ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
![]() | |
স্থাপিত | ১৯৪৮ |
---|---|
অধ্যক্ষ | প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ |
শিক্ষার্থী | ১৫২২৮ (২০২২-২০২৩) |
অবস্থান | , ২৩°৫৮′০২″ উত্তর ৯১°০৬′৪৬″ পূর্ব / ২৩.৯৬৭২১১° উত্তর ৯১.১১২৮৪৭° পূর্ব |
শিক্ষাঙ্গন | ৬.৭২ একর |
পোশাকের রঙ | লাল, সাদা |
ওয়েবসাইট | http://bgc.edu.bd/ |
![]() |
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ব্রাহ্মণবাড়িয়ার একটি শীর্ষস্থানীয় এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন হতে পূর্ব দিকে ২০০ গজ দূরে কলেজটি অবস্থিত। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত।
প্রতিষ্ঠার পটভূমি[সম্পাদনা]
১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সৈন্যরা ফেনী কলেজে অবস্থান নেয়। তখন কয়েক বছরের জন্য অস্থায়ীভাবে ফেনী কলেজকে ফেনী থেকে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানান্তর করা হয়।[১] যুদ্ধ শেষে উক্ত কলেজটি আবার ফেনীতে ফিরে যায়। পরবর্তীতে সেখানে ওই অবকাঠামোর ওপরই ১৯৪৮ সালে[২] এলাকার গুণীব্যক্তিদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া কলেজ বেসরকারিভাবে স্থাপিত হয় এবং ১৯৭৯ সালে কলেজটি জাতীয়করণ হয় । প্রাথমিক পর্যায়ে কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস কোর্স চালু হয় । ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষ হতে গণিত ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স শুরু হয় । ধীরে ধীরে কলেজটিতে আরো ১২ টির অধিক বিষয়ে অনার্স , মাস্টার্স কোর্স চালু করা হয় [৩]।
অবকাঠামো[সম্পাদনা]
অনুষদ ও বিষয়[সম্পাদনা]
- স্নাতক( সম্মান) কোর্সঃ ১৫ টি বিষয়
- স্নাতকোত্তর কোর্সঃ রাষ্ট্রবিজ্ঞান ও গণিত
- মাস্টার্স প্রিলিমিনারি কোর্সঃ রাষ্ট্রবিজ্ঞান
- কলা অনুষদঃ বাংলা, ইংরেজি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা ও ইতিহাস।
- সামাজিক বিজ্ঞান অনুষদঃ রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞান।
- বিজ্ঞান অনুষদঃ পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান।
- ব্যবসায় শিক্ষা অনুষদঃ হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা।
কলেজ ভবন[সম্পাদনা]
- সাতটি একাডেমিক ভবন
- একটি প্রশাসনিক ভবন
- চারটি হোস্টেল (পরিত্যক্ত ১টি)
- একটি মসজিদ
- একটি শিক্ষক মিলনায়তন
- দুইটি অধ্যক্ষের বাসভবন
- একটি শিক্ষক ডরমিটরী
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "তিন প্রজন্মের কলেজ"। সংগ্রহের তারিখ ২০১৭-০১-২৯।
- ↑ "ব্রাহ্মণবাড়ীয়া জেলা"। বাংলাপিডিয়া।
- ↑ "ইতিহাস"। www.brahmanbaria.gov.bd। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "এক নজরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ"। bgc.edu.bd/। ১১ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৫।
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |