শহীদ স্মৃতি সরকারি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শহীদ স্মৃতি সরকারি কলেজ
শহীদ স্মৃতি সরকারি কলেজের লোগো.jpg
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৬৭; ৫৬ বছর আগে (1967)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষপ্রফেসর মোঃ ইদ্রিস আলী (০০৯৭৫১) [১]
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৪০ জন
প্রশাসনিক ব্যক্তিবর্গ
২৩ জন
শিক্ষার্থীপ্রায় ১০,০০০ জন
অবস্থান,
২২১০
,
শিক্ষাঙ্গননগর, ৫ একর
ভাষাবাংলা
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

শহীদ স্মৃতি সরকারি কলেজ ময়মনসিংহ-এর মুক্তাগাছায় অবস্থিত, যা বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত।

ইতিহাস[সম্পাদনা]

শহীদ স্মৃতি সরকারি কলেজের তথ্য

শহীদ স্মৃতি সরকারি কলেজটি ময়মনসিংহের জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত। কলেজটি ১৯৬৭ খ্রিষ্টাব্দে মুক্তাগাছা রাজবাড়ি ভবনের একাংশে প্রতিষ্ঠিত হয়। ১৯৮০ খ্রিষ্টাব্দে এটিকে সরকারি কলেজ হিসেবে ঘোষণা করা হয়।[২] বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। এবং সকল কোর্স মিলে কলেজটিতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী রয়েছে।

শিক্ষণীয় কোর্স[সম্পাদনা]

উচ্চ মাধ্যমিক[সম্পাদনা]

  • বিজ্ঞান
  • মানবিক
  • ব্যবসায় শিক্ষা

স্নাতক (পাস)[সম্পাদনা]

  • ৬০০১ - বি.এ. (পাস)
  • ৬০০২ - বি.এস.এস. (পাস)
  • ৬০০৪ - বি.বি.এস. (পাস)

স্নাতক (সম্মান)[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Principal Speech"। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১২ 
  2. "শহীদ স্মৃতি সরকারি কলেজ অধক্ষের কাজলকোঠা পরিদর্শন"। নভেম্বর ১৯, ২০১৯। সংগ্রহের তারিখ মার্চ ১২, ২০২০ 
  3. "শহীদ স্মৃতি সরকারি কলেজ" 

বহিঃসংযোগ[সম্পাদনা]