ঢাকা দক্ষিণ সরকারি কলেজ, সিলেট
ঢাকা দক্ষিণ সরকারি কলেজ বা ঢাকা দক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজ হলো সিলেটের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি সিলেট এর গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকার পশ্চিম বাজার (পশিম বাজার) এর পাশ্ববর্তী স্থানে অবস্থিত। [১][২][৩]
চিত্র:Dhakadakshin Government College.jpg
ঢাকা দক্ষিণ সরকারি কলেজ, বা ঢাকা দক্ষিন বিশ্ববিদ্যালয় কলেজ সিলেট
স্থাপিত | ০১ জুন ১৯৬৯ |
---|---|
অবস্থান |
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৬৯ |
অধ্যক্ষ | আব্দুর রহিম (ভারপ্রাপ্ত) |
প্রশাসনিক কর্মকর্তা | পদ খালি |
শিক্ষার্থী | প্রায় ৪০০০ |
স্নাতক | অর্থনীতি;রাষ্ট্রবিজ্ঞান;ইংরেজি;বাংলা; হিসাব বিজ্ঞান; গনিত, এবং পাস (বিএ; বিএসএস, বিবিএস) |
ঠিকানা | ঢাকাদক্ষিণ,গোলাপগঞ্জ, সিলেট , বাংলাদেশ |
রঙসমূহ | নীল এবং সাদা; |
সংক্ষিপ্ত নাম | DDC |
অধিভুক্তি | বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | WWW.DHAKADAKSHINDC.COM[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] |
[৪] ঢাকা দক্ষিণ সরকারি কলেজে উল্লেখযোগ্য ছাত্র সংগঠন হচ্ছে ঢাকা দক্ষিণ কলেজ ছাত্রলীগ
যার মধ্যে একটি উল্লেখযোগ্য গ্রুপ হচ্ছে - নাহিদ গ্রুপ
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "National University :: College Details"। www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৪।
- ↑ Hossen, Azad। "Sylhet Board All College List with EIIN & all Govt College - wikilogy" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৪।
- ↑ "Dhaka Dakshin Degee College - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৪।
- ↑ "সিলেট জেলা ছাত্রলীগ"। www.facebook.com। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৫।