শহীদ স্মৃতি সরকারি কলেজ
![]() | |
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৬৭ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | প্রফেসর মোঃ ইদ্রিস আলী (০০৯৭৫১) [১] |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৪০ জন |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ২৩ জন |
শিক্ষার্থী | প্রায় ১০,০০০ জন |
অবস্থান | , ২২১০ , |
শিক্ষাঙ্গন | নগর, ৫ একর |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
শহীদ স্মৃতি সরকারি কলেজ ময়মনসিংহ-এর মুক্তাগাছায় অবস্থিত, যা বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত।
ইতিহাস[সম্পাদনা]
শহীদ স্মৃতি সরকারি কলেজটি ময়মনসিংহের জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত। কলেজটি ১৯৬৭ খ্রিষ্টাব্দে মুক্তাগাছা রাজবাড়ি ভবনের একাংশে প্রতিষ্ঠিত হয়। ১৯৮০ খ্রিষ্টাব্দে এটিকে সরকারি কলেজ হিসেবে ঘোষণা করা হয়।[২] বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। এবং সকল কোর্স মিলে কলেজটিতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী রয়েছে।
শিক্ষণীয় কোর্স[সম্পাদনা]
উচ্চ মাধ্যমিক[সম্পাদনা]
- বিজ্ঞান
- মানবিক
- ব্যবসায় শিক্ষা
স্নাতক (পাস)[সম্পাদনা]
- ৬০০১ - বি.এ. (পাস)
- ৬০০২ - বি.এস.এস. (পাস)
- ৬০০৪ - বি.বি.এস. (পাস)
স্নাতক (সম্মান)[সম্পাদনা]
- ১০০১ - বাংলা
- ১১০১ - ইংরেজি
- ১৯০১ - রাষ্ট্রবিজ্ঞান
- ২১০১ - সমাজকর্ম
- ২২০১ - অর্থনীতি
- ২৫০১ - অ্যাকাউন্টিং
- ২৬০১ - ব্যবস্থাপনা[৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Principal Speech"। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১২।
- ↑ "শহীদ স্মৃতি সরকারি কলেজ অধক্ষের কাজলকোঠা পরিদর্শন"। নভেম্বর ১৯, ২০১৯। সংগ্রহের তারিখ মার্চ ১২, ২০২০।
- ↑ "শহীদ স্মৃতি সরকারি কলেজ"।
বহিঃসংযোগ[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে শহীদ স্মৃতি সরকারি কলেজ সংক্রান্ত মিডিয়া রয়েছে।