সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ

স্থানাঙ্ক: ২৩°২৩′৩২″ উত্তর ৮৮°৫৬′২২″ পূর্ব / ২৩.৩৯২২২৭° উত্তর ৮৮.৯৩৯৫৬১° পূর্ব / 23.392227; 88.939561
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ
নীতিবাক্যএসো জ্ঞানের সন্ধানে ফিরে যাও দেশের কল্যাণে
ধরনসরকারি কলেজ
স্থাপিত১ ডিসেম্বর ১৯৯৯, সরকারিকরণ ২০১৩ সাল
অধ্যক্ষপ্রফেসর মো. রফি উদ্দীন (অধ্যক্ষ)
শিক্ষার্থীপ্রায় ২ হাজার
ঠিকানা
খালিশপুর বাজার
, , ,
৭৩৪০
,
২৩°২৩′৩২″ উত্তর ৮৮°৫৬′২২″ পূর্ব / ২৩.৩৯২২২৭° উত্তর ৮৮.৯৩৯৫৬১° পূর্ব / 23.392227; 88.939561
শিক্ষাঙ্গনগ্রামীন
ওয়েবসাইটhttps://gbshrdc.edu.bd/
মানচিত্র

সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে কলেজটি উচ্চ মাধ্যমিক, স্নাতক, সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণীতে বিভিন্ন বিষয়ে পাঠ দান করা হয়।

ইতিহাস[সম্পাদনা]

১৯৯৯ সালে ১ ডিসেম্বর বাংলাদেশের খুলনা বিভাগের, ঝিনাইদহ জেলার, মহেশপুর উপজেলার অন্তর্গত খালিশপুর বাজারে কলেজটি প্রতিষ্ঠিত হয়।[১] ২০১৩ সালে কলেজটি সরকারিকরণ করা হয়।[১] বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান এর নাম অনুসারে কলেজটির নামকরণ করা হয়।[২] কলেজ ক্যাম্পাসে রয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান গ্রন্থগার ও স্মৃতি জাদুঘর। ২০০৭ সালে খালিশপুরে সরকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান  গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ করে।[৩] কলেজের পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। নদের পাশে ও কলেজের সামনের অংশে রয়েছে ৩৭ বিঘা খাস জমি। এখানে আছে একটি কুঠি বাড়ি যা নীলকুঠি নামে পরিচিত। কুঠি বাড়ির চার পাশে রয়েছে শত বছরের বড় বড় আম গাছ। এখানে ছিলো গাড়ি রাখা ও বৈকালীন অবকাশ যাপনের যায়গা। এগুলো আঠারো শতকে নির্মিত হয়েছিল।

শিক্ষাকার্যক্রম[সম্পাদনা]

বর্তমানে উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যক্রমও চালু রয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে হতে অনার্স কোর্স চালু হয়।[৪]

সামাজিক বিজ্ঞান অনুষদ:

  • রাষ্ট্রবিজ্ঞান

কলা অনুষদ:

  • বাংলা বিভাগ

ব্যবসায় শিক্ষা অনুষদঃ

  • ম্যানেজমেন্ট

বর্তমান শিক্ষার্থী ও পরিকাঠামো[সম্পাদনা]

বর্তমানে কলেজটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ হাজার।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সরকারি হচ্ছে ১২টি কলেজ"banglanews24.com। ২০১১-০৬-২১। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৩ 
  2. "হামিদুর রহমান"উইকিপিডিয়া। ২০২১-০৯-০৪। 
  3. প্রতিনিধি, ঝিনাইদহ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ"bangla.bdnews24.com। ২০২১-১১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৩ 
  4. "সরকারি-বীরশ্রেষ্ঠ-শহীদ-হামিদুর-রহমান-ডিগ্রি-কলেজ,-মহেশপুর,-ঝিনাইদহ-এ-বিভিন্ন-বিষয়ে-২০১৭-১৮-শিক্ষাবর্ষে-হতে-অনার্স-কোর্স-প্রবতন।-"www.shed.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৩