নীলফামারী সরকারি কলেজ
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৬ মে ১৯৫৮ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় দিনাজপুর শিক্ষা বোর্ড |
ইআইআইএন | ১২৫১৮৯ |
অধ্যক্ষ | মাহবুবুর রহমান ভূইয়া |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৬৯ |
শিক্ষার্থী | ১৪,৮০৭ |
স্নাতক | ১০৫৭৬ |
স্নাতকোত্তর | ২৬২৬ |
অন্যান্য শিক্ষার্থী | ১৬০৫ |
ঠিকানা | মধ্য হারুয়া , , ৫৩০০ , |
শিক্ষাঙ্গন | ২৩.১৫ একর (শহুরে) |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | www |
নীলফামারী সরকারি কলেজ বাংলাদেশের নীলফামারী জেলার একটি সরকারি উচ্চ মাধ্যমিক - উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত কলেজটি নীলফামারী শহরের প্রানকেন্দ্রে অবস্থিত। বর্তমানে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫টি বিষয়ে স্নাতক (পাস), ১৪টি বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা প্রদান করা হয়। ২০২৪ সালের তথ্য অনুযায়ী ১৪,৮০৭ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে।[১]
ইতিহাস
[সম্পাদনা]নীলফামারী সরকারি কলেজ ১৯৫৮ সালের ১৬ মে, তৎকালিন রংপুর জেলার নীলফামারী মহাকুমা সদরে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাকালীন সময়ে এটি রাজশাহী শিক্ষা বোর্ডের ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি নিয়ে উচ্চ মাধ্যমিক ও স্নাতক কোর্সের ডিগ্রি প্রদান করে। পরবর্তীতে ১৯৭৯ সালে কলেজটি সরকারিকরণ হয়। বর্তমানে ১৪ টি বিষয়ে এখানে অনার্স পাঠদান করা হয়। এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্য্যক্রমে ব্যাপক পরিবর্তন আসে নীলফামারী মহাকুমাকে নীলফামারী জেলায় রূপান্তরের মাধ্যমে।[২] বর্তমানে এটি দিনাজপুর বোর্ডের অন্তর্গত এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত।
উপলব্ধ কোর্স
[সম্পাদনা]কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক (সম্মান), স্নাতক (পাস) ও স্নাতকোত্তর শ্রেণীতে শিক্ষা প্রদান করে।[৩] উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে ৩২০, মানবিকে ৩০০ এবং বাণিজ্য বিভাগে ২০০টি আসন আছে।[৪]
- উচ্চ মাধ্যমিক
- মানবিক বিভাগ
- বিজ্ঞান বিভাগ
- ব্যবসায় শিক্ষা বিভাগ
- ব্যাচেলর ডিগ্রি (পাস) কোর্স
- বিএ (পাস)
- বিএসএস (পাস)
- বিএসসি (পাস)
- বিবিএস (পাস)
- সিসি
- ব্যাচেলর ডিগ্রি অনার্স কোর্স
- বাংলা
- ইংরেজি
- ইতিহাস
- ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি
- দর্শন
- রাষ্ট্রবিজ্ঞান
- অর্থনীতি
- অ্যাকাউন্টিং
- ব্যবস্থাপনা
- পদার্থবিদ্যা
- রসায়ন
- উদ্ভিদবিদ্যা
- প্রাণীবিদ্যা
- গণিত
- মাস্টার্স ফাইনাল কোর্স
- বাংলা
- ইংরেজি
- ইতিহাস
- ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি
- দর্শন
- রাষ্ট্রবিজ্ঞান
- অর্থনীতি
- অ্যাকাউন্টিং
- ব্যবস্থাপনা
- রসায়ন
- উদ্ভিদবিদ্যা
- গণিত
- মাস্টার্স প্রিলিমিনারি কোর্স
- বাংলা
- ইংরেজি
- ইতিহাস
- ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি
- দর্শন
- রাষ্ট্রবিজ্ঞান
- সমাজবিদ্যা
- অর্থনীতি
- অ্যাকাউন্টিং
- ব্যবস্থাপনা
সুযোগ সুবিধা
[সম্পাদনা]হোস্টেল
[সম্পাদনা]কলেজে ছাত্রদের জন্য একটি এবং ছাত্রীদের জন্য দুইটি মোট ৩টি হোস্টেল আছে।
খেলার মাঠ
[সম্পাদনা]কলেজ ক্যাম্পাসে রয়েছে নিজস্ব খেলার মাঠ। নীলফামারী স্টেডিয়াম কলেজ ক্যাম্পাসের সাথে অবস্থিত।
সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]ফলাফল ও র্যাংকিং
[সম্পাদনা]২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ১১০৯৯ জন, পাস করেছে ৯৫৮৪ জন, ফেল করেছে ১৫১৫ জন, এ+ পেয়েছে ১৬৩৮ জন, শতকরা পাস করেছে ৮৬.৩৫%, শতকরা এ+ পেয়েছে ১৪.৭৬ %।[৪]
২০২৪ সহপাঠী কলেজ র্যাংকিং অনুযায়ী, কলেজটি জাতীয় পর্যায়ে ১৭৯তম, দিনাজপুর বোর্ডে ১৩ তম, রংপুর বিভাগে ১৬ তম এবং দিনাজপুর জেলায় ৪র্থ স্থানে রয়েছে।[৪]
২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিংয়ে রংপুর অঞ্চলের সেরা দশটি কলেজের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।[৫]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ স্তরভিত্তিক শিক্ষার্থী সংখ্যা ২০২৪। "নীলফামারী সরকারি কলেজ"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৪।
- ↑ "Nilphamari Govt. College"। ১৪ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৫।
- ↑ "National University :: College Details"। www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২৪-১১-১৬।
- ↑ ক খ গ "nilphamari-govt-college"। sohopathi। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৪।
- ↑ "র্যাংকিংয়ে সেরা ৭৬ কলেজকে পুরস্কৃত করল জাতীয় বিশ্ববিদ্যালয়"। thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৪-১১-১৬।