম্যাগাজিন রাখা হয়।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৯১ সালে আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়।[] ১৯শে সেপ্টেম্বর ১৯৯১ তারিখে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা এম.ই.এস স্কুল মিলনায়তনে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। এই কলেজের স্বপ্নদ্রষ্টা চট্টগ্রাম ইউনানী তিব্বিয়া কলেজের প্রতিষ্ঠাতা কবি ও সাহিত্যিক হাকীম মাওলানা ইসমাঈল হিলালীর সন্তান সাংবাদিক হেলাল হুমায়ুনের দান করা জায়গার উপর কলেজটি প্রতিষ্ঠিত হয়।[] ১৯৯১ সালের অক্টোবরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এ.এম. জহির উদ্দীন খান কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।[] ১ জানুয়ারি ১৯৯৪ইং থেকক কলেজটি এম.পি.ও ভুক্তি লাভ করে। পরবর্তীতে ১৯৯৮ সালের ১ জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিগ্রি (পাস) কোর্সের অধিভুক্তি লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজের ক্যাম্পাস সম্পূর্ণ রাজনীতি মুক্ত। একাডেমিক শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৬ ও ২০০৩, ২০১৯ এ কলেজটি উপজেলা পর্যায়ে সাতকানিয়া উপজেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়। ফলাফলের দিক দিয়ে এ কলেজ ডিগ্রি পর্যায়ে সাফল্যের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভাল ফলাফল করে আসছে।[][]

ব্যবস্থাপনা

[সম্পাদনা]

আল হেলাল আদর্শ কলেজ পরিচালনার জন্য একটি কলেজ গভর্নিং বডি রয়েছে। যেটি কলেজের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। গভর্নিং বডির বর্তমান সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য রিজিয়া রেজা চৌধুরী।[]

শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

আল হেলাল কলেজে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয়। কলেজটিতে একাদশ দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদান করা হয়ে থাকে। এছাড়াও, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএস ও বিএসএস কোর্সেও পাঠদান করা হচ্ছে।[] মূল শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কলেজটিতে বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও কলেজটি একটি রাজনীতিমুক্ত ক্যাম্পাস।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "college - চরতী ইউনিয়ন-"charatiup.chittagong.gov.bd 
  2. "Al Helal Adarsha College"nubd.info। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৩ 
  3. "আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ, Al Helal Adarsha Degree College"alhelalsat.edu.bd। ১৭ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৮ 
  4. "আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ, Al Helal Adarsha Degree College"alhelalsat.edu.bd। ৭ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৮ 
  5. "আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ সাতকানিয়া উপজেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২