সরকারি রাজেন্দ্র কলেজ
![]() | |
ধরন | সরকারী কলেজ |
---|---|
স্থাপিত | ১৯১৮ |
অধ্যক্ষ | প্ৰফেসর শ্রী অসীম কুমার সাহা (২৯ সেপ্টেম্বর ২০২১- বর্তমান) |
অবস্থান | , বাংলাদেশ ২৩°৩৬′১৫″ উত্তর ৮৯°৫০′৩১″ পূর্ব / ২৩.৬০৪০৮৭° উত্তর ৮৯.৮৪২০৩২° পূর্ব |
শিক্ষাঙ্গন | ২টি |
সংক্ষিপ্ত নাম | স.রা.ক. |
অধিভুক্তি | বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | http://www.rajendracollege.edu.bd/ |
![]() |
সরকারি রাজেন্দ্র কলেজ দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজ ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের ফরিদপুর জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ফরিদপুর জেলা শহরে অবস্থিত।
অবস্থান[সম্পাদনা]
ফরিদপুর শহর থেকে ২ কিলোমিটার পূর্বে রাজেন্দ্র কলেজের মূল ক্যাম্পাস অবস্থিত। শাখা পদ্মা নদীর পশ্চিম প্রান্তে মোট প্রায় ৫৪.০১ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে সরকারি রাজেন্দ্র কলেজের মূল ক্যাম্পাস। রাজধানী ঢাকা থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সরকারি রাজেন্দ্র কলেজের অবস্থান।
ইতিহাস[সম্পাদনা]
ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ফরিদপুরে একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভূত হয় । কেননা এ সময় ফরিদপুর জেলায় ৩৫টি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে । ফরিদপুর জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম করতে ফরিদপুর শহরে একটি কলেজ প্রতিষ্ঠার দাবি উপস্থাপিত হয় । কিন্তু স্থানীয় প্রশাসন বিষয়টির গুরুত্ব অনুধাবনে ব্যর্থ হন ।
১৫ নভেম্বর ১৯১৫ সালে অম্বিকাচরণ মুজমদার ফরিদপুরের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সভা করে ফরিদপুর শহরে একটা ২য় গ্রেডের কলেজ স্থাপনের রূপরেখা প্রণয়নের জন্য কমিটি গঠন করেন। উক্ত কমিটি কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য ৮০ হাজার টাকার প্রাথমিক তহবিল গঠনের সুপারিশ করে। শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের নিকট হতে মাত্র ৪০ হাজার টাকা সংগৃহীত হয়। বাকি টাকার জন্য অম্বিকাচরণ ভাবতে থাকেন। তিনি ফরিদপুর জেলার বাইশরশির জমিদার রমেশ নারায়ণ রায় চৌধুরীর নিকট আর্থিক সহায়তার বিষয়টি উত্থাপন করেন। রমেশ নারায়ণ রায় চৌধুরী কলেজের নাম তার স্বর্গীয় পিতা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর নামে করার শর্তে ৫০ হাজার টাকা দেয়ার প্রস্তাব করেন। কলেজ কমিটি উক্ত প্রস্তাবে স্বীকৃত হয়ে কলেজের নামকরণ করেন ‘‘রাজেন্দ্র কলেজ’’। অম্বিকাচরণ মজুমদারের প্রাণান্ত প্রচেষ্টায় ১৯১৮ সালের ১৩ মে ভারত সরকারের নিকট হতে রাজেন্দ্র কলেজ অধিভুক্তির চূড়ান্ত অনুমোদন লাভ করে।
অবকাঠামো[সম্পাদনা]
সরকারি রাজেন্দ্র কলেজ মূলত ২টি ক্যাম্পাসে বিভক্ত। এই ২টি ক্যাম্পাসের একটি ফরিদপুর শহরের মধ্যেই ফরিদপুর স্টেডিয়াম এর পাশে অবস্থিত। একে ডিগ্রী শাখা বা শহর শাখা বলা হয়ে থাকে। অন্যটি শহর থেকে কিছুটা দূরে বায়তুল-আমান এলাকায় অবস্থিত। এটিকে অনার্স শাখা বা বায়তুল-আমান শাখা বলা হয়ে থাকে।
শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
১৯৭১-১৯৭২ সালে কলেজটি প্রথম ৬ টি বিষয়ে অনার্স ও মাস্টার্স চালু করে। বর্তমানে ১৯ টি বিষয় অনার্স ও মাস্টার্স চালু করা হয়। যেগুলো হচ্ছে:
বি.এ.
- ১) বাংলা বিভাগ
- ২) ইংরেজি বিভাগ
- ৩) দর্শন বিভাগ
- ৪) ইতিহাস বিভাগ
- ৫) ইসলাম শিক্ষা বিভাগ
- ৬) ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ
বি.এস.এস.
- ৭) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
- ৮) অর্থনীতি বিভাগ
- ৯) সমাজবিজ্ঞান বিভাগ
- ১০) সমাজকর্ম বিভাগ
- ১১) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বি.এসসি.
- ১২) গণিত বিভাগ
- ১৩) রসায়ন বিভাগ
- ১৪) পদার্থ বিভাগ
- ১৫) প্রাণিবিদ্যা বিভাগ
- ১৬) উদ্ভিদবিজ্ঞান বিভাগ
বি.বি.এ.
- ১৭) ফিন্যান্স ও ব্যাকিং
- ১৮) হিসাববিজ্ঞান বিভাগ
- ১৯) মার্কেটিং বিভাগ
- ২০)ব্যবস্থাপনা বিভাগ
উল্লেখযোগ্য শিক্ষার্থী[সম্পাদনা]
- আবিদুর রেজা খান
- এবিএম নুরুল ইসলাম
- ছরওয়ার জান মিয়া
- তপন বাগচী
- ফরহাদ হোসেন (অধ্যাপক)
- শারফুদ্দিন আহমেদ
- জসীম উদ্দীন
ফেরদৌসী আখতার
ছবি[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |