হাজেরা-তজু ডিগ্রী কলেজ
হাজেরা-তজু ডিগ্রী কলেজ | |
---|---|
![]() লোগো | |
ঠিকানা | |
![]() | |
Bsc Chattar বিএসসি চত্ত্বর, পুরাতন চান্দগাঁও থানা , | |
তথ্য | |
নীতিবাক্য | জ্ঞানই শক্তি |
প্রতিষ্ঠাকাল | ১৯৯১ |
প্রতিষ্ঠাতা | আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি |
বিদ্যালয় জেলা | চট্টগ্রাম জেলা |
ইআইআইএন | ১০৪২৩৭ |
অধ্যক্ষ | এ কে এম ইসমাইল |
কর্মকর্তা | ৮৪ |
শিক্ষার্থী সংখ্যা | ৫০০০ |
ভাষা | বাংলা |
শিক্ষায়তন | ১.২ একর |
ক্যাম্পাসের ধরন | শহর |
রং | সাদা এবংকালো |
অন্তর্ভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয়[১] |
শিক্ষা বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম |
ওয়েবসাইট | www |
হাজেরা-তজু ডিগ্রী কলেজ চট্টগ্রামের চান্দগাঁও থানায় অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক ও স্নাতক শিক্ষাপ্রতিষ্ঠান। চট্টগ্রাম ৮ নং আসনের সাবেক সংসদ সদস্য ও বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি ১৯৯১ খ্রিষ্টাব্দে একটি মহিলা কলেজ হিসেবে কলেজটি প্রতিষ্ঠা করেন। নুরুল ইসলাম বিএসসি এর মাতা "হাজেরা" ও পিতা "তজু" এর নামে নামকরণ করা হয় "হাজেরা-তজু ডিগ্রী কলেজ"। ১৯৯৫ খ্রিষ্টাব্দে কলেজটিতে ছাত্র-ছাত্রী সবার জন্য পড়ার সুযোগ করে দেয়া হয়। প্রতি বছর প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রী এ কলেজ হতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। ১৯৯৪ সাল হতে এ কলেজে স্নাতক (পাস) কোর্স চালু করা হয় এবং ২০০৬ সাল হতে স্বল্পপরিসরে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
পাঠাগার[সম্পাদনা]
কলেজের পুরাতন ভবনের নিচতলায় রয়েছে বিশাল পাঠাগার। এখানে পড়াশুনার সুষ্ঠু পরিবেশ বিদ্যমান।
ক্যাম্পাস[সম্পাদনা]
একটি রাজনীতিমুক্ত প্রতিষ্ঠান এবং ক্যাম্পাস সি.সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
বিজ্ঞানাগার[সম্পাদনা]
অত্র কলেজের বিজ্ঞান বিভাগের জন্য সংরক্ষিত বিজ্ঞানাগার গুলো যুগোপযোগী ব্যবহারিক যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত।
মিলনায়তন[সম্পাদনা]
ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক মিলনায়তনের ব্যবস্থা রয়েছে।
একাডেমিক স্বীকৃতি[সম্পাদনা]
- উচ্চ মাধ্যমিক ০১-০৭-১৯৯১ ইংরেজি
- স্নাতক (পাস) ০১-০৭-১৯৯৪ ইংরেজি
- স্নাতক (অনার্স) ০১-০৭-২০০৬ ইংরেজি
শিক্ষকবৃন্দ[সম্পাদনা]
অত্র কলেজের অধ্যক্ষ এ কে এম ইসমাইল এবং উপাধ্যক্ষ মোহাম্মদ কুতুব উদ্দীন। এছাড়াও এ কলেজে আরও ৬০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন।
ব্যবস্থাপনা[সম্পাদনা]
অত্র কলেজ পরিচালনার জন্য সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বি.এস.সির পুত্র মুজিবুর রহমানকে সভাপতি করে একটি কলেজ গভর্নিং বডি রয়েছে।
কলেজ ভবন[সম্পাদনা]
- ত্রিতল বিশিষ্ট পুরাতন ভবন ১ টি
- ত্রিতল বিশিষ্ট পুরাতন ভবন ২ টি
- চারতলা বিশিষ্ট নতুন ভবন ১ টি
- ৬ষ্ঠ তলা বিশিষ্ট নতুন ভবন ১টি
- নতুন ভবন ( নির্মাণাধীন) ১ টি
সংগঠন[সম্পাদনা]
- হাজেরা তজু ডিগ্রী কলেজ অ্যালুমিনা অ্যাসোসিয়েশন (প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ)
অনুষদ ও বিভাগসমূহ[সম্পাদনা]
উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক এবং স্নাতক পর্যায়ে নিম্নোক্ত অনূষদ ও বিভাগ রয়েছে:
ব্যবসায় শিক্ষা অনুষদ[সম্পাদনা]
সামাজিক বিজ্ঞান অনুষদ[সম্পাদনা]
আরো দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "HAZERA-TAJU DEGREE COLLEGE, CHANDGAON - 4303"। www.nubd.info। ১৭ নভেম্বর ২০২৩।
- বার্ষিক কার্যক্রম পরিকল্পনা ২০১৪-২০১৫
- বার্ষিক কার্যক্রম পরিকল্পনা ২০১৭-২০১৮
- https://web.archive.org/web/20190510191145/http://htdc.edu.bd/
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |