হাজেরা-তজু ডিগ্রী কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাজেরা-তজু ডিগ্রী কলেজ
লোগো
ঠিকানা
মানচিত্র
Bsc Chattar

বিএসসি চত্ত্বর, পুরাতন চান্দগাঁও থানা

,
তথ্য
নীতিবাক্যজ্ঞানই শক্তি
প্রতিষ্ঠাকাল১৯৯১
প্রতিষ্ঠাতাআলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি
বিদ্যালয় জেলাচট্টগ্রাম জেলা
ইআইআইএন১০৪২৩৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষএ কে এম ইসমাইল
কর্মকর্তা৮৪
শিক্ষার্থী সংখ্যা৫০০০
ভাষাবাংলা
শিক্ষায়তন১.২ একর
ক্যাম্পাসের ধরনশহর
রংসাদা এবংকালো         
অন্তর্ভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়[১]
শিক্ষা বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম
ওয়েবসাইটwww.htdc.edu.bd

হাজেরা-তজু ডিগ্রী কলেজ চট্টগ্রামের চান্দগাঁও থানায় অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক ও স্নাতক শিক্ষাপ্রতিষ্ঠান। চট্টগ্রাম ৮ নং আসনের সাবেক সংসদ সদস্য ও বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি ১৯৯১ খ্রিষ্টাব্দে একটি মহিলা কলেজ হিসেবে কলেজটি প্রতিষ্ঠা করেন। নুরুল ইসলাম বিএসসি এর মাতা "হাজেরা" ও পিতা "তজু" এর নামে নামকরণ করা হয় "হাজেরা-তজু ডিগ্রী কলেজ"। ১৯৯৫ খ্রিষ্টাব্দে কলেজটিতে ছাত্র-ছাত্রী সবার জন্য পড়ার সুযোগ করে দেয়া হয়। প্রতি বছর প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রী এ কলেজ হতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। ১৯৯৪ সাল হতে এ কলেজে স্নাতক (পাস) কোর্স চালু করা হয় এবং ২০০৬ সাল হতে স্বল্পপরিসরে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

পাঠাগার[সম্পাদনা]

কলেজের পুরাতন ভবনের নিচতলায় রয়েছে বিশাল পাঠাগার। এখানে পড়াশুনার সুষ্ঠু পরিবেশ বিদ্যমান।

ক্যাম্পাস[সম্পাদনা]

একটি রাজনীতিমুক্ত প্রতিষ্ঠান এবং ক্যাম্পাস সি.সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।

বিজ্ঞানাগার[সম্পাদনা]

অত্র কলেজের বিজ্ঞান বিভাগের জন্য সংরক্ষিত বিজ্ঞানাগার গুলো যুগোপযোগী ব্যবহারিক যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত।

মিলনায়তন[সম্পাদনা]

ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক মিলনায়তনের ব্যবস্থা রয়েছে।

একাডেমিক স্বীকৃতি[সম্পাদনা]

  • উচ্চ মাধ্যমিক ০১-০৭-১৯৯১ ইংরেজি
  • স্নাতক (পাস) ০১-০৭-১৯৯৪ ইংরেজি
  • স্নাতক (অনার্স) ০১-০৭-২০০৬ ইংরেজি

শিক্ষকবৃন্দ[সম্পাদনা]

অত্র কলেজের অধ্যক্ষ এ কে এম ইসমাইল এবং উপাধ্যক্ষ মোহাম্মদ কুতুব উদ্দীন। এছাড়াও এ কলেজে আরও ৬০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন।

ব্যবস্থাপনা[সম্পাদনা]

অত্র কলেজ পরিচালনার জন্য সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বি.এস.সির পুত্র মুজিবুর রহমানকে সভাপতি করে একটি কলেজ গভর্নিং বডি রয়েছে।

কলেজ ভবন[সম্পাদনা]

  • ত্রিতল বিশিষ্ট পুরাতন ভবন ১ টি
  • ত্রিতল বিশিষ্ট পুরাতন ভবন ২ টি
  • চারতলা বিশিষ্ট নতুন ভবন ১ টি
  • ৬ষ্ঠ তলা বিশিষ্ট নতুন ভবন ১টি
  • নতুন ভবন ( নির্মাণাধীন) ১ টি

সংগঠন[সম্পাদনা]

  • হাজেরা তজু ডিগ্রী কলেজ অ্যালুমিনা অ্যাসোসিয়েশন (প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ)

অনুষদ ও বিভাগসমূহ[সম্পাদনা]

উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক এবং স্নাতক পর্যায়ে নিম্নোক্ত অনূষদ ও বিভাগ রয়েছে:

ব্যবসায় শিক্ষা অনুষদ[সম্পাদনা]

সামাজিক বিজ্ঞান অনুষদ[সম্পাদনা]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "HAZERA-TAJU DEGREE COLLEGE, CHANDGAON - 4303"www.nubd.info। ১৭ নভেম্বর ২০২৩। 

বহিঃসংযোগ[সম্পাদনা]