ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ
![]() | |
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৬৭ |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১০০ এর অধিক |
ঠিকানা | গাজীপুর চৌরাস্তা, , , |
শিক্ষাঙ্গন | শহর |
সংক্ষিপ্ত নাম | ভ.ব.স.ক |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | www |
![]() |
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, যা ভাওয়াল কলেজ নামে অধিক পরিচিত। এটি গাজীপুর চৌরাস্তার নিকটবর্তী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত। ১৯৬৭ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮০ সালে একে সরকারী কলেজ হিসেবে ঘোষণা করা হয়। কলেজটির প্রতিষ্ঠাতা হলেন জনাব বদরে আলম এবং কলেজটির প্রথম অধ্যক্ষ ছিলেন জনাব কে. এম. আব্দুস সালাম।
অবস্থান[সম্পাদনা]
ইতিহাস[সম্পাদনা]
গাজীপুর জেলার শিক্ষানুরাগীদের ঐকান্তিক প্রচেষ্টায় অত্র এলাকায় উচ্চ শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রথম “ভাওয়াল কলেজ” নামে উক্ত কলেজটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে চান্দনা গ্রামের শিক্ষানুরাগী দানবীর ও সমাজহিতৈষী জনাব বদরে আলম সাহেবের ১০০০০০ (এক লক্ষ) টাকা অনুদানের প্রেক্ষিতে তার নামে কলেজটির নামকরণ করা হয-“ভাওয়াল বদরে আলম কলেজ”। যার বর্তমান নাম “ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ”। অত্র কলেজ টি ০১/০৭/১৯৬৭ খ্রি. প্রতিষ্ঠিত হয় এবং ০১/০৩/১৯৮০ খ্রি. তারিখে সরকারি করণ করা হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫০০০ (পঁচিশ হাজার) আর জমির পরিশন ২১.৭৫ একর। অত্র প্রতিষ্ঠানটি ১৭ টি শিক্ষক নিয়ে পরিচালিত হয়। বর্তমানে ১০০ জনের উপরে শিক্ষক আছে। বর্তমানে কলেজটিতে ১৭ বিভাগ রয়েছে। [১]
বিভাগ ও অনুষদসমূহ[সম্পাদনা]
- বিজ্ঞান অনুষদ
- রসায়ন বিভাগ
- পদার্থবিজ্ঞান বিভাগ
- গণিত বিভাগ
- উদ্ভিদবিজ্ঞান বিভাগ
- রসায়ন বিভাগ
- কলা ও সমাজবিজ্ঞান অনুষদ
- ইংরেজি বিভাগ
- বাংলা বিভাগ
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
- সমাজকর্ম বিভাগ
- ইসলামিক স্টাডিজ
- অর্থনীতি
- বাণিজ্য অনুষদ
- হিসাববিজ্ঞান বিভাগ
- ব্যবস্থাপনা বিভাগ
- উচ্চমাধ্যমিক শ্রেণী
- বিজ্ঞান অনুষদ
- বিজ্ঞান
- বাণিজ্য ও
- মানবিক
তথ্য ও উপাত্ত[সম্পাদনা]
প্রশাসনিক, পরিকাঠামো ও অন্যান্য তথ্য-উপাত্ত[সম্পাদনা]
কলেজ কোড: ৫৫০১ [১];
ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা [২][সম্পাদনা]
- শিক্ষক-শিক্ষিকার পদসংখ্যা: ১১৪ টি,
- শিক্ষক-শিক্ষিকার শূণ্যপদ: ০৫ টি,
- অধ্যাপক/অধ্যাপিকা: ০৩ জন,
- সহযোগী অধ্যাপক/অধ্যাপিকা: ২৬ জন,
- সহকারী অধ্যাপক/অধ্যাপিকা: ৩৬ জন,
- প্রভাষক: ৪৩ জন,
- ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী সংখ্যা: ১৮০০ জন।
ভর্তি প্রক্রিয়া[সম্পাদনা]
এই কলেজ সাধারণত ২ লেভেলের। একটি ইন্টারমিডিয়েট যেটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড এর মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। অন্যটি হলো, অনার্স এবং মাষ্টার্স লেভেলের যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়ন্ত্রিত।
এই কলেজে ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ভর্তি হতে হয়ে। কলেজে নিজস্ব কোন ভর্তি পরীক্ষার ব্যাবস্থা নেই।
ছাত্র সংগঠণ সমূহ[সম্পাদনা]
- বাংলাদেশ ছাত্রলীগ
- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
- বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট
- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ প্রোফাইল" (ইংরেজি ভাষায়)। ১১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭।
- ↑ "তথ্য: ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের অফিসিয়াল ওয়েবসাইট" (ইংরেজি ভাষায়)। ২১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭।